নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেপার পড়ি ভাল লাগলে এখানে রাখি

কাটপিস

পেপার পড়তে পড়তে যা ভালো লাগে এখানে রেখে দেই

কাটপিস › বিস্তারিত পোস্টঃ

আপনি কেন ভালবাসেন???

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

পৃথিবীতে এমনকেও নেই যে সে ভালোবাসতে
জানেনা। সকলের মধ্যেভালোবাসা লুকিয়ে থাকে।
হঠাৎ করে এই ভালোবাসা বেরিয়ে আসে। তখন মনের ভিতর ঢং করে ঘন্টা বাজে ৷

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং
আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন
মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ
হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন
দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী
ভালোবাসা সাধারণত গভীর হয়,বিশেষ কারো
সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেয়া,
এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা
থেকে পৃথক করা যায়না।

সুতরাং ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে,স্বপ্ন তৈরী হয়; কল্পনাথেকে,অনুভব তৈরী হয় অনুভূতি থেকে,আর বন্ধুত্ব তৈরী হয় মনেরগভীর থেকে ৷

ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয়
না। মুখে মুখে সবসময় ভালোবাসি
ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার
মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয় সেখানে হয়ত প্রেম থাকে
না, থাকে সামাজিকতাকে রক্ষা। যে কাউকেই ভালোবাসা যায়। ভালোবাসা অনেক পবিত্র একটি
অনুভূতি। স্বার্থসিদ্ধির জন্যও প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না
কোনো চাওয়া-পাওয়া, থাকবে না কোনো স্বার্থ,
থাকবে শুধুই ভালোবাসা।

সত্যিকারের ভালোবাসা মানুষের জীবনে কখন আসে তা কেউ বলতে পারে না। ভাললাগা একদিনে হলেও ভালবাসা কিন্তু একদিনে হয় না। প্রিয় মানুষটির ছোট ছোট ভাললাগা থেকেই তৈরী হয় ভালবাসা। যখন আপনি অনুভব করতে পারেবেন যে প্রিয় মানুষটি আপনার জন্য পাগল, আপনার ওপর নির্ভরশীল ও আপনাকে তার অপূরণীয় মনে করে তখন বুঝতে হবে
সে আপনাকে সত্যি ভালবাসে। আপনার প্রথম প্রেম হোক আর দ্বিতীয় প্রেম, অনেক সময় মনে এ ভাবনা আসতেই পারে যে, এটাই কি সত্যিকারের ভালোবাসা? এই মানুষটাই কি সত্যিই আমাকে
ভালোবাসে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.