![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিনহাজুর রহমান। আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রাম আমার জন্মস্থান।
কিছুদিন আগে আমি পোস্টটি আর একবার করেছিলাম। মনের মত কোন মন্তব্য না পাওয়াতে আবার পোস্ট করলাম।
আমার নাম মিনহাজুর রহমান। আমি চট্টগ্রামে থাকি। আমি যে চাকরি করে ঐটা করার পরও দেখা যাচ্ছে আমি অনেক সময় অবসর থাকি। যার কারণে আমি অতিরিক্ত কিছু আয় করার জন্য চেষ্টা করতেছি। "অনলাইন থেকে আয় বা ঘরে বসে আয় করুন বা অফলাইন ডাটা এন্ট্রি ওয়ার্ক" এই জাতীয় কিছু লেখা দেখে আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করেছি। ঘাটাঘাটির ফলে অনেক টিপস এবং ওয়েবসাইট পেয়েছি, যেগুলো ইংরেজিতে। আমি ইংরেজিতে তেমন এক্সপার্ট না হওয়াতে ঐগুলো পুরোপুরি বুঝতে পারছি না। যেহেতু আমার টাইপিং স্প্রিড ভালো তাই আমি ডাটা এন্ট্রির কাজ করতে আগ্রহী। তাই বিভিন্ন অনলাইন ও অফলাইন ডাটা এন্ট্রির ওয়েবসাইটে সাইনআপ করেছি। সাইনআপ করার পর কিভাবে কাজ করব বা কাজ করার পর পেমেন্ট কীভাবে পাবো তার কিছুই বুঝতেছি না। কারো জানা থাকলে দয়া করে বিস্তারিত জানাবেন। কিভাবে কাজ পাবো, কিভাবে কাজগুলো সাবমিট করব এবং পেমেন্ট কীভাবে পাবো। যদি কারো কোন ডাটা এন্ট্রি কাজ করার টিম থাকে, তাহলে আমাকেও আপনাদের টিমে নিতে পারেন। আমি কাজ যথাসময়ে সাবমিট করে দিতে পারব এবং আমি অনেকটা নির্ভুলভাবে টাইপিং করতে পারব। আরেকটা কথা আমি দৈনিক ৪-৫ ঘন্টা সময় দিতে পারব।
মোবাইল- ০১৮১১৩৬১৪২৮
ই-মেইল : [email protected]
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫১
ব্লগার ইমরান বলেছেন: ডাটা এন্ট্রি কয়েক রকমের হতে পারে। অনলাইন ডাটা এন্ট্রি যেগুলো, তার মধ্যে হলো কেপচা,বিভিন্ন সাইটে একাউন্ট তৈরী করা, বিভিন্ন ফোরাম/ব্লগে কমেন্টস করা ইত্যাদি।
আবার অফলাইন ডাটা এন্ট্রির মধ্যে আছে আর্টিকেল লেখা, পিডিফ ফাইল থেকে ওয়ার্ডে টাইপ করা। ইত্যাদি।
আবার অনলাইন/অফলাইন দুটাই একসাথে হতে পারে, যেমন- বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে এক্সেল শিটে জমা করা ইত্যাদি।
তবে এ সব গুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং বিরক্তিকর হলো ক্যাপচা ডাটা এন্ট্রি। এখানে দেখে দেখে ওয়ার্ড টাইপ করতে হয়। প্রতি হাজার হিসেবে টাকা দেওয়া হয়। সাধারনত প্রতি হাজারে আপনি ৫০/৬০ টাকা এরকম পাবেন। এর এই কাজটা সবসময়েই এবং সহজেই পাওয়া যায়। আপনি দেশের অনেক লোকের কাছ থেকে এই কাজ পাবেন। আবার শজে পাওয়া যায় তার মধ্যে আছে একাউন্ট তৈরির কাজ( যেমন ফেসবুক, টুইটার,মাইস্পেস,জিমেইল ইত্যাদি)
আর অন্যান্য ডাটা এন্ট্রির কাজ পাওয়া কঠিন।