![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কাঁদার তো কাদলাম নীরবে
অনেক আঘাত সহ্য করে গেলাম নীরবে
অনেক ভালোবাসার কুফল ভোগ করে গেলাম নীরবে
অনেক সাহায্যের ফল ভোগ করেছি নীরবে
অনেক বেথা পেয়ে চুপ করে রহিলাম নীরবে
আর পাবো কত বেথা
আর দিবে কত যন্ত্রণা
হাসিতে দেখিতে না পারো আমায়
কাদাইওনা মোরে
আমি তো করিনি ক্ষতি তোমারি
দেইনি কোন যাতনা
কেন দাও এতো কষ্ট
আমাকে কষ্ট দিয়ে পাও কি খুব সুখ???
যদি পাও সুখ আমায় কষ্ট দিয়ে
দিয়ে দিব জান আমি তোমারি জন্য
জানি আমি আজ আর তেমন করে
ভালবাসিনা তোমায়
হয়ত হয়েছি আমি ক্ষতবিক্ষত
তোমারি দ্বারা
তবুও আমি চাই
কষ্ট দিয়েও যদি পাও মনে সুখ
তবুও তুমি থাক সুখে
আমায় ভুলে কর শুরু
নতুন জীবন সুন্দর করে
এ আমার প্রত্যাশা।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৩
বটের ফল বলেছেন: আবেগ দিয়ে জীবন চলেনা। জীবনটা বাস্তবতায় ভরা।
অনেক বেথা পেয়ে চুপ করে রহিলাম নীরবে
আর পাবো কত বেথা
সম্ভবত ব্যাথা হবে।
কবিতা ভালো হয়েছে। শুধু যতি-চিহ্নের দিকে একটু নজর দিতে হবে।
ভালো থাকবেন।