নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

রম্যগল্প :: আত্মহত্যা

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪



একবার মামির সঙ্গে মামা রুবজ এ রহমানের ভীষণ যুদ্ধ হলো। যুদ্ধ মানে তর্কযুদ্ধ আরকি! মামা তর্কে হেরে গেলে গণ্ডারের মতো অস্থির হয়ে ওঠেন। তখন হাতের কাছে যা পান তা দিয়েই ঘরের জিনিসপত্র ভাঙার চেষ্টা করেন। কখনোবা ঘরের বেড়াও কাটেন। কিংবা ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু কখনো ভুলেও মামির গায়ে হাত তুলেন না। আজ মামা ওসবের কিছুই করলেন না। কেবল পশ্চিমাকাশের দিকে ঘনঘন তাকাতে লাগলেন—কখন সূর্য অস্ত যায়!

সন্ধ্যার সময়। চারদিকে অনেকটাই থমথমে পরিবেশ। উঠানের দক্ষিণ দিকে গাছের সঙ্গে বাঁধা জোড়া বলদ। মামা বলদদ্বয়ের গলার রশি খুলে গোয়ালে ঢুকালেন। এরপর চুপিসারে গাছ থেকে বলদের শক্ত রশিটি খুললেন। আশেপাশে তাকালেন। কেউ কোথাও নেই। তিনি বাড়ির পিছনে এলেন। পিছনটা ঘন জঙ্গলে পরিপূর্ণ। সন্ধ্যা হতে না হতেই ঝিঁঝি পোকারা ডাক শুরু করে দিয়েছে। এ ডাক যেনো সন্ধ্যাবার্তাই বহন করছে! জঙ্গলের সম্মুখভাগেই রয়েছে মস্তবড়ো আমগাছ। মামা সেখানে গেলেন। তার হাতে একজোড়া বলদরশি! তিনি দুটোকে গিঁট দিয়ে আরও বড়ো করলেন। এরপর আমগাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধলেন।

আবছা অন্ধকার। একটু দূর থেকে মামার মুখ স্পষ্ট দেখা যায় না। বলদ বাঁধার মতো করে মামা নিজের গলায় রশিটি বাঁধার চেষ্টা করলেন। ফাঁসিতে ঝুলে যাবেন ঠিক এমন মুহূর্তে পাশ থেকে একটি সাপ ফোঁস করে উঠলো। মামা ভয়ে রশিটশি ফেলে জোরে চিৎকার দিয়ে উঠলেন—ওরে বাপ রে! সাপ! এরপর দিলেন বলদদৌড়!

চিৎকার শুনে মামি দৌড়ে এলেন। এসে দেখেন আমগাছে বলদের রশি ঝুলছে। অদূরেই মামা। একেবারে সান্ধ্যভূতের মতোই তাকে অস্পষ্ট আর অদ্ভুত লাগছে!


--------------
মুনশি আলিম
সিলেট




মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

আখেনাটেন বলেছেন: :D

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১

দীদার মাহদী বলেছেন: হা হা হা

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাগ নিয়ন্ত্রণ করা উচিত। আত্মহত্যার মত ব্যপারে এ ধরনের চিন্তা করাও ঠিক না...

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

ওমেরা বলেছেন: আমাদের এক আত্বীয়ের কথা শুনেছিলাম, উনি বউ এর সাথে রাগ করে দড়ি নিয়ে গাছের উপরে বসে আছে রাতে । রাতে কেউ যখন ঘরের বাহিরে আসছে তখন টুপ করে গাছ থেকে লাফিয়ে পরেছে ,শব্দ শুনে ভয় পেয়ে সেই লোক চিৎকার করেছে তখন বাসার অন্য লোকেরা তাকে নামিয়েছে ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

মুকতাফী বলেছেন:
মজা পাইছি।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: মজার ছিল

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: পূর্বপঠিত।তবে কিছুটা রসযোগ হয়েছে।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: পূর্বপঠিত।তবে কিছুটা রসযোগ হয়েছে।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১২

ফেরদৌসা রুহী বলেছেন: আগেও এমন ঘটনা পড়েছি।

আত্মহত্যা করতেও বিরাট সাহস লাগে বুঝা গেলো।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।
ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.