নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত সোনা করছে খেলা
মায়ের কোলে বসে,
বেশি করে আদর চায়
মুচকি মুচকি হেসে।
খাওয়ার সময় হলে বাবু
কান্না জু’ড়ে দেয়,
খেলনাগুলো পড়ে থাকে
কোনোটা-না নেয়!
পেটভরে তার খাওয়া হলে
মিটমিটিয়ে হাসে,
দু'হাত মেলে দেখায় সে
অনেক ভালোবাসে!
বাবু হাসলে হাসেন মাতা
হাসেন প্রাণের পিতা,
ফুলপরিরা এগিয়ে আসে
করতে তাকে মিতা।
০৬.১১.২০১৭
শিবগঞ্জ, সিলেট
উৎসর্গ : নাবহান আলভি মুক্ত।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
২| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
করুণাধারা বলেছেন: ভাল থাকুক মুক্তসোনা।