![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুটি দোয়েল পরস্পর খুব ভালো বন্ধু ৷ একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না ৷
দুজনে একসাথে উড়ে বেড়াতো,
গান গাইতো, নীল আকাশ পাড়ি
দিতো,একসাথে খাবার সংগ্রহ করত ৷ ঘুরে বেড়াত ৷
হঠাৎ একদিন একটা দোয়েলের
পায়ে আঘাত লাগল,প্রচন্ড ব্যথায় একটি পা
হারালো।
তখন দোয়েলটি কাঁদতে কাঁদতে অন্য দোয়েলটিকে বললো, বন্ধু তুমি আমাকে ছেড়ে চলে যাবে
নাতো ? আমি যে আর হাঁটতে পারি না ৷
তার কথা শুনে অপর দোয়েলটি দুঃখিত হয়ে
নিজের ডানা কেটে ফেলে দিয়ে বললো,
এইবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারবো না। আমি তোমার বন্ধ হয়েই তোমার পাশে থাকব ৷
তখন দোয়েলটি কেঁদে তাকে জড়িয়ে আদর করলো ৷
হঠাৎ একসময় খুব ঝড়-তুফান শুরু
হলো.........
চারিদিক অন্ধকার হয়ে উঠলো, তাদের থাকার জায়গা নষ্ট হয়ে হয়ে গেল ৷ ডানা কাঁটা দোয়েলটি তো উড়তে পারে না, কিন্তু তাদেরকে তো নিরাপদ আশ্রয়ে যেতে হবে ৷
তখন পা কাঁটা দোয়েলটি ভয়ে ছটফট
করতে লাগলো।
এই দেখে ডানা কাঁটা দোয়েলটি পা
কাঁটা দোয়েলটিকে বললো,
তুমি নিরাপদ স্থানে চলে যাও
আমার কথা চিন্তা করোনা,আমি তো আর উড়তে পারবো না ৷
তখন পা কাঁটা দোয়েলটি তার কাছ থেকে বিদায় নিয়ে নিজের প্রান বাঁচাতে নিরাপদে চলে গেল ৷
এক সময় ঝড়-তুফান থেমে গেলে পা কাঁটা দোয়েল টি এসে দেখলো
ডানা কাঁটা দোয়েলটি মরে পড়ে
আছে !!!!!
আর তার পাশে মাটিতে লেখা
ছিলো-------
"“হে বন্ধু তুমি যদি একবার আমাকে বলতে আমায়
ছেড়ে যাবেনা, তাহলে আমি
ঝড়-তুফানকে হারিয়ে বেঁচে
থাকতে পারতাম ""
শুধু তোমারই জন্য !!!
©somewhere in net ltd.