![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশ্বাস ছাড়া যেমন ভালো প্রেমিক হওয়া যায় না, তেমনি ভালো রাজনীতিবিদও হওয়া যায় না।
অল্প জানা দোষের নয়, তবে অল্প জেনে বেশি জানার ভাব নেওয়া দোষের।
যে রাজনীতিবিদ খাঁটি ভদ্রলোক, সে রাজনীতিবিদ অতি মানবিক।
অভিজ্ঞতা বয়সের ওপর নির্ভরশীল নয়, পর্যবেক্ষণ ও কর্মের ওপর নির্ভরশীল।
নেশাখোররা যেমন নারাজ যুক্তিতে, তেমনি নারাজ মুক্তিতে।
রাজনৈতিক প্রতিশ্রুতি ও প্রেমের প্রতিশ্রুতি উভয়ই সমান ও সমান্তরাল গতিতে চলে।
প্রেমে যত প্রতিশ্রুতির বৃষ্টি হয়, প্রেম তত গাঢ় হয়।
সব সত্য সর্বকালের জন্য সর্বসত্য নাও হতে পারে কিন্তু মানবতা সবকালের জন্যই সর্বসত্য।
মনুষ্য আদালতের বিচার হয় জনসম্মুখে আর প্রকৃতির আদালতের বিচার হয় সবার অলক্ষে।
বিদ্যামাত্রই অভিজ্ঞতার ফসল।
উপেক্ষা জন্ম দেয় ক্রোধ আর ক্রোধ জন্ম দেয় প্রতিহিংসার।
যারা পজিটিভ চিন্তাভাবনা করে তাদের জীবন পরিবর্তন সহজ হয়।
ক্রোধের ধরন সব নারীরই এক।
মনুষ্যত্বহীন মানুষই অসম্পূর্ণ মানুষ।
বড়ো হওয়ার প্রথম শর্ত-আত্মপ্রত্যয়ী হওয়া।
মুনশি আলিম
সিলেট
০৯-০৮-২০১৭
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: মানুষ এর থেকে বেশী জানেন আজকাল। < যারা বেশি জানে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর যারা বেশী জানে তাদের জন্য রইলো দুঃখবাদ।
বেশি জানার এই খবরও যিনি রাখেন তার জন্যও রইলো শুভকামনা।
২| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
প্রোলার্ড বলেছেন: ফাঁকা প্রতিশ্রুতিই প্রেম ও রাজনীতির মূলমন্ত্র
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ। নিরন্তর ভালোবাসা।
৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ শেয়ারের জন্য ।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: অফুরন্ত ভালোবাসা।
৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী ভাই
আপনি অনেক বিজ্ঞ ও জ্ঞানী ব্লগার,
অনেক দিন এখানে বিচরণ করছেন,
প্রায় সবার পোস্টে আপনি মন্তব্য করেন।
শুভ লক্ষণ। আপনার কাছ থেকে অনেকেই
শিক্ষা নিবে সেটাই প্রত্যাশিত। কিন্তু ইদানিং
আপনার মন্তব্যে বিশেষ খোঁচা দেবার প্রবণতা
লক্ষ্য করা যাচ্ছে। ফুলে কাঁটা থাকবে এটা অস্বীকার
করা যায় না, তবে পুজার ফুুলে কিন্তু কাঁটা থাকেনা।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০০
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
@নূর মোহাম্মদ নূরু ,
স্যরি, আমি সতর্ক হওয়ার চেস্টা করবো
৭| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: অনেক দিন পর আপনার বচন পেলাম।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯
সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা অফুরান প্রিয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
এগুলো আপনার বেলায় প্রয়োজ্য; মানুষ এর থেকে বেশী জানেন আজকাল।