নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অণুগল্প :: নেশা
-মুনশি আলিম
দয়াল একদিন বিত্তশালী বন্ধুদের সঙ্গে জুয়া খেলতে বসেছে। প্রতিগেম দশ হাজার! মধ্যরাত পর্যন্ত খেলতে খেলতে তার অর্জন হলো প্রায় দুই লক্ষ টাকা! রাত তিনটা থেকেই শুরু হলো তার লসের পালা। এভাবে লস হতে হতে তার লাভের অর্জন শেষ হয়ে পঞ্চাশ হাজার ভর্তুকি গেল। তবু সে উঠল না। শুরু হলো বাকী খেলা। একপর্যায়ে সে তার ব্যবহৃত খাট খেলার বাজিতে ধরল। এবং কাকতালীয়ভাবেই সে হেরে গেল। অন্যান্য জুয়ারিরা তখনই খেলা ভঙ্গ করে তার খাট আনার জন্য রওয়ানা দিল।
খাটের ওপর শুয়ে ছিল তার সদ্যবিবাহিত স্ত্রী ঋতু। জুয়ারিরা ঋতুসহই খাট নেওয়া শুরু করল। ঋতু চিৎকার শুরু করল। জুয়ারিরা সমস্বরে বলতে লাগলো—খাটে যা আছে তার সবই বাজিতে জেতার ফসল! এর প্রকৃত মালিক এখন আমরা। কথাটি বলেই তারা খাট নিয়ে রওয়ানা দিল। দয়াল মাথা চুলকাচ্ছে আর আবছা আলোতে ঋতুর দিকে তাকাচ্ছে। আশেপাশে কেউ নেই। দেখতে দেখতেই অদৃশ্য হয়ে গেল ঋতু।
২৯ শে জুন, ২০১৮ রাত ১:৫৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: হুম।
ধন্যবাদ।
২| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:১০
মোঃ আবু বকর ছিদ্দিক বলেছেন: অসাধারন হয়েছে লেখাটি ভাই
২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:০৯
সৃষ্টিশীল আলিম বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা।
৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরোনো প্লট নতুন ভাবে। খারাপ না...
২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:১০
সৃষ্টিশীল আলিম বলেছেন:
৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:৩৯
কাওসার চৌধুরী বলেছেন: সময়ের প্রেক্ষাপপটে অনুগল্পটি পড়ে ভাল লাগলো।
২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:১১
সৃষ্টিশীল আলিম বলেছেন: একসমুদ্র ভালোবাসা।
৫| ২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:৫৩
কবীর হুমায়ূন বলেছেন: নেশার জগতে জুয়ার থেকে মদ ভালো। মদে এক সময় পেট ভরে যায়, তখন ক্ষ্যান্ত দিতে হয়। আর জুয়ার নেশা শেষ হবার নয়। ভালো লিখেছেন।
৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৪৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: তা অবশ্য মন্দ বলেননি।
তবে দুটোই ক্ষতিকর।
ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন।
৬| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৬
ফেনা বলেছেন: খারাপ পথে যে থাকে সে পাপ করে কিন্তু শাস্তি ভোগ করতে হয় পুরা পরিবারকে।
৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৪৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: সহমত। নিরন্তর ভালোবাসা।
৭| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: আমি জেনেছি এক জুয়াড়ু অনেক টাকা হেরে, শেষ মেষ নিজের মেয়েকে নিয়ে বাজি ধরেছেন।
৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৪২
সৃষ্টিশীল আলিম বলেছেন: ঘটনার নাম ও চরিত্র উভয়ই বাস্তবতার সঙ্গে অক্ষুণ্ণ রাখা হয়েছে।
ভালোবাসা অহর্নিশ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৮ রাত ১:৫৫
শামচুল হক বলেছেন: জুয়াড়িদের কপালে এরকমই ঘটে।