| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছরের ছয় মাস রাইটিং ব্লকে ভোগা গড়পড়তা বাঙালী ।
জুতো
জুতোটা ছিড়ে গেছে । পকেটে পাঁচ টাকা । আজ আরো একটা ইন্টারভিউ আছে ।
টি শার্ট
মা,
এই মাসে ভেবেছি এন্টিবায়োটিক ১৫ দিন খাবো । অসুখটা সেরে গেছে । একটা টিশার্ট পছন্দ হয়েছে । কিনে দিবে?
খাবার
রাত বারটা । হাফিজ সাহেব যখন পার্টিতে ব্যাস্ত । হিয়া একা একাই খেতে বসল । একা খেতে ভয় করে । যদি মা বেঁচে থাকতেন......
তুলি
চারুকলার সামনে দাড়িয়ে একটা দ্বীর্ঘশ্বাস ফেলল শফিক । তুলি কিনতে যেতে হবে অনেকগুলো নম্বরপ্লেটের কাজ পড়ে আছে ।
সার্টিফিকেট
থালাবাটি ধুতে ধুতে মনেই পরে না আমারো বি,এ, পাশের সার্টিফিকেট আছে!!
সায়ানাইড সাকিব
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
সায়ানাইড সাকিব বলেছেন:
ধন্যবাদ
২|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
কাজী মেহেদী হাসান। বলেছেন: জুতো এবং টিশার্ট --এই দুটো বেশ টাচি লেগেছে। আপনার লেখার হাত ভালো
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
সায়ানাইড সাকিব বলেছেন: ধন্যবাদ
৩|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৯
সায়ানাইড সাকিব বলেছেন: থ্যংকস
৪|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো হয়েছে। চমৎকার।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
সায়ানাইড সাকিব বলেছেন: ধন্যবাদ
৫|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
ঈশান আহম্মেদ বলেছেন: ভাল লাগলো অনেক।চালিয়ে যান।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
সায়ানাইড সাকিব বলেছেন:
ধন্যবাদ । চেষ্টা করব
৬|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
আবু শাকিল বলেছেন: ভাল লাগল।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
সায়ানাইড সাকিব বলেছেন: ধন্যবাদ
৭|
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
রিকি বলেছেন: জুতো
জুতোটা ছিড়ে গেছে । পকেটে পাঁচ টাকা । আজ আরো একটা ইন্টারভিউ আছে ।
এটাকে আমি, রাজু বান গ্যায়া জেন্টেলম্যান ইফেক্ট বলি। আগেরগুলোর মতই অসাধারণ---ছোট্ট কথাগুলোর মানে অনেক !!!
![]()
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
সায়ানাইড সাকিব বলেছেন: হে হে । আমরাও বলি ।
ছোট মরিচে ঝাল বেশি
৮|
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ হয়েছে । অল্প কিছু শব্দের আল্পনায় বিশাল কিছু লুকিয়ে আছে ।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
সায়ানাইড সাকিব বলেছেন:
জ্বি ভাই ঠিক বলেছেন
৯|
১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার লাগলো ,বিশেষ করে ১ম ও শেষটা।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
সায়ানাইড সাকিব বলেছেন: ধন্যবাদ
১০|
১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার প্রতিটাই ভালো লেগেছে। +++
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
সায়ানাইড সাকিব বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
১১|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
আরণ্যক রাখাল বলেছেন: সবগুলোই ভাল লেগেছে
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
সায়ানাইড সাকিব বলেছেন:
![]()
১২|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
লিযেন বলেছেন: নতুন ধরনের সাহিত্য...।
just keep it up!!
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
সায়ানাইড সাকিব বলেছেন: সাহিত্য নতুন না তবে বাংলায় নতুন । ![]()
১৩|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
সাকিব আনোয়ার কণক বলেছেন: চমৎকার
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
সায়ানাইড সাকিব বলেছেন: ধন্যবাদ
১৪|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫
ধমনী বলেছেন: আসাধারণ।
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
সায়ানাইড সাকিব বলেছেন: ধণ্যযোগ
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
হাসান মাহবুব বলেছেন: বেশ হয়েছে।