নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের হাড়!

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৯



হ্যাঁ আমি তাদের কথাই বলছি—
ওরা আদর্শ আর চেতনার আড়তদার। আক্রমণে—পুরুষের চেয়ে নারীশরীরই ওদের বেশি পছন্দ!
শহিদমিনার, সিএনজির ভেতর কিংবা রক্ষাকবচ থানার ভেতরেও প্রাকাশ্য দিবালোকে ওরা যখন শেয়াল-শকুনের মতো ছিঁড়ে খাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের লড়াকু ছাত্রীর দেহ—আমার তখন মনে পড়ে গেল পাকিস্থানি হায়েনাদের কথা!
আমার তখন মনে পড়ে গেল দু’লক্ষ মা-বোনদের বর্বর নির্যাতনের কথা!
আমার তখন মনে পড়ে গেল আগ্রাসী দখলদারদের কথা!
তবে কি আদর্শের নামধারী এই পেটুয়াবাহিনীই নব্য হানাদার?
রাষ্ট্রীয় ক্ষমতার যাতাকলে পিষ্ট এদেশের স্বপ্নহৃদয়,
রাষ্ট্রযন্ত্র কি মানবিক অধিকারটুকুও কেড়ে নেবে?
রাষ্ট্রযন্ত্র কি শিশু-কিশোরের মুখের কথাও কেড়ে নেবে?
রাষ্ট্রযন্ত্র কি লক্ষ-কোটি তরুণের ন্যায্য অধিকারের স্বপটুকুও কেড়ে নেবে?
রাষ্ট্রযন্ত্র কি উদ্বিগ্ন অভিভাবকদের বিলাপের মুহূর্তটিও কেড়ে নেবে?
রাষ্ট্রযন্ত্র কি মানববন্ধনের অধিকারটুকুও কেড়ে নেবে?
সভাসমাবেশের অধিকার কেড়ে নেবে?
রাষ্ট্রযন্ত্র কি মুক্তির কথা কেড়ে নেবে?
রাষ্ট্রযন্ত্র কি কান্নার অধিকারও কেড়ে নেবে?
এদেশ কি আমার নয়?
এদেশ কি স্বপ্নবাজ তরুণপ্রজন্মের নয়?
তবে কি কেউ এদেশে ন্যায্য অধিকারের কথা বলতে পারবে না?
শাসকগোষ্ঠীর মতের বিপরীত হলেই কি পেটুয়াবাহিনী লেলিয়ে দিতে হবে?
এর নামই কি গণতন্ত্র?
আর কত?
এদেশ থেকে কি মানবতা উঠে যাবে?
বুদ্ধিজীবীরা কি কেবলই সরকারের প্যাকেজ প্রোগ্রাম?
তাদের কি কখনোই বোধোদয় হবে না?
চেতনার মিউজিয়ামে রক্ষকের কুৎসিত মুখ,
তকমাধারী আদর্শের সমুদ্রে স্নান করা নব্য হায়েনারা দেখতে আমাদের মতোই—কেবল ভেতরটা পশুর!
ভয়? না, এখন আর কোনো ভয় নেই। বোবার আবার কানে শোনার ভয় কী!
বাকস্বাধীনতা? একাত্তরে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি; সত্যিই কি স্বাধীনতা এনেছি? বাকস্বাধীনতা?
বোধহীন রাজ্যে পশুত্ব আর গণতন্ত্র উভয়ই এক। দু’জায়গাতেই ক্ষমতাবানদের দাপট ও স্বৈরাচরিতা সমান!
দলগুলোতে এখন ক্ষমতার এঁটো গন্ধ!
তবে কি হুমায়ুন আজাদের কথাই সত্য—সবকিছু নষ্টদের অধিকারে যাবে?
হায়রে! হাতুড়িবাহিনী, তোরা জানলিই না, তোদের বর্বর হাতুড়ির আঘাতে শুধু তরিকুলের হাড় ভাঙেনি, ভেঙেছে বাংলাদেশের হাড়!

ওহে ভ্রষ্ট পেটুয়াবাহিনী! মনে রাখিস, বেলাশেষে তোরাও একা, শ্মশানের মতোই একা!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:১৫

রাকু হাসান বলেছেন: একটি মানুষ কতটা নির্মম হতে পারলে .হাতুরি দিয়ে পেটাতে পারে ...।!!! :| মানুষের আচরণ দেখে কখন কুকুররাও ভীত হয়ে হয়ে !! একটি মানুষ কতটা নির্মম হতে পারলে .হাতুরি দিয়ে পেটাতে পারে ...।!!! :| মানুষের আচরণ দেখে কখন কুকুররাও ভীত হয়ে হয়ে !!

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: দুঃখজনক।

২| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৬

নীল আকাশ বলেছেন: বাকশালী শাষন কাকে বলে এবার বুঝেছেন তো ? ১৯৭৫ কি কেন হয়েছিল আশা করি অনুধাবন করতে পড়ছেন ?

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

সৃষ্টিশীল আলিম বলেছেন: খুবই দুঃখজনক ব্যাপার।

৩| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাধীনতার ইতিহাস কলংকিত হয় বারবার
বাহাত্তার পচাত্তর
ফিরেফিরে আসে স্বৈরাচার
ভিন্নমত দলনে প্রথম ক্রশফায়ার
আর দম্ভৌক্তি- কোথায় সিরাজ শিকদার???

বাবলা গাছে তো ফল ধরে না!
বিষবৃক্ষে মধূ!
তোমরা মিছেই স্বপ্নে ঘূরেছ পিছু পিছূ!
ধর্ষক মানিক যখন পায় সম্মাননা
তোমার আমার মা-বোন কেউ নিরাপদ না!

রক্ষীবাহিনীর সেই রক্তাক্ত অতীত
মিথ্যা দিয়ে কি চাইলেই যায় ঢাকা?
ইতিহাস ফিরে ফিরে আসে
তাদের হাতে বিশ্বজিতের রক্তমাখা!

অহংকারের হবেই পতন
গণতন্ত্র হত্যার দায়ে
হবেই তোদের নির্বাসন।

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

সৃষ্টিশীল আলিম বলেছেন: কিছু বলার ভাষা নেই।

৪| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: আমি জীবনে কোনো দিন খালি দেইনি। কিন্তু যে হাতুড়ি দিয়ে মেরেছে। ওকে আমি খালি দিতে চাই।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.