নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভূগোল পড়ি তাই সবব্যপারেই আগ্রহ একটু বেশী

সায়ানাইড সাকিব

বছরের ছয় মাস রাইটিং ব্লকে ভোগা গড়পড়তা বাঙালী ।

সায়ানাইড সাকিব › বিস্তারিত পোস্টঃ

নারী দিবস এবং গ্রাম্যনারী

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২২

ধরে নিলাম,
একটা বাচ্চা মেয়ে । সবে সপ্তম শ্রেণীতে পড়ে । তার এখন কতটুকুই বা বয়স । গ্রামে থাকে । পুতুল নিয়ে খেলতে লজ্জা পায় । আবার মা খালার সাথে গপ্প করতে করতে কাঁথা শিলাই করতেও লজ্জা পায় ।
তার কাল বিয়ে । দইয়ের পাতিল কিনছে সে । নিজ দায়িত্বে । অথচ সে কি জানে কালকের পর সে আর তার প্রিয় ফ্রকটা পরতে পারবে না?
সে কি জানে এর পর রাতে ভয় পেলে আর তার মা তাকে অভয় দিতে আসবে না?
না সে জানে না । জানার কোন দরকারই নেই । বিয়ে হবে । বাচ্চা হবে । এটাই স্বাভাবিক । তার জন্মই এজন্য ।

সমবয়েসী একটা মেয়ে যে শহরে থাকে সে এই বয়সে কি করে?
শহর আর গ্রামের মধ্যকার এই তফাতটা ঘুচবে না?

দিনরাত নারী নিয়ে লিখে কলম ভাঙি আমরা । সবাই বলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে । জেন্ডার ডিসক্রিমিনেশন কমে গেছে
কমেছে মানছি । তবে শুধু শহরে ।

নাকি গ্রাম্য মেয়েরা নারীই নয়?

সায়ানাইড সাকিব
‪#‎cnos‬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.