নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

দুবাইকে বলা হয় স্বর্নের শহর-নাইট ক্লাবের শহরঃ

০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:১৭



দুবাইকে বলা হয় স্বর্নের শহর-নাইট ক্লাবের শহরঃ



প্রবাসের খারাপ খবর গুলো কারো সাথে শেয়ার করতে ইচ্ছে করেনা। তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু খবর জানাতে ইচ্ছে করে। আজকে দুবাই শহরের কিছু খারাপ খবর শেয়ার করব।



আরব আমিরাত মধ্যে প্রাচ্যের একটি ধনী দেশ। ১৯৭১ সালে দেশটির জন্ম হয়। জনসংখ্যার একটি বিরাট অংশ অন্য দেশের। প্রবাসীদের বেশীর ভাগ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, আফ্রিকান দেশের। দুবাই আরব আমিরাতে বানিজ্যিক রাজধানী। প্রতিদিন হাজার হাজার পর্যটক দুবাই শহরের সৌন্দর্য দেখার জন্য ছুটে আসছে। পর্যটক ও প্রবাসীদের বিনোদনের জন্য দুবাই শহরের বড় বড় শপিংমলগুলোতে সিনেমা-থিয়েটার, আবাসিক হোটেল গুলোতে মদের বার, নাইট ক্লাব, ডান্স ক্লাব খোলা হয়েছে।



মুসলিম প্রধান এই দেশের সুন্দর সুন্দর মসজিদগুলো বেশীর ভাগ সময় নামাযের পর পরই বন্ধ হয়ে যায়। কিন্তু মদের বার ২৪ঘন্টা খোলা থাকে। নাইট ক্লাবগুলো রাত ৯ থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে।



কাজের সন্ধানে ছুটে আসা মানুষগুলো প্রবাসে এসেই একাকীত্ব ভোগ করে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এক সময় হতাশায় ভোগে। হতাশা আর টেনশনে আক্রান্ত কিছু কিছু প্রবাসী এই বিনোদন জগতে (নাইট ক্লাব) প্রবেশ করে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। এই বিনোদন জগতের বাসিন্দারা সবাই নিজ নিজ দেশের হওয়াতে তাদের সাথে খুব অল্প সময়েই সখ্যতা গড়ে উঠে। মোবাইল নাম্বার বিনিময়ের পর শুরু হয় কথা বলা। তারপর আস্তে আস্তে ভালবাসা শূরু হয় এবং এই ভালবাসার টানেই তারা প্রতিরাতে নাইটক্লাবে গিয়ে বসে থাকে। ভালবাসার মানুষকে একটু কাছে পাওয়ার জন্য কষ্টার্জিত অর্থগুলো খরচ করে ফেলে। একসময় প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে বাড়ী ফিরে যেতে বাধ্য হয়।



আমাদের দেশ ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আর্টিস পরিচয় দিয়ে সুন্দরী রমনীরা দুবাই শহরের আবাসিক হোটেলে নাইট ক্লাবের নর্তকী হিসেবে কাজ করছে। ক্লাবে আসা মদপিপাসুদেরকে কাছে টানার জন্য তাদেরকে বাধ্য করা হয়। মোবাইলে প্রেমের অভিনয় করে কাছে টানার জন্য নির্দেষ দেয়া হয়। হোটেল মালিকদের অত্যাচারে নর্তকীরা বাধ্য হয়ে এই কাজটি করে থাকে। আর তাদের উপর শারীরিক ও মানষিক নির্যাতন আছেই।



আমাদের দেশের এক প্রবাসী যুবক (ছদ্ম নাম পলাশ) নাইট ক্লাবে গিয়ে নর্তকীর প্রেমে পড়ে ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় ৪০ লাখের বেশী টাকা অপচয় করে এখন নিঃস্ব। ব্যাংকে টাকা দিতে না পেরে এখন দেশে ও যেতে পারছে না। পলাশ বলেছে তার মত হাজার হাজার প্রবাসী নাইট ক্লাবে গিয়ে প্রতারিত হচ্ছে।



সরকার ও দুতাবাস কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ থাকে আমাদের দেশ থেকে আর্টিস পরিচয় দিয়ে যারা দুবাইতে আসছে তাদেরকে ভিসা না দেয়ার জন্য অনুরোধ রইল। দয়া করে প্রবাসী যুবকদেরককে প্রতারণার হাত থেকে বাঁচান।





মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:২১

অর্ফিয়াস বলেছেন: ভাবতে কষ্ট হয় এসব দেশও মুসলিম দেশ। সত্যিকার মুসলিম দেশ হলে এসব অনচার অনেক আগেই দুর হয়ে যেতো।

০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:২৯

সিটিজি৪বিডি বলেছেন: প্রবাসে আপনার পরিচিত কেউ থাকলে এই জগত থেকে দুরে থাকতে বলবেন।

২| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:২৩

আবু সালেহ বলেছেন: অর্ফিয়াস বলেছেন: ভাবতে কষ্ট হয় এসব দেশও মুসলিম দেশ। সত্যিকার মুসলিম দেশ হলে এসব অনচার অনেক আগেই দুর হয়ে যেতো।

০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:২৯

সিটিজি৪বিডি বলেছেন: প্রবাসে আপনার পরিচিত কেউ থাকলে এই জগত থেকে দুরে থাকতে বলবেন।

৩| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:২৬

অক্টোপাস বলেছেন: মুসলিম দেশ বলে কী ?

এসব দেশগুলানে বেশি অকাম কুকাম হইতো বইলাই তো নবী/রাসুল (সা:) দের সেখানেই বেশি বেশি পাঠানো হইতো!

কখনো শুনছেন, এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসছিলো?

যত কাহিনী ওই আরব আর মধ্যপ্রাচ্য ! X( X(

০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:৩০

সিটিজি৪বিডি বলেছেন: প্রতিটি দেশে ভাল কাজের পাশাপাশি খারাপ কাজ ও চলে। প্রবাসে এসে অপরাধ জগতে জড়িয়ে পড়া মোটেও কাম্য নয়।

৪| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৫

নন্দনপুরী বলেছেন:
কৃষ্ন করলে লীলা.......................

০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৭

সিটিজি৪বিডি বলেছেন: হুম।

৫| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৩

রশিক রশীদ বলেছেন: আরব দেশে যা হয় বাংলাদেশে কিন্তু তা করা যাইবো না ।

কথায় কয় না সূর্যের চেয়ে বালি গরম!!!

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২৭

সিটিজি৪বিডি বলেছেন: না করাই ভাল ।

৬| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:৫২

যাযাবরমন বলেছেন: প্রমোশন হইছে, আমি এখন জেনারেল। নেন সবাই মিস্টি খান।

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২৬

সিটিজি৪বিডি বলেছেন: গুড।

৭| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:০০

বিহাইন্ড দা এনিমি লাইন বলেছেন:

তাকে কী কে্উ জোর করে নাইট ক্লাবে নিয়ে গেছে ?
সে কী নাবালক ?

একজন প্রাপ্ত বয়স্ক মানুষ সে নাইট ক্লাবে যায় নিজ দ্বায়িত্বে ।

দুতাবাসের লোক কী করবে ?
বারে যে বাধা দিবে ?



০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২৬

সিটিজি৪বিডি বলেছেন: দুতাবাস নর্তকী আমদানী নিষিদ্ধ করতে পারে।

৮| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:০৬

েমা আশরাফুল আলম বলেছেন: অক্টোপাস বলেছেন: কখনো শুনছেন, এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসছিলো?
প্রশ্ন-১- দুবাইয়ের নর্তকীদের সাপ্লাই কোন দেশ থেকে আসে? আমার জানা মতে "মহান ভারত" থেকে।
প্রশ্ন-২- কোন দেশে গনিকা গণকে প্রাচীন কাল থেকে ভালো ভাবেই প্রতিস্ঠা করা হয়? উত্তর- মহান ভারতে।

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২৫

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ

৯| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:১৪

রিদুয়ান বলেছেন: ভাবতে খারাপ লাগে :(

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২৪

সিটিজি৪বিডি বলেছেন: তাদেরকে রক্ষা করতে হবে।

১০| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:১৭

ঈষাম বলেছেন: মুসলিম দেশের নামে কলঙ্ক!

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২৪

সিটিজি৪বিডি বলেছেন: সব দেশেই এই কালচার ছড়িয়ে পড়েছে।

১১| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:২২

ময়ূখ বলেছেন: প্রবাসী যুবক পলাশ ছাগলটাকে যাইতে বলসিল কে ? চল্লিশ লাখ টাকা নিশ্চই এক রাতে শেষ হয় নাই, আস্তে আস্তে গেসে...তারপরে ও বুঝে নাই ?!

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২৩

সিটিজি৪বিডি বলেছেন: শেষ হওয়ার পর বুঝেছে।

১২| ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:৫২

মিনহাজুল হক শাওন বলেছেন: লাস্টের ছবিটা কার? :P

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২৩

সিটিজি৪বিডি বলেছেন: একজন প্রবাসীর।

১৩| ০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৯

সাজিদ ঢাকা বলেছেন: বেলি ড্যান্স , , , রেডিসনেও ব্যবস্থা আছে শুধু ফরেনারদের জন্য , , , , ;) ;) ;)

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২২

সিটিজি৪বিডি বলেছেন: খুব খারাপ কাজ।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

লেখাজোকা শামীম বলেছেন: নাইট ক্লাবে ফুর্তি করব হেয়, আর ট্যাকা কি দিব দূতাবাস ?

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২১

সিটিজি৪বিডি বলেছেন: দুতাবাস কেন দিবে? দুতাবাস তাদের আমদানী বন্ধ করে দিতে পারে।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:২৯

লেখাজোকা শামীম বলেছেন: দূতাবাস কিভাবে বুঝতে কে নর্তকী বা কে নর্তকী নয় ? বাংলাদেশ দূতাবাস যদি কোন নর্তকীকে দুবাই যেতে না দেয়, তবে কি নাইট ক্লাব বন্ধ হয়ে যাবে ? নর্তকীর নাচ বন্ধ হয়ে যাবে ?

ওদের বেলি ড্যান্স জগৎ বিখ্যাত। তাদের সামনে আমাদের বাংলাদেশী নর্তকীরা দুধের শিশু।

ওটা তো বন্ধ করতে পারে দুবাই সরকার । তারা কেন করে না ? আমি তো জানি দুবাইতে নাইট ক্লাব বৈধ। তাহলে দোষ কার ?

আর যে লোক নাইট ক্লাবে যায়, তার চরিত্র কি ফুলের মতো পবিত্র ?

০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:৩৯

সিটিজি৪বিডি বলেছেন: দুবাই সরকার বন্ধ করলে তাদের ইনকাম কমে যাবে। আর আমাদের সরকারের উচিত দেশের মান সম্মান রক্ষার করার। আরেকটা বিষয় শেয়ার করেনি তা হচেছ দেহব্যবসা। হাজারও বাঙগআলী ললনা দুবাইতে দেহ ব্যবসা করছে। আমাদের ছেলেরা রাস্তায় দাড়িয়ে লোকজনদেরকে ডাকতে থাকে। অন্য দেশের লোকেরা তা দেখে ছি ছি করে। এয়াপোট দিয়ে ওরা কিভাবে আসছে? সরকার কি কিছুই দেখে না?

১৬| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:৪৭

ইয়াংেমন বলেছেন: বাংলাদেশে কি কম হয় নাকি...?

০৫ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৩

সিটিজি৪বিডি বলেছেন: তাই নাকি? আমি শূনিনাই।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভয়াবহ অবস্থা ! B:-) B:-)

আর যারা দুবাইকে মুসলিম দেশ বলছেন তাদের প্রতি, "কোন দেশের ভাষা আরবী হলেই কি সেটা মুসলিম দেশ হয়? দুবাই এ কি ইসলামী শরীয়া আইন প্রচলিত? তাহলে সেটা মুসলিম দেশ হল কি করে?"

বরং আপনি বলতে পারেন, সেখানকার মুসলিমরা পথভ্রষ্ট যারা দুনিয়ার উন্নতির জন্য সব ধরনের খারাপ কাজকে নিজেদের জীবনে গ্রহণ করে নিয়েছে... আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.