নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম
খোকা এখন ঘুমের দেশে
কোরো নাকো গোল,
প্রজাপতির হাতে দেখো
রঙিন গোলাপ ফুল।
ফুলপরিরা সেজেগুজে
মাথায় দিয়ে তাঁজ,
খোকাবাবুর ঘুমের দেশে
যেতে চায় যে আজ!
দোয়েল, শ্যামা, শালিক পাখি
ভাবছে তারা বসে,
প্রজাপতির রং মাখাবে
খোকার মতো হেসে।
ঘাসফড়িং আর ময়না-টিয়ে
নিচ্ছে রোদের ওম,
টুনটুনিরাও হিংসে করে
দেখে খোকার ঘুম।
২১.১১.২০১৭
কালিগঞ্জ, জকিগঞ্জ, সিলেট
মানুষ
নানা দেশের নানা মানুষ
বচন কত রকম
হাসি-কান্নার ধরনও এক
নয়তো বেশি-কম!
আজকে যারা রঙের ভেতর
লক্ষ ছোঁয়া চায়,
ভিনদেশিদের বাক্যশুনে
মুক্তি খুঁজে পায়!
কথায় কথায় যেথা-সেথা
তর্ক করে যারা,
জগৎমাঝে সত্যিকারের
বোকা লোক তারা।
মাত্রাবিন্যাস : মূলপর্ব ৪ মাত্রার, অপূর্ণ পর্ব ১ মাত্রার।
২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা।
২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৯
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬
Monkula বলেছেন: অসাধারণ।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫২
সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
রাজীব নুর বলেছেন: বেশ ভালো।