নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প : ১ :: খিচুরি

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯




সারাদিনের ক্লান্তি নিয়ে সোজা রেস্টুরেন্টে চলে গেলাম। খিদেয় পেট জ্বলছে। ওয়েটারকে অর্ডার করতেই খাবার সামনে হাজির। খাওয়া শুরু করব এমন ক্ষণে এক বয়স্কলোক আমার মুখোমুখি আসনে বসল। আমাকে ভালো করে কিছুক্ষণ নিরীক্ষণ করে খাবারের দিকে তাকাল। আমি কিছুটা বিব্রতবোধ করলাম। লোকটা হয়ত কিছুটা অনুমান করতে পেরেই ওয়েটারকে ডাকল। — ৫ টেখার খিচুরি দিলাওবা। ওয়েটার জোরে বলল—৫ টেখার খিচুরি নাইবা চাছা! বিশ/ত্রিশ টেখার নিতে অইব! ওয়েটারের কথা শুনেই বৃদ্ধলোকটা দীর্ঘশ্বাস ফেলল। অস্তে করে বলল—অত টেখা নাই বা চাছা। কথাটি বলেই হোটেলের সব লোকদের একবার দেখে নিল। ছোটো হোটেল। কিন্তু মানুষে টইটম্বুর। সবাই খাচ্ছে। কেউ কিছু বলছে না। হোটেল ম্যানেজারও একবার তাকাল। কিন্তু কিছু বলল না। আমি ওয়েটারকে বললাম—দিলাওবা বিশ/ত্রিশ টেখারই দিলাও। বিল আমি দিমু।


ওয়েটার কী বুঝে একটু ম্লান হাসল। এরপর ঝড়ের গতিতে ছানা, পিয়াজু, সালাদ মিলিয়ে একপ্লেট খিচুরি নিয়ে এলো। লোকটি আমার দিকে একবার তাকাল। আশ্রুভেজা চোখ। এরপর আপন মনে খাওয়া শুরু করল। হয়ত আমার মতোই দীর্ঘ সময়ের অনাহারী, হয়তবা তারও বেশি! বিল খুব বেশি নয়। কিন্তু তা পরিশোধ করে মনের মধ্যে যে প্রশান্তি পেলাম সেকি আর ভাষায় প্রকাশ করা যায়! জীবনের কিছু ভালো কাজের মধ্যে এটাও একটা ভালো কাজ। জয় হোক মানুষের, মানবতার।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২

ওসেল মাহমুদ বলেছেন: মানবতা বেচে থাক !

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

সৃষ্টিশীল আলিম বলেছেন: নিরন্তর শুভকামনা।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাদা মনের মানুষগুলো ভাল থাকুক।

জয় হোক মানবতার।।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: অফুরন্ত ভালোবাসা।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: মানুষ মানুষের জন্য কথাটি আপনার কাজের মাধ্যমে আবার প্রমাণিত। মানবতার সেবায় একটু হলেও ত্যাগ করেছেন বলে ভালো লাগল। আপনার এমন কাজ হয়তো অন্যকেও উৎসাহিত করবে।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: আহারে---

মানবতাই সবচেয়ে বড় ধর্ম।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৯

সৃষ্টিশীল আলিম বলেছেন: একসমুদ্র ভালোবাসা।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫

মৌরি হক দোলা বলেছেন: জয় হোক মানুষের, মানবতার।

ভালোলাগা ও শুভকামনা রইল.......

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০

সৃষ্টিশীল আলিম বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা অফুরান।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২

শামচুল হক বলেছেন: মানবতাবাদী গল্প ভালো লাগল।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০১

সৃষ্টিশীল আলিম বলেছেন: ব্যক্তি অভিজ্ঞতাটাই গল্পাকারে তুলে ধরেছি। ভালোবাসা অহর্নিশ।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

কাতিআশা বলেছেন: ভালো কাজের প্রশান্তিই আলাদা!

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫

সুমন কর বলেছেন: মেসেজটা আসল।

২৯ শে জুন, ২০১৮ রাত ১:২৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একসমুদ্র ভালোবাসা।


মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

২৯ শে জুন, ২০১৮ রাত ১:৩০

সৃষ্টিশীল আলিম বলেছেন: :) :D =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.