নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার মামা রুবজ এ রহমান-এর খুব শখ হলো সাপের খেলা শিখবেন। যেই কথা সেই কাজ। প্রতিবেশি মিন্টু ওঝাকে ধরে কী কী যেনো মন্ত্রও শিখে ফেললেন। একদিন আমায় বললেন-ভাগিনা, আইয়ো আজখে অ্যাখ নতুন জাগাত যাইতাম। আমি বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম-খানো যাইতায়? মামা বললেন-সাপোর খেলা দেখানিত। সাপের কথা শুনতেই আমার শরীটা কেমন শিহরিত হয়ে উঠলো। আমি ইতস্তত করতে লাগলাম। মামা বুঝতে পেরে বললেন-মজাও ফাইবে, টেখাও ফাইবে। সাপ দিয়া ভাগ্য গণনা খরতাম। ইতা না দেখলে বুঝতে নায়, আইয়ো। মামার সম্মোহনী ভঙ্গিতে আমি আর না করতে পারলাম না।
দীর্ঘ একঘণ্টা বাস জার্নি করে রাঙামাটির নেছা গ্রামে গিয়ে পৌঁছলাম। খানিক বিরতি নিয়ে চা পর্ব শেষ করলাম। অতপর শুরু হলো মামার মূল কাজ। অল্পকিছুক্ষণের মধ্যেই মজমা জমে গেলো। নারীদের উপস্থিতি ছিলো লক্ষ করার মতো। সাপ যার হাতে যাবে তার ভাগ্য সুপ্রসন্ন আর যার হাতে যাবে না তার ভাগ্যে শনির, রাহুর কিংবা মনসার প্রভাব ইত্যাদি ইত্যাদি। এ থেকে উত্তরণের জন্য রয়েছে শিকড় দিয়ে বানানো 'সহি তাবিজ'! সাপ শতকরা পাঁচজনের হাতে যায়। যাদের হাতে যায় না তাদের আফসোসের কোনো অন্ত থাকে না। পূর্বভাস ছাড়াই তাদের মনে ও মুখে মেঘ জমতে থাকে।
মুনশি আলিম
জাফলং, সিলেট
০৭ ই মে, ২০১৭ রাত ৯:১০
সৃষ্টিশীল আলিম বলেছেন:
২| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:১৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম এমন অনেক দেখেছি। আমি সাপকে খুব ভয় পাইতাম কিন্তু দূরে দাঁড়িয়ে সাপের খেলা দেখতে পছন্দ করতাম।
৩| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: এই সাপ হাতে যেতে আমি কখনো দেখিনি। আমি দেখেছি এই সাপ দিয়ে খেলা দেখায়, আর হাতে যাওয়ার সাপ লাল এবং কালো রংয়ের মিশ্রনে ছিকন ও ছোট আকৃতির হয়, যেগুলো খুব ছোট আকৃতির সাপের বক্সে রাখা হয়।
০৭ ই মে, ২০১৭ রাত ৯:২৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনি ঠিক বলেছেন। হাত গণনা করার সাপ চিকন হয়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৪| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:২৫
আবু মুছা আল আজাদ বলেছেন: অসাধারণ বিশেষ করে ছবি ধারনটা।
০৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: তবে তো ছবিয়ালকে ধন্যবাদ দিতে হয়।
সেইসাথে আপনাকেও ধন্যবাদ।
৫| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৩২
সমাজের থেকে আলাদা বলেছেন: আপনার লেখা পড়ে শরৎচন্দ্রের বিলাসী মনে পড়ে গেল ভাই। ধন্যবাদ
০৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৭
সৃষ্টিশীল আলিম বলেছেন: যাক! ভাই লেখাটা একটু হলেও কাজে লেগেছে!
৬| ০৮ ই মে, ২০১৭ রাত ২:৫৯
ধোয়াটে বলেছেন: লেখাটার ভঙ্গীটা মজার আর বিষয়টা ইন্টারেষ্টিং...
০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাপ আমি ডরাই। টেকা দিলেও হাতো লইতাম নায়।