নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

সত্যিই তুমি অন্যরকম

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১





পারফিউম মাখা বিকেলের সুঘ্রাণ নিতে নিতে তুমি যখন আমার কাছে এলে-
তখন মনে হলো- দক্ষিণ এশিয়ার তুমিই একমাত্র সরলা!
যার সরলতা দিয়ে সমস্ত পৃথিবীর কালিমা ধুয়ে মুছে দেওয়া যায়!
যার অনুভূতি দিয়ে পৃথিবীকে জরামুক্ত করা যায়!
একটুকরো আলোয় স্নান করা তোমার চিবুক অনুভূতির সমুদ্রে ঢেউ তোলে
আয়েশি পৃথিবীর মতোই আমি তাকাই- আহা! প্রকৃতির মতোই তুমি যে নিটোল, সজ্জাহীন;
মাদার তেরেসার মতোই অনাড়ম্বর! অলঙ্কারে কোনই আগ্রহ নেই-
মনে মনে ভাবলুম- বাহ্! নিরেট নারীবাদী।
অনন্তকাল ধরে- অর্বাচীন চিন্তার চাষিরা বুঝি তোমাকেই খুঁজছে
তোমার চোখের মহৎ ভাবাদর্শে বিগলিত হয় সন্ধ্যার হৃদয়! আমিও!
পৃথিবীকে অবাক করে দিয়ে আরও একবার সন্ধ্যা নামে আমাদের অনুভূতির প্রাচীন মাঠে-
চিন্তার ব্যালকনিতে আবছা অন্ধকার
আমি অন্ধকার কিংবা রাত্রি ভয় পাই-কিন্তু তুমি?
বনেদী রাত্রির শরীর খুঁড়তে খুঁড়তে হয়ে ওঠো বেশ রাত্রিখোর!
সত্যিই তুমি অন্যরকম- ঠিক আমি বা আমরা যেমনটি নই!

---------------------------------
মুনশি আলিম
22.10.2016- 23.10.2016
শিবগঞ্জ সিলেট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.