| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
____
________
জ্ঞান ও অবগতি, আর অজ্ঞতা ও গাফলতি কখনো সমান হতে পারে না। আপনি যদি জ্ঞান অর্জন করেন এবং অবগতি লাভ করেন,তাহলে প্রথমত নিজ ব্যক্তিত্ব থেকে অজ্ঞতা ও গাফলতি দূর হয়ে যাবে। ফের দুর্বল চিত্ত শক্তিশালী হয়ে উঠবে। যেকোনো কথা-কাজের বাতিল হতে হক'টা, মিথ্যা হতে সত্যটা এবং ভুল হতে সঠিকটা আপনার কাছে খুব সহজেই নির্ণিত হয়ে যাবে। বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও পরিমাপ,পারদর্শিতা অর্জিত হবে আপনার ব্যক্তিত্বে। পরিস্থিতির জটিলতায়, অটলতা ধরে রাখতে পারবেন,বিশ্বস্ততা ও আস্থাশীলতা নিশ্চিত হবে এবং নিজের ও অন্যের অশান্ত হৃদয় প্রশান্ত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। অতএব, বর্তমান মুসলিম উম্মাহর যে কঠিন পরিস্থিতি ও ভয়ঙ্কর কলটা চলছে, এখন তো "জ্ঞান অর্জন ও অবগতি লাভ" হতে বিমুখ থাকার কোন অবকাশ নেই,না, এতটুকুও অবকাশ নেই।
কথা বলছিলাম,আসন্ন গাযওয়াতুল হিন্দের প্রেক্ষাপটে মুসলিম নারীদের করনীয় প্রসঙ্গে। প্রস্তুতি হিসেবে এবং আগ্রাসী হিন্দুত্ববাদী ঐ পশুদের কবল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আবশ্যিকভাবেই মা-বোনদের কী কী করতে হবে,তা নিয়ে বলা কথাগুলোর প্রথম কথা ছিলঃ "নিজেকে হিফাজত করুন" আজ বলছি দ্বিতীয় কথা;
তা হলোঃ"জ্ঞান অর্জন করুন ও অবগতি লাভ করুন!"
জ্ঞানার্জন বলতে, আপনাকে জানতে হবে:-
*শুদ্ধভাবে কুরআনুল কারীম কারীম তিলাওয়াত।
* পাঁচ ওয়াক্ত সালাতে পড়ার জন্য কুরআনুল কারীমের যতটুকু হিফয বা মুখস্থ আছে,অন্তত ততটুকুর অর্থ ও মর্ম আয়ত্ব করে নেওয়া। এবং সালাতে পাঠ করার দুআ ও তাসবীহগুলোর অর্থ ও মর্ম ভালভাবে বুঝে নেওয়া।
*আবশ্যিক পর্যায়ের ইসলামী আকিদা ও বিশ্বাস এবং মাসআলা ও বিধিবিধান।
এজন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত একাধিক আলিমের শরণাপন্ন হতে পারেন।এখানে দুটি কিতাবের নাম বলছি:-১. ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ।২. ফিকহুন নিসা। লিখেছেন, বিদগ্ধ আলিমে দ্বীন মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দিন।কিতাব দুটি অবশ্যই সংগ্রহে এবং নিয়মিত অধ্যায়নে রাখা চাই।
* নিয়মিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস শরীফপ্রতিদিন একটি হলেওঅধ্যায়ন করা; এর জন্য "রিয়াযুস সালিহীন' এবং 'মাআরিফুল হাদীস" এই দুটি কিতাব বেশ ভালো হবে ইনশাআল্লাহ!
আর অবগতি লাভ বলতে, আপনাকে বুঝতে হবে:-
বর্তমান যামানার হাকিকত ও বাস্তবতা এবং বর্তমান বিশ্বের পরিবেশ ও পরিস্থিতি। আপনি যে শেষ যামানায় উপনীত,তা আপনার উপলদ্ধি করতে হবে গভীরভাবে ; এর জন্য আখেরি যামানা নিয়ে রচিত বিজ্ঞ আলিমের কিতাবাদি পড়া চাই।”,........' ও 'মহাপ্রলয়" কিতাব দুটি বেশ উপকারী এক্ষেত্রে। সাথে অনলাইনে যারা মুসলিম উম্মাহর দরদ-ব্যথা ও মায়া-মমতা নিয়ে লেখালেখি করেন বা বক্তব্য প্রদান করেন, নিয়মিত তাঁদের লেখাগুলো পড়তে পারেন, বক্তব্যগুলো শুনতে পারেন। এঁদের মধ্যে আছেন, 'উম্মাহ নেটওয়ার্কে'র সম্মানিত আলোচক শাইখ তামিম আল আদনানী,
মাওলানা ইফতেখার সিফাত ও আসিফ আদনান সহ আরও অনেকেই।(প্রিয় রব্ব তাঁদের কল্যাণ করুন!)
হে প্রিয় মুসলিম বোন! মুসলিম উম্মাহর প্রিয় মা!
প্রবল বেগে ধেয়ে আসছে এক প্রলয়ঙ্করী তুফান।
সে তুফান লণ্ডভণ্ড করে দিবে এ গোটা হিন্দুস্তান।
আপনি আমাদের ইজ্জত, আপনি আমাদের সম্মান।
ঐ পশুদের কাছে কেন হবে আপনার সম্ভ্রম কুরবান?!
মুসলিম তরুণদের বিক্ষত কলিজার সুকরুণ আহ্বান,
সুরক্ষিত থাকুন; আপনার জন্য তো ইলমের ময়দান!
চলবে....
- আবদুল্লাহ মুহাম্মাদ
.
#LastEraAnalysis #গাযওয়াতুল_হিন্দ
©somewhere in net ltd.