নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ও প্রেমিক রুবেল মামা একদিন জেবুপাড়া দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ একটি ক্রিকেট বল এসে মামার সামনে পড়ল। বল কোথা থেকে এলো তা নিয়ে আমরা রীতিমতো ভাবনায় পড়ে গেলাম। আশেপাশে কাউকেই খুজেঁ পেলাম না। হঠাৎ রাস্তার ডানদিকে চারফুট দেয়ালের ওপারে এক নারী সুললিত কণ্ঠে বললো—বলদে রুবেল, ওইযে ওখানে বলদে! এই অপরিচিত জায়গার মানুষ মামাকে চিনে, তাও আবার যুবতী নারী! মামা তো খুবই খুশি। যুবতী নারীকন্ঠ বলে কথা!
আমি বললাম মামা—এত খুশি হওয়ার কিছু নেই। এই নারীকণ্ঠ আপনাকে অপমান করেছে। মামা বললেন—কিলান? আমি উত্তর দিতে যাব এমন সময় দেয়ালের ওপার থেকে ছোট্ট একটি কাগজের টুকরা মামার গায়ে এসে লাগলো। মামার হার্টবিট তখন আরও বেড়ে গেল। খুব তাড়াতাড়ি করে তিনি কাগজটি খুললেন। তাতে লেখা : বললো—বলদে রুবেল, ওই বলদে। আমি মামাকে বললাম—মামা দেখেছেন, মেয়েটি সত্যি সত্যি আপনাকে অপমান করেছে। সে আপনাকে বলদ বলেছে। বলদ বলবে খেনে? সে তো আমাকে বল দিতাম কইছে! আমি বললাম—বল যদি দিতেই বলবে তবে তো সে লিখত: বল দে রুবেল; ওই, বল দে! মামা কিছুটা বিরক্ত নিয়েই বললেন—হালার হালা, আর কোনোগুরে বাংলা পড়াইতাম নায়!
৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৩৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: জি, ভাইজান।
ভালোবাসা।
২| ৩০ শে জুন, ২০১৮ রাত ১০:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সিলেটি মাত?
৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৩৬
সৃষ্টিশীল আলিম বলেছেন:
জিঅয়।
ভালোবাসা।
৩| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: আমরা যে পৃথিবীতে বসবাস করি--সেখানে কবরে হুমড়ি খেয়ে পড়ার আগেও মানুষ টাকা ও ক্ষমতার বিষ্ঠায় গড়াগড়ি খায়!
৪| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৭:৪৬
নিশি মানব বলেছেন: পোষ্ট দে আলিম, নতুন করে আর পোষ্ট দে!
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০১৮ রাত ১০:১২
কাওসার চৌধুরী বলেছেন:
আলীম ভাইর বাড়ি কিতা ছিলেট নি?