| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছরের ছয় মাস রাইটিং ব্লকে ভোগা গড়পড়তা বাঙালী ।
পেট্রোল বোমা
নিরীহ দর্শন সেভেন আপের বোতলটা নিজে কল্পনাও করতে পারে না কত নিষ্ঠুর কাজে তাকে ব্যাবহার করা হবে ।
মামা
মায়ের একটি ভাইয়ের অভাবে দামী দামী সার্টিফিকেট গুলোও মূল্য হারালো....
ধর্ম
ধুলোয় লুটুপুটি খাচ্ছে রক্তমাখা টুপি ও পৈতা । সাথে ধুলোয় মিশছে সেক্যুলারতত্ত্ব ।
কবর
অস্বীকৃত মুক্তিযোদ্ধার কবরের পাশেই তার ছেলের স্বপ্নের কবর হল । এখন যে নিজের সার্টিফিকেটের সাথে বাপ দাদার সার্টিফিকেটও লাগে ।
সত্য
ইদানিং সত্য বলতেও ভয় হয় । যদি নাস্তিক অথবা জঙ্গী হয়ে যাই!
গনতন্ত্র
প্রক্সি ভোটের সাথে সাথেই গনতন্ত্রের আবার মৃত্যু হল ।
টাকা
মাত্র আট লাখ টাকায় হাজার হাজার লোকের জীবনকে হুমকীর মুখে ফেলল প্রশ্ন বিক্রেতা ।
পুলিশ
ছেলেটা বিখ্যাত কবি হতে চেয়েছিলো । বিখ্যাত সে হলো বটে, ক্রসফায়ারে মরে ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
সায়ানাইড সাকিব বলেছেন: অপ্রিয় সত্য
২|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০
শাহাদাত হোসেন বলেছেন: ছেলেটা বিখ্যাত
কবি হতে
চেয়েছিলো ।
বিখ্যাত সে হলো
বটে, ক্রসফায়ারে
মরে ।
বাস্তবতা বড়ই কঠিন ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
সায়ানাইড সাকিব বলেছেন:
খুবই কঠিন
৩|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রত্যেকটাই চরম সত্য।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
সায়ানাইড সাকিব বলেছেন: হ্যা ভাই । ![]()
৪|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
আহমেদ জী এস বলেছেন: সায়ানাইড সাকিব ,
এ্ই অপ্রিয় সত্যগুলিও মনের মধ্যে "ফ্লাশ" করে গেলো আর একবার ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
সায়ানাইড সাকিব বলেছেন: ধন্যবাদ ![]()
৫|
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
অলওয়েজ ড্রিম বলেছেন: দারুণ লিখেছেন।
শুভেচ্ছা।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
সায়ানাইড সাকিব বলেছেন: ![]()
৬|
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
রিকি বলেছেন: বরাবরের মত চমৎকার।
![]()
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
সায়ানাইড সাকিব বলেছেন: ধন্যবাদ । ![]()
৭|
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
সায়ানাইড সাকিব বলেছেন:
Thank U
৮|
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
হাসান মাহবুব বলেছেন: ভাল্লাকচে। মামার্টা বেশি ভালৈচে।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
সায়ানাইড সাকিব বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
shiponblog বলেছেন: মামা
মায়ের একটি ভাইয়ের অভাবে দামী দামী সার্টিফিকেট গুলোও মূল্য হারালো....
দারুণ বলেছেন।