নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবচেয়ে রেডিমেড মিথ্যে কথা হলো-আমি ভালো আছি।
জনগণের টাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড হলেও নামকরণ হয় নেতাদের নামে!
বিয়ে বা পার্টিতে হাড় না চিবানোই এখন প্যাশন।
মানুষ স্বভাবতই যেমন স্মৃতিকাতর তেমনি যৌনকাতরও।
নামের কাঙাল সকলেই, তবে নেতা-নেত্রীরা একটু বেশি।
স্বামীর আচরণ সন্দেহজনক না হলে স্ত্রী কখনোই সন্দেহপরায়ণ হয় না।
ভদ্রলোকের দেয়ালে কর্দমাক্ত কৃষকের ছবি শোভা পেলেও ব্যক্তি কৃষকের উপস্থিতি মোটেই শোভনীয় নয়।
উচ্চশিক্ষা গ্রহণ করা ব্যক্তিরা সরাসরি কৃষি কাজ করতে ইতস্ততবোধ করে।
মানুষ স্মৃতিকাতর; যেকোনো মূল্যেই তা মৃত্যুর পূর্বপর্যন্ত ধরে রাখার চেষ্টা করে।
সুন্দরী স্ত্রী নিয়ে মানুষ যেমন গর্ববোধ করে তেমনি শঙ্কাবোধও করে।
যে ভিক্ষুকের আবেদন নান্দনিক, সে ভিক্ষুকের উপার্জন বেশি।
ধর্মান্ধরা যুক্তির ধার ধারে না, প্রথাগত বিশ্বাসকেই শাশ্বত মানে।
মানুষ অবসাদ কাটানোর জন্যই বিনোদন খোঁজে।
মানবকল্যাণে ব্রতীদের মাথায় কুচিন্তা কম আসে।
নাস্তিকদের তুলনায় আস্তিকরা মানসিকভাবে বেশি সুখী।
সরকারের সমালোচনা করাও এখন রাষ্ট্রদ্রোহের শামিল!
সবচেয়ে অপ্রয়োজনীয় কথা হলো-কেমন আছো/আছেন?
ধর্ম বিশ্বাস নিয়ে কোনো ধরনের তর্কেই জড়াতে চান না ধার্মিকরা।
মাছ বিক্রেতাদের প্লেট ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই উবু থাকে।
সহসা যৌক্তিক তর্কে ধর্মভীরু যেখানে নীরব, ধর্মান্ধরা সেখানে সরব। আর ধর্মভীরুরা যেখানে সরব, ধর্মান্ধরা সেখানে উগ্র!
ধর্মবিশ্বাস অদৃশ্য জালের মতো। সমস্ত জীবনব্যাপীই এর প্রভাব।
শূচিবায়ুগ্রস্থরা কখনোই মানবতাবাদী হয় না।
নারীমাত্রই সাজগোজের সরঞ্জামাদি সাথে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
পশ্চিমারা পশুদের প্রতি যতটা দায়িত্বশীল সন্তানের প্রতি ততটুকু নয়।
ভিনদেশীরা বাংলাদেশীদের কাছে ভিনগ্রহের প্রাণীর মতোই বিস্ময়কর এবং পূজনীয়।
মুনশি আলিম
জাফলং, সিলেট
[email protected],
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
৩| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো কথা লিখেছেন +++
ভাই একটা পরামর্শ- মুনশি বচন একটু গ্যাপ রেখে অন্য কিছু লিখুন পরে না হয় অন্য সময় আবার দিলেন, লেখা ভালো হচ্ছে তাই গ্রহণযোগ্যতা যেন সব সময় থাকে সে জন্য বললাম। আর ভাই আমার কথা রেখেছেন ছবি বদলে দিয়েছেন তাই অশেষ ধন্যবাদ।
ভাই প্লিজ পরামর্শর জন্য ভুল বুঝবেন না, নিজের মনে করে বলা।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: ঠিক আছে ভাই। তাই হবে।
আপনার সুপরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ।
৪| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬
সৈয়দ মেহবুব রহমান বলেছেন: ভালো লাগলো
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: অফুরন্ত ভালোবাসা।
৫| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭
ফ্রিটক বলেছেন: ভাল লিখেছেন।
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর।