নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি কৃতজ্ঞতা : গুগল
শিক্ষকমণ্ডলী ক্লাস নিতে যতটুকু আগ্রহবোধ করে পরীক্ষার খাতা দেখতে ততটুকুই বিরক্তিবোধ করে!
রুচির ব্যাপারগুলো ব্যক্তিভেদে ভিন্ন। আর এ কারণে কেউ দুধ বিক্রি করে শুঁটকি খায়, আবার কেউ শুঁটকি বিক্রি করে দুধ খায়।
বাংলাদেশের মানুষের মাজারপ্রীতি মাদকের নেশার চেয়েও ভয়াবহ!
হাতিওয়ালাদের চাঁদাবাজি আইনত অবৈধ হলেও পাবলিক তামাশায় বৈধ!
মানুষ বর্তমানে আরামের জন্য পোশাক পরে না, ফ্যাশনের জন্যই পরে!
আত্মিক সম্পর্ক সৃষ্টি হতে যতটুকু সময় লাগে, ভাঙতে ততটুকু লাগে না!
কান্না দেখলে যেমন কান্না পায় তেমনি বমি দেখলে বমি পায়।
যারা পাসকোর্সে পড়ে তাদের সম্মান শ্রেণির শিক্ষার্থীরা একটু হেয় দৃষ্টিতে দেখে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হেয় দৃষ্টিতে দেখে, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হেয় দৃষ্টিতে দেখে। যদিও মেধাবী শিক্ষার্থী সব জায়গাতেই রয়েছে!
প্রাতিষ্ঠানিক শিক্ষকরা কেবল শিক্ষার্থীদের শিক্ষক আর সাহিত্যিকরা গোটা সমাজের শিক্ষক!
পাঠক কেবল দর্শক হয়, কিন্তু লেখক একই সাথে দর্শক এবং পর্যবেক্ষকও।
যৌবনের ভাবাবেগকে সকলেই কাজে লাগাতে পারে না। যারা পারে তারাই একসময় আলোচনায় উঠে আসে!
খাঁটি নেতাদের কর্মযজ্ঞের মতো খাঁটি সাহিত্যিকদের কর্মযজ্ঞও মহাকাল মনে রাখে।
প্রধান সাহিত্যিক সাহিত্যের নতুন পথ সৃষ্টি করেন আর গৌণ সাহিত্যিকরা সে অনুসারিত পথে হাঁটেন। প্রধানই টিকে থাকেন, অপ্রধানরা কালের গর্ভে হারিয়ে যায়!
পোশাকের মূল্যায়ন ক্ষণস্থায়ী গুণের মূল্যায়ন স্থায়ী।
অল্প বয়সের প্রেমে আবেগ ও ভয় উভয়ই বেশি থাকে।
মানুষের মুখ সবসময় মনের প্রকৃতি বহন করে না।
মানব মেজাজ সর্বদা পরিবেশে পরিস্থিতির ওপর নির্ভরশীল।
অবিবাহিতরা মানসিকভাবে যতটুকু সুখী এবং স্বাধীন বিবাহিতরা ততটুকু নয়!
প্রেমের শেষকথা শরীর!
০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়।
২| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৪
সঞ্জয় নিপু বলেছেন: অনেক উপদেশ / নীতিকথা ভাল লাগলো ।
শেষের টা জানি কেমন কেমন
০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮
সৃষ্টিশীল আলিম বলেছেন:
ধন্যবাদ ভাইজান।
ব্যাপার নাহ্! সত্যগুলো একটু কঠিন কঠিনই হয়!
৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৩
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল।
০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬
নতুন নকিব বলেছেন:
# প্রেমের শেষকথা শরীর!#
-মারাত্মক থিউরি! থিউরি নয়, বাস্তবতা!! আর বাস্তবতা যদি এটাই হয়ে থাকে, তাহলে ভালবাসা দিবস, ভ্যালেন্টাইনস ডে ইত্যাকার দিন দিবস যে পান্তা হয়ে যায়!!! আর এসব কথা বললেই তো 'উদারমনা'র তকমাটা 'ব্যাকডেটেড' জাতীয় শব্দের আড়ালে হারিয়ে যায়!!!
অনেক ধন্যবাদ।
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনার প্রতিও অনেক অনেক ভালোবাসা।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২২
করুণাধারা বলেছেন:
বাংলাদেশের মানুষের মাজারপ্রীতি মাদকের নেশার চেয়েও ভয়াবহ!
ভাল লেগেছে।
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৯
বিজন রয় বলেছেন: সব জ্ঞানগর্ভ কথা!!
++++
কেমন আছেন?
০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০
সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালো আছি। আপনি?
অনেক অনেক ভালোবাসা।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৯
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: সব গুলো বচন'ই সত্য।
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ভাইজান। শুভেচ্ছা সতত।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৯
নতুন বলেছেন: ++