নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি কৃতজ্ঞতা : মুনশি আলিম
যারা ওয়াজ করে তারা কখনোই দানখয়রাত করে না।
প্রেমিকা হলো বোধসম্পন্ন মহাচুম্বকখণ্ড। যার আকর্ষণ পৃথিবীব্যাপী!
বাংলাদেশে ওয়াজ মাহফিল এখন আর সওয়াবের উদ্দেশ্যে হয় না, হয় টাকা সংগ্রহের উদ্দেশ্যে।
স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরলে ভয় হয় না, কিন্তু প্রেমিকার সঙ্গে একটু ঘুরলেই ভয় কাজ করে।
ব্যক্তিগত পড়ার রুটিন কখনোই শতভাগ পালন হয় না।
পান ও সিগারেট উভয়ই অভ্যাসগত নেশা। প্রথমটি গন্ধ রোধক আর দ্বিতীয়টি তীব্র গন্ধক।
যেকোনো অবৈধ কাজের সময় বিবেক একবার হলেও নড়েচড়ে ওঠে।
প্রচণ্ড ঝগড়ার সময় গালিসমগ্র দিয়ে নির্ণয় করা যায় ঝগড়াটে ব্যক্তির জন্মস্থান।
চিল এবং বাসের কনট্রাক্টর উভয়ের দৃষ্টিই প্রখর। কারও টার্গেটই মিস হয় না।
প্রিন্ট নয়, ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিই মানুষের দুর্বলতা বেশি।
স্ত্রী স্পর্শে শরীরে শিহরণের মাত্রা ক্ষীণ কিন্তু প্রেমিকা স্পর্শে তা বিদ্যুৎসম!
সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও সবাই যেমন সাহিত্যিক হয় না, তেমনি সাহিত্যের রসও আস্বাদন করতে পারে না।
মানুষ কেবল সফলদের কথাই মনে রাখে। আর এ কারণে ইতিহাসও সবসময় শক্তিমানদের পক্ষে।
কাক-কোকিলের মতো কিন্তু কোকিল না, তেমনি চাচারা বাবার মতোই কিন্তু বাবা না।
দুলাভাইরা শ্যালক নয়, শ্যালিকার প্রতিই বিশেষ দুর্বল!
দুই দশক আগেও নারীরা বিয়ের পর জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা পেত। আর এখন-মিডিয়ার কল্যাণে দ্বিতীয় শ্রেণির শিশুরও মুখস্থ-নরডেট টুয়েন্টি এইট কিংবা ফেমিকন-স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল!
স্থানীয় নির্বাচনের প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে যতটা না ভোট পায়, তার চেয়ে বেশি পায় আত্মীয়তার সূত্র ধরে ।
জলে বসবাস করেও যেমন সকলে জলচর নয়, তেমনি মানবকুলে জন্ম নিয়েও সকলে মানুষ নয়!
মনুষ্যত্ববোধ না থাকলে পশুর সাথে বিস্তর পার্থক্য থাকে না।
শুধু নারী নয়, স্বাধীনতা প্রত্যেক প্রাণিরই কাম্য।
নারীরা সাজতে যতটুকু সময় নেয়, জীবনসিদ্ধান্ত নিতে ততটুকু সময় নেয় না।
দীর্ঘ সময় নিয়ে সাজার পরও নারীদের মনে খুঁতখুঁতি থাকে। ইস! যদি আরেকটু সময় পেতাম!
সিনিয়র লেখকরা ফেসবুকে জুনিয়রদের কাছে লাইক তো আশা করেই সেইসাথে প্রশংসামূলক কমেন্টও।
মৌসুমী লেখকরা-লেখার অগ্রগতির জন্য যথেষ্ট বইপড়ার যেমন ধার-ধারেন না তেমনি লেখার সংখ্যাবৃদ্ধিতে জন্মবিরতিকরণও পছন্দ করেন না!
বাংলাদেশের জনপ্রতিনিধিরা একবার নির্বাচনে পাস করতে পারলে কয়েক পুরুষ ধরেই সে সম্মান অটুট থাকে।
অধিকাংশ কবিদের কবিতাই নিজের চৌকাঠ পেরোয় না।
সিনিয়ররা ইগুগত সমস্যায় ভুগে জুনিয়রদের পোস্টে লাইক, কমেন্ট করেন না।
বিজ্ঞাপনে নারীদের যেভাবে ভোগ্য বা আবেদনময়ী করে উপস্থাপন করা হয়, পুরুষদের সেভাবে হয় না।
শিল্পের প্রধান কাজ সৌন্দর্য চাষের মধ্য দিয়ে সত্ত্বাকে বিকশিত করে তোলা।
শিল্প সর্বদাই জাত-পাত-লিঙ্গ-ধর্ম-জাতীয়তা-কালের ঊর্ধ্বে।
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৭
সৃষ্টিশীল আলিম বলেছেন: জি ভাই, নিয়মিতই করি।
ভালো না লাগলে দূরত্ব বজায় রাখুন।
ঐ যে ট্রাকের পিছনে যেমন লেখা থাকে- ১০০ হাত দূরে থাকুন!
২| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫
TaবিZ FaরুK বলেছেন: আপনার সানগ্লাসটা সুন্দর।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬
ঢাকাবাসী বলেছেন: ভালই। সবগুলো সঠিক নাও হতে পারে।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০
অতঃপর হৃদয় বলেছেন: হুম! বেশ তো।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০
নতুন নকিব বলেছেন:
কয়েকটি ছাড়া বাকিগুলোতে সহমত।
নিচেরটি কি শুনে শুনে, না কি অভিজ্ঞতালব্দ জ্ঞানের আলোকে বলেছেন? গবেষনার বিষয় বটে!
স্ত্রী স্পর্শে শরীরে শিহরণের মাত্রা ক্ষীণ কিন্তু প্রেমিকা স্পর্শে তা বিদ্যুৎসম!
ভাল থাকবেন।
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: সবই জীবনলব্ধ অভিজ্ঞতা ভাই! জীবনলব্ধ অভিজ্ঞতা!
ধন্যবাদ।
৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর।
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক সুন্দর সুন্দর কথা, বেশ ভাল লাগল...............
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১
TaবিZ FaরুK বলেছেন: বক বক করলেন কিছুক্ষণ।