নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেটে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪



ইন্টারনেটে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা



ইন্টারনেট একটি মুক্ত জায়গা। বর্তমানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, ব্লগ, অনলাইন ফোরামগুলো পরস্পরের সাথে যোগাযোগ করার পথটি আরো সহজ করে দিয়েছে। প্রায় সব ক্ষেত্রেই এই সেবাগুলো বিনা মূল্যে পাওয়া যায়। তাই ব্যবহারকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে।



এসব সাইটে অনেকেই খুঁজে পান পুরনো দিনের বন্ধুদের, সেই সাথে নতুন নতুন বন্ধু পাওয়ার সুযোগ তো আছেই। তবে সহজ যোগাযোগের কারণে বর্তমানে বিপদও ঘটছে অনেক।



ব্যক্তিগত গোপনীয়তাঃ



ইন্টারনেটে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা।



ক. সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রাসঙ্গিকভাবে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য দিয়ে থাকেন। তবে আপনার বন্ধুর তালিকায় নতুন কারা যুক্ত হচ্ছেন লক্ষ্য রাখতে হবে।



খ. সেই সাথে আপনার প্রোফাইলের কোন অংশটি কাদের জন্য উন্মুক্ত করবেন সেটিও সঠিকভাবে নির্ধারণ করে দিলে আপনি কিছুটা হলেও নিরাপদ থাকতে পারবেন।



গ. আপনার পারিবারিক ছবিগুলো সবার জন্য উন্মুক্ত করা থেকে বিরত থাকুন।



ঘ. বর্তমানে ছবি আদান-প্রদানের জন্য ফ্লিকার এবং পিকাসা বেশ জনপ্রিয় ছবি শেয়ারিং সাইট। এ ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে আপনার ছবিটি ডাউনলোড করতে পারবে কি না, সেটিও নির্ধারণ করে দিতে পারেন।



ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীঃ



১. ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে পরে ব্ল্যাকমেইল করা বা সেই ছবি ছড়িয়ে দেয়ার ঘটনা বর্তমানে অহরহ ঘটছে। তবে এ ক্ষেত্রে পুরো ক্ষতিগ্রস্ত হচ্ছে মেয়েরাই।



২. মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে যে কারোরই ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়তে পারে। ছড়িয়ে পড়ছেও। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই মেয়েরা ভিকটিম হওয়ায় যত দ্রুত সম্ভব সামাজিক কারণে বিষয়টি ধামাচাপা দেয়া হয়।



৩. ইন্টারনেটের ওয়েবসাইট থেকে ছবি হয়তো অপসারণ করা যায় দ্রুতই, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে অসংখ্য কম্পিউটার, মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে ওয়াইফাই ব্লুটুথের মতো প্রযুক্তির কল্যাণে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: বর্তমান পৃথিবীতে প্রাইভেসি'র আশা করাই বোকামি হয়ে গেছে !

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

সিটিজি৪বিডি বলেছেন: তারপরেও সাবধান থাকতে হবে--বিশেষ করে নারীদেরকে

২| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

~মাইনাচ~ বলেছেন: ইন্টারনেটে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা

৩| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:১৯

আরজু পনি বলেছেন:

অনেক মেয়েরা চায়ই তাদের ছবি সবাই দেখুক আর আহা উহু, খুব সুন্দর, মাশাল্লাহ, ভেরী সুইট, লুকিং কিউট আরো নানা ঢঙয়ের কমেন্ট পেতে চায়। তাই তারা পাবলিকলি দিয়েই আনন্দ পায় বেশি।

কেউ কেউ দেখি আবার বিশেষ নজর কাড়া ভঙ্গিমায় তোলা ছবি দেয় ।

কেউ যদি জেগে ঘুমায় তাকে জাগাবেন কেমন করে ?!

তবে যারা সাবধান থাকতে চায় তাদের জন্যে দরকারী পোস্ট।

৪| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

সোহাগ সকাল বলেছেন: যারা নানা ভঙ্গিমার ছবি দেখানোতে আনন্দবোধ করে, আর যারা এগুলো দেখার মাধমে আনন্দবোধ করে, তাঁরা ছাড়া সকলের জন্যই দরকারী পোস্ট।

৫| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

রাজীব হোসাইন সরকার বলেছেন: আরজু দির সাথে একমত :)

৬| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭

বিষন্ন একা বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে "ডাউনলোড" অপশনের নিশ্ক্রিয়তারও কোন ভ্যালু নেই... খুব সহজেই অন্য উপায়ে কেউ চাইলেই যে কারও ছবি পিসি তে ক্যাপচার করে ফেলে পারে...পোস্ট ভাল ++

৭| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৯

আরজু পনি বলেছেন:

আপনি কি মন্তব্যের জবাব দিবেন না ?! :(

৮| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.