নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাঁটি বাংলাদেশী

সুদীপ্ত কর

মরার আগে মেটালিকার মাস্টার অফ পাপেটস শুনতে শুনতে মরতে চাই। https://www.facebook.com/Sudipta.Kar

সুদীপ্ত কর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা - যেভাবে শুরু হলো বাংলাভাষার এই বিপ্লব

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১







২০০৮ সাল....

শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২০০৩ ব্যাচের কয়েকজন স্টুডেন্ট থিসিসের টপিক হিসেবে বেছে নিলেন একটি বেসিক সার্চিং সিস্টেম। সেটি ডেটাবেইস থেকে সার্চ করে তথ্য সরবরাহ করতে পারতো। ধীরে সুস্থে এটিকে পরিণত করা হয় একটি বিজনেস ইনফো সার্চিং সিস্টেমে। সেই সময় এই সিস্টেমটি ইয়েলো পেজ ডিরেক্টরী থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতো এবং সার্চের রেজাল্ট হিসেবে কাংখিত প্রতিষ্ঠানের ইনফরমেশন প্রোভাইড করতো। এতে তখন প্রায় ৬০,০০০ প্রতিষ্ঠানের ডেটা ছিলো। এটিকে তখন একটি বেসিক বিজনেস সার্চ ইন্জিনে পরিণত করা হয় এবং নাম দেয়া হয় একুশে ফিন্যান্স। এতে সংযুক্ত করা হয় শেয়ার মার্কেট এনালাইসিসের টুল।





তৎকালীন একুশে ফিন্যান্স







এই একুশে ফিন্যান্স ২০০৯ সালে সিটি ফিনানশিয়াল আইটি কেইস কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং জিতে নিয়ে আসে রানার্সআপ প্রাইজ।





সেই থেকে শুরু......

২০০৪ ব্যাচের কয়েকজন স্টুডেন্টের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে তৈরি হয় ওয়েব ক্রলার এবং নজর দেয়া হয় বাংলা সার্চিং এর দিকে। ডেটাবেইজ সার্চিং থেকে সরে এসে হাত দেয়া হয় ইনডেক্সবেইজড সার্চের দিকে। আস্তে আস্তে একটা শক্তিশালী সার্চ ইন্জিনের রুপরেখা দাড় করানো হয়।

২০০৫ ব্যাচের একটি থিসিস গ্রুপ এই কাজটাকে অনেকদুর এগিয়ে নেয় এবং এটিকে একটি বেসিক বাংলা সার্চ ইন্জিনের কাঠামো হিসেবে দাড় করিয়ে ফেলেন ২০১০ সালের শেষের দিকে। উনারা ডেটাবেইস কোর্স প্রজেক্ট হিসেবে একটা ছোট স্কেলের সার্চ ইন্জিন বানিয়েছিলেন পিপীলিকা নামে। এই দুটো প্রজেক্টকে মার্জ করে শুরু হয় মূল সার্চ ইঞ্জিনের কাজ। তখনের পিপীলিকার লোগো ছিলো এটা।









ইন্জিনটি অংশ নেয় সিলেট রিজিয়নের ডিজিটাল ইনোভেশন ফেয়ারে এবং জিতে নেয় ১ম পুরষ্কার। কম্পিউটার জগতে একটি ফিচারও আসে এটি নিয়ে। (উপরের বামের ছবি)









নতুন নাম ঠিক করা হয় পিপীলিকা। পিপীলিকা তখন বাংলা এবং ইংরেজী দুই ভাষাতেই সার্চ করতে পারা শুরু করে। জিতে নেয় ২০১১ সালের ন্যাশনাল কলেজিয়েট সফটওয়্যার কনটেস্টের চ্যাম্পিয়নের খেতাব।



২০০৬ এবং ২০০৭ ব্যাচের বেশ কয়েকজন স্টুডেন্ট কাজ শুরু করেন বাংলায় ন্যাচরাল ল্যাংগুয়েজ প্রসেসিং নিয়ে যেটা পিপীলিকার পারফরম্যান্স বাড়াতে সহায়তা করে।

এতদিন পিপীলিকার উন্নয়ন চলছিলো শুধুমাত্র অনেক স্টুডেন্ট এবং কয়েকজন টিচারের উৎসাহে। কিন্তু পিপীলিকার সম্ভাবনা দেখে গ্রামীণফোন আইটি (জিপিআইটি) সাস্টের সাথে চুক্তি করে ফান্ডিং দিতে রাজী হয় পিপীলিকার প্রফেশনাল ডেভলপমেন্টে। চুক্তি সাক্ষর হয় ২০১২ সালের ফেব্রুয়ারী মাসে।

তারপর ড: মু: জাফর ইকবাল স্যারের তত্বাবধানে পিপীলিকার ডেভলপমেন্ট শুরু হয়ে ডিপার্টমেন্টের সফটওয়ার হাউজে। ২০০৪ ব্যাচের প্রাক্তন কয়েকজন স্টুডেন্ট এসে জয়েন করেন ডেভলপমেন্ট টিমে। টিমের লীডার হিসেবে অফিশিয়ালী দায়িত্ব নেন রুহুল আমিন সজীব স্যার। ২০০৫, ২০০৬ এবং ২০০৭ ব্যাচের কয়েকজন স্টুডেন্ট পড়াশোনা শেষ করে জয়েন করেন এই টিমে। শুরু হয় স্বপ্নযাত্রা।

খুব দ্রুতই পিপীলিকার বেটা ভার্সনের কাজ শেষ হয়। আজ ১৩/৪/১৩ তারিখে অফিশিয়ালী রিলিজ করা হচ্ছে পিপীলিকার বেটা ভার্সন। পহেলা বৈশাখে বাঙালীরা শাবিপ্রবি আর জিপিআইটির পক্ষ থেকে পাবে নতুন উপহার। বাংলা ভাষার সার্চ ইন্জিন।



পিপীলিকার বর্তমান ডেভলপমেন্ট টিমে কাজ করছেন ১১ জন। ওনারা হলেন

• মাহবুবুর রহমান তালহা

• মো: মহিউদ্দীন মিশু

• তালহা ইবনে ইমাম

• তৌহিদুল ইসলাম

• সাজ্জাদুল হক

• বাকের আনাস

• ফরহাদ আহমেদ

• মো: মাকসুদ হোসাইন শিবলী

• থিম্পু পাল

• আসিফ সামির এবং

• মধুসূদন চক্রবর্তী।



পিপীলিকা নাম এবং লোগো এসেছে ২০০৫ ব্যাচের আহমেদ চিশতী এবং বুরহান উদ্দিনের সেই প্রজেক্ট থেকেই।



পিপীলিকা বর্তমানে বেটা ভার্সন চলছে pipilika.com এ। এর পারফরম্যান্স ভালো করার কাজ চলছে এবং চলতেই থাকবে। এখন হয়তো বেশ কিছু সার্চ রেজাল্ট পারফেক্ট আসবে না। কিন্তু সার্চিং বাড়ার সাথে সাথে এগুলো খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। পিপীলিকা তে বাংলায় ন্যাচরাল ল্যাগুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করা হয়েছে যা গুগল ইউজ করেনা। সুতরাং আত্মবিশ্বাসের সাথে বলা যায় বাংলা সার্চিং এর জন্য পিপীলিকাই সেরা।



পিপীলিকার পারফরম্যান্স বাড়াতে আপনার কোন সাজেশন থাকলে সার্চ ইন্জিনের ফিডব্যাক পেজে আমাদের জানান। সবার সহযোগিতায় পিপীলিকা খুব শীঘ্রই পরিণত হবে একটি শক্তিশালী বাংলা সার্চ ইঞ্জিনে।

কারণ এর মূল ভাষা বাঙালীর ভাষা বাংলা আর বাঙালী সবই পারে।

জয় বাংলা





পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে



মন্তব্য ১৯৮ টি রেটিং +৫৯/-০

মন্তব্য (১৯৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

শ্রাবণ জল বলেছেন: মূল ভাষা বাঙালীর ভাষা বাংলা আর বাঙালী সবই পারে।

ইউজ করে দেখব।
শুভকামনা।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

সুদীপ্ত কর বলেছেন: ইউজ করে দেখুন এবং মতামত জানিয়ে সাহায্য করুন পিপীলিকাকে আরো শক্তিশালী করতে।

ভালো থাকবেন।

২| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

সপ্নীল বলেছেন: গতকাল রাতেই দেখেছিলাম। অনেক সম্ভাবনার একটি প্রজেক্ট। পিপিলিকা টিমকে অভিনন্দন। পিপিলিকা নামটিও খুব পছন্দ হয়েছে আমার। আশা করি বাংলা সার্চ ইন্জিন হিসেবে সফল হবে খুব শিগগির।

পোস্টের জন্য আপনাকেও ধন্যবাদ।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

সুদীপ্ত কর বলেছেন: আসলেই অনেক সম্ভাবনার প্রজেক্ট। দোয়া করবেন।

ভালো থাকবেন।

৩| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বিডি আমিনুর বলেছেন: ভাই পিপীলিকা মজিলায় এড করব কিভাবে ?

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

সুদীপ্ত কর বলেছেন: এডঅন টা এখনো ডেভেলপ করা হয়নি। তবে হয়ে যাবে শীঘ্রই।
সাজেশনের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

তামিম ইবনে আমান বলেছেন: পিপিলিকার ডেভেলোপিং নিয়ে কিছু বলতে পারবেন ?

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

সুদীপ্ত কর বলেছেন: এইটাতো বিরাট ইতিহাস :/

৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সুদীপ্ত কর বলেছেন: আগামীকাল থেকে পিপীলিকায় সার্চ করা যাবে pipilika.com এ।

একটু ব্যস্ত থাকায় কমেন্টের রিপ্লাই দিতে একটু দেরী হবে।

৬| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ইষ্ট কিং বা ওয়েষ্ট, শাবিপ্রবি ইজ দ্যা বেষ্ট।


সুদীপ্ত নিয়মিত আপডেট দিও ফেসবুক ও ব্লগ দুটোতেই। মনে রাখিও প্রচারে প্রসার।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

সুদীপ্ত কর বলেছেন: শাবি বেস্ট :)

চেষ্টা করবো আপডেট দেয়ার। ভালো থাকুন ভাই :)

৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

ইংলা বলেছেন: প্রথমেই সার্চ দেই আমার নাম লিখে। দু:খজনকভাবে প্রথম পেইজের একটা রেজাল্টও আমার না। আমার ফেবু-টুইটার-ইউটুব-লিংকডিন সহ আরো অনেক কিছুই আসে নাই যেগুলা গুগল-বিং-এ আসে। এরপর এটা ব্যাবহার করার ইচ্ছা চলে গেছে।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

সুদীপ্ত কর বলেছেন: প্রথমত এটায় জোর দেয়া হয়েছে মূলত বাংলা ব্লগ, নিউজপেপার গুলার উপর।
আর সার্চিং টেকনিক টা গুগলের বাংলা সার্চিংএর চাইতে আলাদা।

আমিও যখন আমার নাম দিয়ে প্রথমবার সার্ট দেই, তখন প্রথম পাতা না ৬-৭ পেইজেও পাইনি। গতকালকে শুধু ১ টা রেজাল্ট দেখিয়েছিলো। আজকে অনেকগুলো।

এটা সময়ের সাথে সাথে ভালো রেজাল্ট নিয়ে আসে।

আশা করি আপনি আবারো ব্যবহার করে দেখবেন।
শুভ কামনা

৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

লিন্‌কিন পার্ক বলেছেন:

নামটা সুন্দর

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

সুদীপ্ত কর বলেছেন: নামকরণে চিশতী ভাই :)

শুভকামনা লিনকিন পার্ক।

৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

কালোপরী বলেছেন: +++++++++++

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ কালোপরী।

১০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

অভি৯১৭৫ বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ। দেখে ভালো লাগলো

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

সুদীপ্ত কর বলেছেন: ইউজ করে দেখুন এবং মতামত জানিয়ে সাহায্য করুন পিপীলিকাকে আরো শক্তিশালী করতে।

ভালো থাকবেন।

১১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

শরিফ নজমুল বলেছেন: good news indeed!

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

সুদীপ্ত কর বলেছেন: আসলেই গুড নিউজ।

ভালো থাকবেন।

১২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মোস্তফা কামাল পলাশ বলেছেন: ইষ্ট কিং বা ওয়েষ্ট, শাবিপ্রবি ইজ দ্যা বেষ্ট।

B-) B-) B-) B-) B-)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

সুদীপ্ত কর বলেছেন: আবার জিগায়

১৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

পিচ্চি পোলা বলেছেন: সার্চ ইঞ্জিন তৈরী করে সময় নষ্ট না করাই ভালো। গুগলের কোনো বিকল্প নেই। যে কোনো ভাষায় তথ্য সার্চের জন্য গুগল এক এবং অদ্বিতীয়। /:)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

সুদীপ্ত কর বলেছেন: বাংলা সার্চিং এর জন্য পিপীলিকা :)

১৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২

পটল বলেছেন:
সাস্টের সেসব তরুণদের জন্য শুভকামনা।

পিপীলিকার জন্যও :)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

পড়ব না বলেছেন: জুস. অসাম.।।


১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

সুদীপ্ত কর বলেছেন: বেশী জুস।

১৬| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

জানা বলেছেন:

অভিনন্দন @পিপিলিকা টিম। খুব ভাল লাগছে।


পোস্টের জন্য ধন্যবাদ সুদীপ্ত।

১৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

জানা বলেছেন:

অভিনন্দন @পিপীলিকা টিম। খুব ভাল লাগছে। পিপীলিকার জয় হোক।


পোস্টের জন্য ধন্যবাদ সুদীপ্ত।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

সুদীপ্ত কর বলেছেন: পিপীলিকার জয় হোক।
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

স্বপনবাজ বলেছেন: অভিনন্দন !

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

সুদীপ্ত কর বলেছেন: থ্যাংকস :)

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

মদন বলেছেন: +

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

সুদীপ্ত কর বলেছেন: :)

২০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

সাকিন উল আলম ইভান বলেছেন: আমার দেখা সেরা সার্চ ইঞ্জিন ,একেবারে যা চাই তাই যেন এনে দেয় ....:)

অনেক ধন্যবাদ দাদা পোষ্টটার জন্য ।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

সুদীপ্ত কর বলেছেন: হুম। বেস্ট
:)

২১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

আমিনুর রহমান বলেছেন:

পিপীলিকা টিমের প্রতিটি সদস্যকে অভিনন্দন ও কৃতজ্ঞতা ।

বাংলা ভাষার জয় হোক সর্বত্র আর পিপীলিকা পরিণত হোক একটি শক্তিশালী বাংলা সার্চ ইঞ্জিনে।


তোমার জন্য রইল অনেক অনেক শুভ কামনা ।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

সুদীপ্ত কর বলেছেন: বাংলা ভাষার জয় হোক।
ধন্যবাদ ভাই। :)

২২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

একজন আরমান বলেছেন:
দারুন।
শুভকামনা সব সময়ের জন্য। :)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

সুদীপ্ত কর বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মোস্তফা কামাল পলাশ বলেছেন: ইষ্ট কিং বা ওয়েষ্ট, শাবিপ্রবি ইজ দ্যা বেষ্ট।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

সুদীপ্ত কর বলেছেন: সত্য কথা।

২৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত একটা ব্যাপার। অনেক অনেক অভিনন্দন।
এটা আমাদের অনেক বড় একটা অর্জন। পিপীলিকা টিমের সদস্যদের প্রতি রইল আমার অনেক অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা ।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

সুদীপ্ত কর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

ভালো থাকবেন।

২৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

বোকামানুষ বলেছেন: অভিনন্দন

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

সুদীপ্ত কর বলেছেন: ধণ্যবাদ। ভালো থাকবেন :)

২৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

গৃহ বন্দিনী বলেছেন: লোগো টা তো দারুন হয়েছে ।


পোষ্টের জন্য ধন্যবাদ লেখককে । :) :)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

সুদীপ্ত কর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

রহস্যময়ী কন্যা বলেছেন: চমৎকার।পিপীলিকা টিমের সদস্যদের প্রতি রইল আমার অনেক অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা । :)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

সুদীপ্ত কর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো ধাকবেন।

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা !

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।

পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

দি সুফি বলেছেন: :) :)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

সুদীপ্ত কর বলেছেন: পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৩০| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

রাকীব হাসান বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা !
চালু হলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন "পিপীলিকা"

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

সুদীপ্ত কর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

রাকীব হাসান বলেছেন: সংক্ষেপে পিপীলিকা সার্চ ইঞ্জিনটির সাধারণ ব্যবহার বিধি

৩২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

বিডি আমিনুর বলেছেন: চমৎকার হইছে
শুভ কামনা !

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

সুদীপ্ত কর বলেছেন: পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৩৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

কাউসার রুশো বলেছেন: পিপীলিকা! নামটাইতো জোশ!

শত হতাশার ভীড়েও ভালো লাগে এ সমস্ত আশা জাগানিয়া সংবাদ পেলে। এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। দেশটাকে বহুদূর নিয়ে যেতে হবে। প্রমাণ করতে হবে আমরাও পারি।

শাবিপ্রবি টীমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। জয় বাংলা!

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

সুদীপ্ত কর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

জয় বাংলা

৩৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: টিমটির প্রতি শুভেচ্ছা রইল।

আরেক্টা বিষয় সংযুক্ত করা যেতে পারে, সেটা হচ্ছে "দিবসের আলোচিত"
আরেক্টা হলে বিশেষ সুবিধা হয়, সেটা হচ্ছে ডিকশনারি।



১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

সুদীপ্ত কর বলেছেন: পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৩৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

মিযান আযিয বলেছেন: ছয় পায়ে পিলপিল চলি.......

পিপীলিকা টিমের সদস্যদের প্রতি রইল আমার অনেক অনেক অভিনন্দন ও শুকরিয়া ।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

সুদীপ্ত কর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৩৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি এটা কিছুদিন আগে থেকেই ব্যবহার করছিলাম। নিজেদের জিনিসের প্রতি একটা আলাদা টান সব সময় থাকে। আপনারা অনেক ভাল একটা উদ্যেগ নিয়েছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

..........
আর হ্য এটার সার্চ আরো অনেক বেশি ভাল করা দরকার। বাংলা সার্চ করে দেখলাম পিপীলিকা গুগল থেকে এখন অনেকখানি পিছিয়ে। তবে আশা রাখি বাংলা সার্চে একদিন পিপীলিকা গুগলকে ছাড়িয়ে যাবে।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

সুদীপ্ত কর বলেছেন: খুব শীঘ্রই উন্নত হয়ে যাবে আশা করা যায়।

পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৩৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

এ জাফর বলেছেন: বাংলাদেশের তরুন প্রযুক্তিবিদদের অসংখ্য ধন্যবাদ এমন একটি সার্চ ইন্জিন চালু করতে পারার জন্য। কেউ কেউ বলেছেন গুগুল এর বিকল্প নেই। আমি তাদের সাথে একমত নই। আমরা যদি আমাদের ছেলেদের সাপোর্ট না দেই তাহলে কোনদিনই আমাদের দেশে এমন ছেলে তৈরী হবে না। একটি বিখ্যাত উক্তি আছে যে দেশে গুনীর সমাদর নেই সে দেশে গুনী জন্মায় না। এ কথাটি আমাদের মনে রাখতে হবে।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

সুদীপ্ত কর বলেছেন: একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। আমরা করবো জয়।

ভালো থাকবেন

পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৩৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪

আমি বন্য বলেছেন: অভিনন্দন @পিপিলিকা টিম। খুব ভাল লাগছে

বাংলাদেশের গর্ব তারা

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

সুদীপ্ত কর বলেছেন: শুভকামনা রইলো আপনার জন্য।

পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৩৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

সবুজ সাথী বলেছেন: শুভকামনা পিপীলিকা টিমের জন্য। এগিয়ে যাও।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

সুদীপ্ত কর বলেছেন: পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৪০| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: এই ছেলেদের মেরিকা পাঠিয়ে দেয়া হউক। এই জাতীয় চেষ্টা এখানে থেকে হবে না।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

সুদীপ্ত কর বলেছেন: হবে হবে।

৪১| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

রবিউল ৮১ বলেছেন: পিপিলিকা টিমকে অভিনন্দন

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

সুদীপ্ত কর বলেছেন: এটা সারা দেশের অর্জন।

পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৪২| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: পিপীলিকার যাত্রা শুভ হোক।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।

পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৪৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১

নির্ণায়ক বলেছেন: পিপিলিকার জন্য শুভ কামনা।অভ্র দিয়ে বাংলা লিখে সার্চ করতে সমস্যা হচ্ছে কেন বুঝলাম না?

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

সুদীপ্ত কর বলেছেন: পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

এখানে কমপ্লেন পাঠিয়ে দিত পারেন।

৪৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

পথ-হারা এক পথিক বলেছেন: শুভকামনা :)

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ

৪৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

কাফের বলেছেন: আমার কাছে দারুন লাগলো

পিপীলিকা এবং টিমের জন্য অনেক শুভকামনা রইলো

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।

পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৪৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

মাহমুদা সোনিয়া বলেছেন: আসলেই চমৎকার একটা ব্যাপার!! গর্বিত হবার মতোই। :) :) আমাদের দেশের তরুণরা আরও আরও সুন্দর কাজ করবে এটাই আশা করি। পিপীলিকা টিম ও তোমাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

শুভ নববর্ষ।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

সুদীপ্ত কর বলেছেন: দেশ আরো এগিয়ে যাবে এটাই কামনা।

ভালো থাকবেন আপু। শুভ নববর্ষ

৪৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

ঘুমন্ত আমি বলেছেন: পিপিলিকা টীমের সবাইকে অভিনন্দন ।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

৪৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

দীপ্তপন বলেছেন: ত্রসো হে বৈশাখ ত্রসো
নতুন দিনের ছন্দ নিয়ে মোদের গায়ে এসো,
তোমার লাগি এই আয়োজন
হলদি পায়েঁ সবুজ বরণ
করতে তোমায় মনের আপণ
হে বৈশাখ হে।


তোমাদের অভিনন্দন।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।
নববর্ষের অগ্রীম শুভেচ্ছা।

৪৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই সামুতে যেভাতে বিজয় সিলেক্ট করলে সরাসরী বাংলা লিখা যায় বিজয় কিবোর্ড দিয়ে, এই সিস্টেমটা এ্যাড করেন..........

আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এই কিবোর্ড ব্যা্বহার করে.....

নিয়মিত ভিজিট করি , অসাধারন লাগে..

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

সুদীপ্ত কর বলেছেন: পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে


ভালো থাকবেন।

৫০| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

ঘূণে পোকা বলেছেন: আমরা বাঙ্গালী এটা শুধু মুখে বললেই হবে না কাজেও দেখাতে হবে...যা আপনারা করে দেখিয়েছেন...অভিনন্দন আপনাদের......

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

সুদীপ্ত কর বলেছেন: পিপীলিকা নিয়ে কোন সাজেশন থাকলে, কি কি ফিচার দেখতে চান ভবিষ্যতে জানাতে চাইলে জানাতে পারেন এই লিংকে

ভালো থাকবেন।

৫১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: পিপীলিকার ডানা গজায় মরিবার তরে।

পিপীলিকার দলের জন্য ধন্যবাদটা নিতান্তই কম, ধন্যবাদ দিয়ে ছোট করবো না ।

একটা বিষয় জানার ইচ্ছে ছিল
পিপীলিকায় কি জিমেইল/ঘুগল প্লাস এর মতো একাউন্ট করা যায়?

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১

সুদীপ্ত কর বলেছেন: না। এ্‌ইতো সবে শুরু।

৫২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
পিপীলিকার জয় হোক।

পোস্টে +++++++++++++++

প্রিয়তে...

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ

৫৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

ফজলে রাব্বি জেমস বলেছেন: পিপিলিকা.কম আমাদের একটা বড় অর্জন। আস্তে আস্তে এটা আরও উন্নত হবে আশা রাখি। পিপিলিকা.কম সম্পর্কে জানার পরপরেই আমি অনেককে এটা শেয়ার করেছি। এই কাজগুলো আমাদেরই করতে হবে। আমারা ছাড়া আর কে পারে আমাদের দেশকে এমন ভাবে ভালবাসতে।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১

সুদীপ্ত কর বলেছেন: জয় বাংলা

৫৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

এই আমি রবীন বলেছেন: শুভকামনা!
জয় বাংলা!!!

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

সুদীপ্ত কর বলেছেন: জয় বাংলা :)

৫৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

বাক স্বাধীনতা বলেছেন: বাংলা এগিয়ে চলেছে সামনের দিকে।
পথরোধ করবে কে?

আমরা এগিয়ে যাব উন্নতির ধারায় ইনশাআল্লাহ্‌।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৪

সুদীপ্ত কর বলেছেন: অবশ্যই আমরা এগিয়ে যাবো।
ধন্যবাদ।

৫৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুসংবাদের আকালে একটু বারি বর্ষণ ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।

৫৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লেগেছে খবরটা শুনে। জয় হোক পিপীলিকার!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫

সুদীপ্ত কর বলেছেন: জয় হোক পিপীলিকার।

৫৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

পণ্ডিত মশাই বলেছেন: বাংলা নববর্ষের আগে, চমৎকার একটি উপহার। ধন্যবাদ পিপীলিকা পিছনের সবাইকে।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬

সুদীপ্ত কর বলেছেন: আপনাকেও ধন্যবাদ পন্ডিত মশাই :)

৫৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মুঘল সম্রাট বলেছেন: শুভ কামনা। এটি বাংলার গুগল।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

সুদীপ্ত কর বলেছেন: আবার জিগায় :)

৬০| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আল রশিদ বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৬১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

রিফাত হোসেন বলেছেন: ভাল লাগল কিন্তু গুগলি কি মিস করব যা এটাতে পাব? এক্টু বুঝানো যাবে কি? এটাকি ইওং্রেজি সাইটকে ফিল্টার করে, তাই দ্রুত আউট পাব, এই কি সুবিধা?
বংশী নামেও তো প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ছিল না? অনেক আগে পড়েছিলাম,।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯

সুদীপ্ত কর বলেছেন: গুগলের বাংলা সার্চ কিওয়ার্ড ভিত্তিক। স্পেলচেকার নেই। গুগলে ইংলিশ সার্চে যেসব সুবিধা দেয়া হয়েছে পিপীলিকায় বাংলা সার্চে সেই সুবিধা গুলো আনা হচ্ছে ন্যাচরাল ল্যাংগুয়েজ প্রসেসিং করে।

৬২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

কালবৈশাখীর ঝড় বলেছেন:
বাংলা সার্চিং এর জন্য পিপীলিকাই হোক সেরা!
জয় বাংলা...!!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯

সুদীপ্ত কর বলেছেন: জয় বাংলা

৬৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

ক্যাপ্টেন জুক বলেছেন: মোবাইল ভার্সনের দিকে একটু মনযোগ দিলে ভালো হয়। পিপীলিকার জয় হোক :)

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

সুদীপ্ত কর বলেছেন: সাজেশনের জন্য ধন্যবাদ।

৬৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬

পুলক ঢালী বলেছেন: স্বাগতম পিপীলিকা টীম বাংলা নববর্ষের শুভেচ্ছা সহ ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

সুদীপ্ত কর বলেছেন: শুভ নববর্ষ

৬৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

দন্ডিত বলেছেন:

পিপিলীকা এগিয়ে যাবে, এত সমস্যার পরও আমরা এগিয়ে যাব মেধাবী মানুষদের অবদানের জন্যেই।

পিপিলীকার জয় হোক।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

সুদীপ্ত কর বলেছেন: পিপিলীকার জয় হোক।

৬৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

এস দেওয়ান বলেছেন: আমি আজ থেকেই পিপীলিকা ব্যবহার করতে আরম্ভ করেছি । বাংলাদেশী এক্সপার্টদের কাছে থেকে আমার আরো কিছু প্রত্যাশা আছে । যার মধ্যে একটি হলো, অপেরা, ফায়ারফক্সের মতো বাংলাদেশেরও ব্রাউজার থাকা উচিৎ ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

সুদীপ্ত কর বলেছেন: হয়তো হয়ে যাবে একসময়

৬৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

মোঃমোজাম হক বলেছেন: বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা,কথাটা কতোটুকু সত্য ? আমার মনে আছে খোজ নামেও একটি সার্চ ইঞ্জিন ছিল।

পিপীলিকার পাখা উড়ে গুগলকে কুপোকাত করুক সেই কামনা করছি।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

সুদীপ্ত কর বলেছেন: এর আগে ছোট পরিসরে বেশ কয়েকটার কাজই হয়েছে যার অধিকাংশের পদ্ধতি ছিলো পপুলার সার্চ ইঞ্জিনগুলোর আউটপুট মার্জ করে দেখানো।
কিন্তু পিপীলিকা পূর্ণাঙ্গ পরিসরে এসেছে নিজস্ব সব কিছু নিয়ে।

৬৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

নাওেয়দ বলেছেন: ইনুর মত বামের হাতে উদ্বোধনটা বেশ দুঃখজনক।

আশা করি কোরিয়ানরা যেমন গুগলের আগে naver.com-এ যায়, তেমনই পপুলার আর স্বচ্ছ হউক আপনাদের এই প্ল্যাটফর্ম।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৩

সুদীপ্ত কর বলেছেন: হয়ে যাবে আশা করা যায়।

৬৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

চৌধুরী_সাহেব বলেছেন: পিপীলিকা ডট কম এর সার্বিক সাফল্য কামনা করছি। আশা করছি সবার সহযোগীতায় এটি বাংলা ভাষার একটি স্বয়ংসম্পূর্ণ সার্চ ইঞ্জিন হয়ে উঠতে পারবে। আরো জানতে চাইলে পড়তে পারেন ব্যবহারবিধি

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৩

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।

৭০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: চমৎকার। অনেক অনেক শুভকামনা !

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।

৭১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

মানছুর বলেছেন: Pipilika likhe search dilam..........Nijekei Khuje Passe na..........Lolz

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫

সুদীপ্ত কর বলেছেন: যখন গুগলকে নিয়ে কোন ওয়েবসাইট, অনলাইন নিউজপেপার, ব্লগে কিছু লেখা হতো না তখন গুগলও নিজেকে খুজে পেতোনা। :)

৭২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

মুহামমদল হািবব বলেছেন: অনেক অনেক শুভকামনা !

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ

৭৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: শুভ কামনা, আমি একটু আগে অনেক কিছু খুঁজে এলাম। বাংলা ব্লগ এবং নিউজ পেপার থেকেই তথ্য দেখাচ্ছে।

চলুক, একদিন দাঁড়িয়ে যাবে।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৬

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৭৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৯

তুহিন সরকার বলেছেন: পিপিলীকার জন্য শুভকামনা।

নববর্ষের শুভেচ্ছা, শুভনববর্ষ-১৪২০।
“রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ”

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪

সুদীপ্ত কর বলেছেন: শুভ নববর্ষ

৭৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭

এস বাসার বলেছেন: শুভ কামনা রইলো।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৫

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ

৭৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

মুর্তজা হাসান খালিদ বলেছেন: পিপিলিকার প্রতি পূর্ণ সমর্থন দিয়ে গেলাম।
নির্মাণকারীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

আশা রাখবো: যাতে পিপিলিকায় অশ্লীল কন্টেন্ট সার্চ, অশ্লীল ট্যাগ সার্চ, পর্নোগ্রাফী কন্টেন্ট সার্চ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে

আগে ভয় পেতাম: বাংলায় স, চ, ব অথবা ভ অদ্যাক্ষরে শব্দ লিখে সার্চ দিতে গেলেই বিব্রতকর অবস্থায় পড়তে হতো, আশা রাখবো পিপিলিকা এইসব থেকে আমাদের পরিত্রাণ দিবে, পিপিলিকা হবে পরিবারের সবার সার্চ ইঞ্জিন

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৬

সুদীপ্ত কর বলেছেন: আশা করবো ফিডব্যাক দেবেন আমাদের। সবার সহযোগিতায় পিপীলিকা হয়ে উঠুক আরো শক্তিশালী।

৭৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৩

পরিযায়ী বলেছেন: ভালো খবর অবশ্যই। কিন্তু এর ভিতর গ্রামীনফোন ঢুকে গেছে।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

সুদীপ্ত কর বলেছেন: তাতে কোন সমস্যা?

ফান্ডিং ছাড়া রিসার্চ ওয়ার্ক এগুনো যায় না। বাংলাদেশে যে এরকম একটা কালচার শুরু হয়েছে এটা খুশীর খবর। ইন্ডাস্ট্রী ্‌আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগটা জরুরী।

৭৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: শুভ নববর্ষ :)

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

সুদীপ্ত কর বলেছেন: শুভ নববর্ষ।

৭৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬

জুল ভার্ন বলেছেন:
বাংলা-বাংগালী এবং বাংলাদেশের গর্ব পিপীলিকা!
নিরন্তর শুভ কামনা।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।

৮০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

জসিম বলেছেন:
নিজের ভাষায় সার্চ ইঞ্জিন ভাববেই ভাল লাগছে.

পিপীলিকার যাত্রা শুভ হোক.

শুভ নববর্ষ.

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

সুদীপ্ত কর বলেছেন: শুভ নববর্ষ

৮১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯

আশীষ কুমার বলেছেন: ভালো উদ্যোগ

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।

৮২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

লুবনা ইয়াসমিন বলেছেন: হয়ত এক সময় পিপীলিকা হাটি হাটি করে এগিয়েছে, এখন নিশ্চয় দৌড়াবে । যাত্রা শুভ হোক। সকল বাঁধা বিপত্তি মোকাবেলা করে মাথা উঁচু করে এগিয়ে যাক এই কামনা করছি। পিপীলিকার সকল সক্রিয় যোদ্বাদের প্রতি রইল অনেক অনেক শুভ কামনা। । জয় বাংলা । জয় হউক পিপীলিকার ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

সুদীপ্ত কর বলেছেন: জয় হোক।

৮৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

নাস েটক বলেছেন: অন্তরের গভীর থেকে অনেক শুভকামনা রইল পিপীলিকা টিমের সবার জন্য ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।

৮৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

িবপ্লব পল্লী উন্নয়ন সংস্থা বলেছেন: দ্রুতি
তথ্য ও প্রযুক্তি বিষয়ক ব্লগ www.drooti.com

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ।

৮৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

অচিনপাখি বলেছেন: স্বাগতম পিপীলিকা টীম বাংলা নববর্ষের শুভেচ্ছা সহ ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯

সুদীপ্ত কর বলেছেন: শুভ নববর্ষ

৮৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

বাংলাদেশী দালাল বলেছেন: পিপীলিকার যাত্রা শুভ হোক.

শুভ নববর্ষ.

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯

সুদীপ্ত কর বলেছেন: শুভ নববর্ষ

৮৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

মাক্স বলেছেন: শুভকামনা পিপীলিকার জন্য!

শুভ নববর্ষ!

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০০

সুদীপ্ত কর বলেছেন: শুভ নববর্ষ

৮৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০

একুশে২১ বলেছেন: পিপীলিকা তুমি এগিয়ে যাও।

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০১

সুদীপ্ত কর বলেছেন: ‌আমরা আছি তোমার সাথে

৮৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

অবয়ব বলেছেন: সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। অনলাইনে বাংলা ভাষার অগ্রগতির জয়যাত্রা অব্যাহত থাকুক। ফিডব্যাকে একটা সুবিধা যোগের অনুরোধ জানিয়েছি।

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০১

সুদীপ্ত কর বলেছেন: ধন্যবাদ। :)

৯০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

রাখালছেলে বলেছেন: শুভকামনা রইল আপনাদের সবার জন্য । আপনাদের মতই মানুষরা এগিয়ে নিবে পুরো দেশকে ।

৯১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

বালক বন্ধু বলেছেন: খুব ভাল লাগছে। বিশেষ করে গর্ব হচ্ছে আমাদের দেশই তথ্যপ্রযুক্তিতে নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছে।

তবে একটি বিষয় ঠিক বুঝে উঠতে পারলাম না। এটাকে প্রথম আলো বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন বলেছে। এর আগে একটা বিচ্ছিন্ন প্রচেষ্টা ছিল http://www.jadurkathi.com/ কে নিয়ে। এটাও বাংলাদেশে তৈরী।
আশা করি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন।

৯২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

ওিহদুর বলেছেন: পিপীলিকা জন্য শুভ কামনা । পিপীলিকা হয়ে উঠুক সবার জন্য প্রয়োজনীয় তথ্যের উৎস । পিপীলিকার ডেভলপমেন্ট টিমকে অসংখ্য ধন্যবাদ তাদের এই সুন্দর বাঙালি জাতিকে এই সুন্দর একটি উপহারের জন্য ।

৯৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

আজম বলেছেন: শুভ কামনা পিপীলিকা!

৯৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

তর্পন বলেছেন: শুভ উদ্যোগ। আমাদের তরুণদের গবেষণার সাফল্য কামনা করি।তবে একে প্রথম সার্চ ইঞ্জিনের বিপ্লব দাবী করলে পূর্বসূরীদের ইতিহাস অস্বীকার করা হবে। তাই এই সংশোধনী আশা করছি। প্রয়োজনে তারা বাংলাদেশের সেরা সার্চ ইঞ্জিন দাবী করুক।

আমি ওপেসসোর্সের সমর্থক হিসেবে দাবী করবো সম্ভব হলে সার্চ ইঞ্জিনটি ওপেনসোর্সে উন্মুক্ত করা হোক। তাতে গবেষণা কর্মের মৌলিকত্ব আরো বেশি প্রচারিত হবে, প্রমাণিত হবে।

Click This Link

৯৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩

পরিত্রান বলেছেন: শুভ কামনা

৯৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৫

মেলবোর্ন বলেছেন: The Interface looks awesome sleek and beautiful, also showing results in different category allow user to find the right info easily

Finally using avro for bangla search integrated best, wondering if the same keybord layout that we use in somewherewhereinblog can be used as many users also use to the keymap and as far as i concern that is also free।

Overall Produ of It and bast of luck

৯৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: পিপীলিকা এগিয়ে যাক........

৯৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৫

রাকি২০১১ বলেছেন: জয় হোক পিপিলিকার। ইনটারনেট বিশ্বে বাংলার জয় হোক।

৯৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

@নয়াপাগল@ বলেছেন: পিপীলিকা। নামটা খুব পছন্দ হয়েছে। পিপীলিকার মান উন্নয়নে সরকারি সহায়তা, অনুদান ও হস্তক্ষেপ কামনা করছি।
পিপীলিকার জয় হোক।
শুভ নববর্ষ

১০০| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

শ।মসীর বলেছেন: মন ভরে যায় ছোট ভাইদের এমন সফলতায় ।

১০১| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: অসাধারণ। অমিত সম্ভাবনার তরূণ প্রজন্ম কে আবারো অভিনন্দন অন্তরের অন্তস্থল থেকে।

১০২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

তর্পন বলেছেন: পিচ্চি পোলা বলেছেন: সার্চ ইঞ্জিন তৈরী করে সময় নষ্ট না করাই ভালো। গুগলের কোনো বিকল্প নেই। যে কোনো ভাষায় তথ্য সার্চের জন্য গুগল এক এবং অদ্বিতীয়।

@পিচ্চি পোলা, আপনার কথার সাথে একমত হলাম না। আপনার হয়তো মনে হবে গুগল ছাড়া সার্চ ইঞ্জিন টিকে থাকবে না। কিন্তু চীনের অনেকে বাইদু baidu ছাড়া কোন সার্চ ইঞ্জিনের নাম জানে না।
গুগল যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন এবং তারা স্বাভাবিক ভাবেই আমাদের নিজস্ব তথ্যে জোর দেবে।
একটা ভিন্ন উদাহরণ দেই। গুগলের পক্ষে আমাদের ভাল মন্দ বোঝা কঠিন। সেজন্য প্রচুর ভালগার সাইট গুগলে ইনডেক্সড হয়ে আছে। ভাল কিছু শব্দ খুঁজলে তাতে নোংরা শব্দ অটোসাজেশন হয়ে থাকে। এ বিষয় গুগলকে রিপোর্ট করলেও লাভ হয় না। আমাদের তথ্যাবলি সার্চ করার সুবিধা থাকলে একদিন আমাদের উপযোগী সিস্টেম ডেভলপ হবে। http://en.wikipedia.org/wiki/Baidu

১০৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন তাত্ত্বিক পোষ্ট
অনেক কিছু জানলাম
ধন্যবাদ

১০৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

Fcbj অনেক ভাল লাগল।

++++++++++++++++

১০৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: XML data scripting and data rebind e time consuming
ta beshi .. dont let it bind direct to call datacenter
try to connect cloud services and web service XSLT
processing. bangla font conversion tao joruri....
simple client load script with css and asynchronous
data searching like backgroundworker or atlas could help
you a lot after showing the first page async serverrequest

anywayz... good job and sooo good... meta tag with unicode
data capture could give u smooth path ..... GREAT
Work guys Thnx.

১০৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

ম্যাংগো পিপল বলেছেন: খুব ভাল লাগছে।

১০৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ফারিয়া বলেছেন: ভালো লেগেছে ভাইয়া, সেদিন ফেসবুকে দেখেছিলাম। শুভ নববর্ষ!

১০৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

শুটকাভাই বলেছেন: এগিয়ে যাও সোনার ছেলেরা।

১০৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: তর্পন বলেছেন:
আমি ওপেসসোর্সের সমর্থক হিসেবে দাবী করবো সম্ভব হলে সার্চ ইঞ্জিনটি ওপেনসোর্সে উন্মুক্ত করা হোক। তাতে গবেষণা কর্মের মৌলিকত্ব আরো বেশি প্রচারিত হবে, প্রমাণিত হবে।
-একমত । পিপীলিকা কি বানিজ্যক ? তা না হলে এর টেকনিক্যাল বিষয়গুলো অবশ্যই প্রকাশ হওয়া উচিত । কেনান এতে টেকনিক্যাল আলোচনা - সমালোচনা হবার সুযোগ থাকবে, এটি আরো সমৃদ্ধ হবে ।

লেখক বললেন : এটিকে একটি বেসিক বাংলা সার্চ ইন্জিনের কাঠামো হিসেবে দাড় করিয়ে ফেলেন ২০১০ সালের শেষের দিকে। উনারা ডেটাবেইস কোর্স প্রজেক্ট হিসেবে একটা ছোট স্কেলের সার্চ ইন্জিন বানিয়েছিলেন পিপীলিকা নামে। এই দুটো প্রজেক্টকে মার্জ করে শুরু হয় মূল সার্চ ইঞ্জিনের কাজ।

প্রশ্ন হচ্ছে পিপীলিকা কি এখনও ডাটাবেজ নির্ভর ? তবে কিন্তু পিপীলিকার গতিতে চলবে । ২০০১-২ এ একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সফটওয়ার ফার্মের জন্য কাজ করি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট - এ। সেখানে সার্চ ইন্জিন তৈরীর কাজ ছিল, ওয়ার্ল্ড ব্যাংকের বহু বছরের ডমুমেন্ট থেকে । আমার ম্যানেজার ডাটাবেস ভিত্তিক সমাধানকেই অগ্রাধিকার দিতেন । আমি হিসেব নিকেশ করে দেখিয়ে দেই ডাটাবেস সার্চ থেকে সরাসরি সি/সি++ দিয়ে ফাইল থেকে সার্চ অনেক ফাষ্ট হবে । যদিও ডাটাবেস এপ্লিকেশন তৈরী সহজ সাধ্য, সচারাচর ফেইল করবে না । কিন্তু স্পীড যদি "কী ফ্যাক্টর " হয় তবে অবশ্যই ডাটাবেস দিয়ে নয় । অবশেষে প্রজেক্ট হয় সি++ এ ।


তবে অপরিকল্পিত ভাবে করা সি++ এর কোড থেকে, ডাটাবেস সার্ভার ভাল সমাধান দিবে, বিশেষ করে যদি ঠিকমত ইনডেক্সিং করা থাকে। আর সি++ এ করা সার্চ ইন্জিনের ইনডেক্সং যদি আপনি নিজেই করে রাখেন, তবে কিন্তু সেটা ডাটাবেস থেকেও কম সময়ে এক্সিকিউট করবে। আর আমাদের সমাধানেও আমরা সেটা ব্যবহার করেছিলাম । তবে তথ্য বেশী হয়ে গেলে ইনডেক্স ফাইলের সাইজও বড় হয়ে যায়, আর সেটা লোড করতেও সময় লাগে বেশ খানিকটা ।

দ্বিতীয় সমস্যা : সি++ এ ডিস্ক একসেস করতে গিয়ে ইনডেক্স ফাইলের সব ডেটা যদি মেমরীতে নেওয়া হয়, তবে তার সমাধান কি ? এটা আপনি সামলাতে পারবেন একটু বুদ্ধি খাটিয়েই । যেহেতু আপনি নিজস্ব এ্যারে বা লিষ্ট ব্যব হার করে ডেটা রাখছেন, ফাইল পয়েন্টারও নিজেই আগে পিছে নিচ্ছেন তাই ফাইলের ঠিক কত নাম্বার বাইটে, কত জায়গা নিয়ে একটি নির্দিষ্ট শব্দের ইনডেক্স ডেটা থাকছে তা আপনি ছোট একটা ফাইলে রেখে দিন । আর এ সমাধানটা ব্যব হার করার পর আমরা যাদুকরি ফল পেয়েছিলাম । প্রথমবার যখন আমার ম্যানেজারকে এই টেকনিক প্রয়োগ করে সার্চ আউটপুট দেখাই, এত দ্রুত রেজাল্ট আসছিল যে ম্যানেজার শুরুতে বিশ্বাসই করতে পারছিলেন না যে আদৌ সার্চ শেষ করে রেজাল্ট আসচে না এমনিতেই এসে যাচ্ছে ।

সে যাত্রায় স্পীড আর বাড়ানোর প্রয়োজন হয়নি । বছর পাচেক পর আরেক ফার্মে ( সেটাও যুক্তরাষ্ট্র ভিত্তিক, আমি তখন সেখানে নিজেই ম্যানেজার) একটা ওয়েব বেজ এপ্লিকেশনের একটা ফিচার এক্সিকিউট করতে গিয়ে স্পীড বাড়ানোর দরকার হল । কোন ক্লাসের একটা মেথড কল করলে শুরুতেই একটা ভাল সময় খেয়ে ফেলে একটা ইন্সট্যান্স তৈরী হতে । তাই খুব দ্রুত ইন্টারেক্টিভ কিছু তৈরী করা যাচ্ছিল না । এর আগে ষ্টেটিক ডেটা / ষ্টেটিক ক্লাস নিয়ে পড়েছি, রিয়েল লাইফ প্রজেক্ট -এ প্রয়োগ করি নি । সেবার ফল পেলাম স্ট্যাটিক ক্লাস ব্যবহার করে।

সোজা ভাষায় বললে আপনি যখন গুগুলে "এবিসি " লিখে সার্চ দেন, তখন নিশ্চয়ই কোন ফাংশন/প্রসিডিওর/মেথড কল হয় । আর প্রতিটা কলের জন্যি ঐ মেথডের একটা ইন্সট্যান্স তৈরী হয়, আর এতে কিছুটা হলেও সময় লাগে । এই খানে এই সময় কমানোর কোন রস্টা আমার জানা নেই। তবে সার্চ কীওয়ার্ড লেখার সময় দেখা যায় কিছু শব্দ টাইপের আগে আগেই এসে যায় । এগুলো আনতে ঠিক/গ্রহণযোগ্য স্পীড পেতে অব্শ্যই ব্যাক এন্ড - এ স্ট্যাটিক ক্লাস বানাতে হবে । আর ওয়েব এপ্লিকেশনে রিফ্রেশের ঝামেলা এড়িয়ে দ্রুত ইন্টারেক্টিভ কিছু দেখাতে ফ্রন্টে অবশ্যই এ্যাজাক্স লাগবে ।

এত লম্বা বয়ানের উদ্দেশ্য কি ????
সার্চ ইন্জিন নিয়ে এককালে হাড়ভাংগা খাটুনি করেছিলাম বলেই জানতে আগ্রহ হয়, পিপীলিকা কি কি প্রযুক্তি খটিয়েছে? কোন কোন জায়গায় ? কিভাবে - কি করে ?

পিপীলিকা কি কখনই আমাদের এই পিপাসা মেটাবে কোনদিন ?

১১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

সাইবার অভিযত্রী বলেছেন: উপরের কমেন্ট টা দিয়ে একটা পোষ্টও দিয়ে দিলাম । Click This Link আমার কথার উপর কোন প্রশ্ন আলোচনা সমালোচনা থাকলে পোষ্টে আসতে পারেন ।

১১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: আমরা(বাঙ্গালী) ছাড়া আর কেউ পারবেনা দেশকে এত ভালবাসতে।

১১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

এন এফ এস বলেছেন: একটা সাজেশন আছে তা হল পিপিলিকায় যেন চটি সাইট ইন্ডেক্সড না হয় :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.