![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা খবর পড়ে খুবেই অবাক হলাম ৷ ৩৭ বছরে ৩৮ সন্তানের জননী ৷এরকম খবর আমি আগে কখনও দেখিনি ৷ কৌতহল বশত পুড়ো খবর পড়ে জানলাম
উগান্ডার মারিয়াম নামের একজন মহিলা এই কান্ড ঘটিয়েছেন ৷
মারিয়ামের বয়স এখন ৩৭ ৷ আর তার সন্তানের সংখ্যা ৩৮ । অসম্ভব মনে হলেও এরকমই অবাক করার ঘটনা ঘটিয়েছেন মারিয়াম ৷ ১২ বছর বয়সে বিয়ে হয় মারিয়ামের৷ আর বিয়ের এক বছর পরেই প্রথম সন্তানের মা হন তিনি৷
৩৮ বছরে মারিয়াম ৬ বার যমজ, ৪ বার তিনটি সন্তানের জন্ম দিয়েছেন৷ আর প্রায় প্রত্যেক বছরই একটি করে সন্তান জন্ম দিয়েছেন মারিয়াম। এখন তার মোট সন্তান হাতে গুনে ৩৮ জন ৷
যেখানে আমাদের দেশে মেয়ে বিয়ে দেওয়ার আগে সন্তান সিজারে হবে নাকি নরমাল হবে তার চিন্তা করা হয়, সেখানে মরিয়ম তাক লাগানো কাজ করেছে ৷ পর পর আটত্রিশ টি সন্তান জন্ম দিয়েছে ৷ কোন অপারেশন ছাড়াই ৷
আমাদের দেশে সিজারে সন্তান প্রসব একটা ফ্যশন হয়ে গেছে ৷অনেক মহিলা বলে নরমাল ডেলিভারী হলে অনেক কষ্ট করতে হয় ৷
অনেক মহিলা কায়িক পরিশ্রম করতে ভয় পায় ৷ফলে ডেলিভারী অবস্থায় শরীরে চর্বি বৃদ্ধি পায়, পরে প্রসবের সময় সিজার করতে ডাক্তার বার্ধ্য হয় ৷
আমি সিজারে সন্তান প্রসব পাওয়া মনে করি হওয়া মনে করি না ৷
কারনটা হলো সিজার করলে ডাক্তাররা পেট কেটে সন্তান বাহির করে, ফলে সন্তান হওয়ার ব্যাথাটা মায়েরা বুঝতে পারে না সে কারনে আমি পাওয়া মনে করি আর প্রকৃতির নিয়মে সন্তান প্রসব হলে মায়েরা সন্তান হওয়ার স্বাদটা উপভোগ করতে পারে সেটা শুনতেও ভাল লাগে তাই এটাকে আমি সন্তান হওয়া মনে করি ৷
গ্রামে যখন কেউ সন্তান সিজার করে পায় তখন বয়স্ক মহিলারা বলে ( যাদের সন্তান বেশি) তুই ক্যামন পোয়াতি ঐ পেট কাটি ছইল ( সন্তান) ব্যারকাইশ, হামার সন্তান হইছে ঘরত নিজের স্বামি বাইরে থাকিয়াও টের পায় নাই ৷ একটা কোত দিলে হর হর করি ছইল ব্যরাইছে ৷
©somewhere in net ltd.