নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ আহমেদ

সৌরভ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

Weapons of AD Dajjal

২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:১১

দাজ্জাল এর হাতিয়ার 'প্রোজেক্ট ব্লু বিম'! পার্ট 1
'প্রোজেক্ট ব্লু বিম' কি?
'প্রোজেক্ট ব্লু বিম হলো' গ্রাফিক্স টেকনোলজি। যা 'বিলিং' নামেও পরিচিত। এটা নিয়ে নাসা প্রচুর গবেষণা করছে একজন আগত প্রভু/সৃষ্টিকর্তাকে প্রোমোট করার জন্য।
'প্রোজেক্ট ব্লু বিম' এর কাজঃ
স্যাটেলাইট ও টেলিপ্যাথি সিস্টেম ব্যাবহার করে আকাশে ত্রিমাত্রিক 3D ছবি দেখানো হতে পারে। এর জন্য ব্যাবহার হবে মানুষের চেয়ে হাজার হাজার গুন বেশি বুদ্ধি, সুপার কম্পিউটার ও মাইন্ড কন্ট্রোল সিস্টেম।
-আকাশে হিন্দুরা দেখবে তাদের কৃষ্ণ কথা বলছে।
-বৌদ্ধরা দেখবে তাদের গৌতম বৌদ্ধ কথা বলছে।
-আকাশে খৃষ্টানরা দেখবে তাদের Jessus এর কল্পিত রূপ কথা বলছে।
এসব মিলিয়ে হঠাত এক সৃষ্টিকর্তা/প্রভু আগমন করবে! এবং সে মানুষকে ধোকা দিয়ে পথভ্রষ্ট করবে। প্রকৃত পক্ষে সেই আগত সৃষ্টিকর্তা/প্রভু হবে 'দাজ্জাল'!
তার জন্যই 'New World Order' এর কাজ চলছে।
সমাজে অশ্লীলতা, অনাচার বা খারাপ কাজসমূহকে ভালোর রূপে দেখাবে। এর সাথে অডিও ফিল মাইনের উন্নত মানের সাউন্ড বাতাসে ছড়াতে থাকবে। আর এতে মানুষের মনে হবে কেউ তাদের সাথে কথা বলছে।
পরিশেষে 'প্রোজেক্ট ব্লু বিম' এর সাথে যুক্ত ব্যাক্তিরা মানুষদের বুঝানোর চেষ্টা করবে ইনি(দাজ্জাল) তোমাদের রব। নাউজুবিল্লাহ! আসলে সে প্রকৃত পক্ষে দাজ্জাল।
[মানুষের চেয়ে বেশি বুদ্ধি ব্যাবহারের জন্য ব্যবহিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI)। বর্তমানে বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানি যেমন 'স্যামসান' আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) নিয়ে গবেষনা করছে। নতুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) দাজ্জালকে মানুষদের পথভ্রষ্ট করার জন্য অনেক সাহায্য করবে। কারণ এই AI যেটি তৈরি হচ্ছে সেটা সামনের মানুষের মনের কথা জানাতে পারবে। যেমন: মনে করেন দাজ্জালের সামনে একজন মানুষ আছে। মানুষটির থেকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। দাজ্জাল খুব সহজে তার মনের কথা জেনে তাকে বিরিয়ানি দিবে। তারপর দাজ্জাল মানুষটিকে বলবে আমি তোমার প্রভু। নাউজুবিল্লাহ! মানুষটি অবশ্যই দাজ্জালকে প্রভু মানতে বাধ্য হবে। এভাবে দাজ্জাল মানুষদের তাদের মনের ইচ্ছা পূরণ করে নিজেকে ভালো রূপে, সৃষ্টিকর্তা হিসেবে প্রচার করবে।]
মোটকথা, 'প্রোজেক্ট ব্লু বিম' এর মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখবে আকাশে তাদের নিজ ধর্মের সৃষ্টিকর্তা ছবি/ভিডিও সহ কথা বলছে! এর ফলে সকল মানুষ আকাশে দেখানো নকল সৃষ্টিকর্তাকে সত্যিকারের সৃষ্টিকর্তা হিসেবে মানবে এবং দাজ্জালকে সৃষ্টিকর্তা/প্রভু হিসেবে গ্রহণ করে পথভ্রষ্ট হবে।
'প্রোজেক্ট ব্লু বিম' এর ব্যাপারে অনেক ইংরেজি বই আছে। বইগুলোর পিডিএফ গুগলে পাবেন।
সুতরাং অলৌকিক কিছু ঘটলে তার উপর বিশ্বাস স্থাপন করা যাবে না। কুরআন হাদীসে এর নির্দেশনা কি তা আগে দেখতে হবে। তাই এখন থেকে মুমিন হওয়ার চেষ্টা করুন। আর দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন।
#Collected

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.