![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি মানুষের জীবনে একটি ভুল মানুষের আগমনে জীবনটা পুরোপুরি জ্বলে পুড়ে ছারখার হয়ে জায়।এক কথায় বলা যায় যদি মানুষটির জীবনে সামান্য পরিমান হাসি ও থাকে, তা ঐ মানুষের আগমনে ঐ হাসির শেষ প্রদীপটুকও নিবে গিয়ে শুরু হয় দুঃখের জন্ত্রনা...পারেনা সে কথা কারো সাথে ভাগাভাগি করতে। ধীরে ধীরে মানুষটা (যার জীবনে ভুল মানুষের আগমন ঘটল ) আস্তে আস্তে নিথর হয়ে যায় মৃত মানুষের ন্যায় যেমন আমি অনেকটা এমন হয়ে গেছি। না আমার মধ্যে কাজ করে আনন্দ , না করে দুঃখ, না করে ভালোবাসা, না করে ঘিন্না। বেঁচে আছি এক ক্ষুদ্র তেলেপোকার মতো
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৭
খেয়া ঘাট বলেছেন: সৌরভ আহমেদ ভাই, নিজের মাঝে যে সৌরভ আছে তা চারদিকে ছড়িয়ে দিন, আশাকরি আর ক্ষুদ্র তেলাপোকার মতো বাঁচতে হবেনা।