নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি!

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

































মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: আরো দেখুন : পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে ! Click This Link

২| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: এবং : এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
Click This Link

৩| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

মুহিব বলেছেন: জ্বী ভাই জ্বী। হ্যায় এভারেস্টে উঠে নাই। মেনে নিলাম। এবার তারে মাফ করে দেন। আর আপনার যোগ্যতা থাকলে উঠে দেখায় দেন। প্রথমে ৬তলা ভবনে উঠুন।

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

সাইবার অভিযত্রী বলেছেন: আপনার যোগ্যতা থাকলে উঠে দেখায় দেন। প্রথমে ৬তলা ভবনে উঠুন।

জী ভাই দোয়া করেন, আপনাদের দোয়াই ভরসা !

৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯

মুহিব বলেছেন: স্যরি, আমার এভাবে বলা মনে হয় ঠিক হয় নাই। আসলে এই বিতর্কটা ভাল লাগে না।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

সাইবার অভিযত্রী বলেছেন: Thanks brother, I feel OK to you.

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

সাইবার অভিযত্রী বলেছেন: সত্য জানতে/ জানার চেষ্টা করতে দোষ কি! আমি নিজে পর্বতারোহীদের ভালবাসি, সন্মান করি, ওনাদের ব্যাপারে কখনই অসন্মানজনক কিছু বলি না।

কিন্তু পাহাড় - পর্বত - প্রকৃতি - এডভেন্চার ভালবাসি বলেই এবিষয়ে খুটিনাটি জানতে মন চায়, বেশী বেশী প্রশ্ন করি । আর কিছু অসংগতি সামনে এলে মনের খচখচানি দূর করতে পারি না।

এডভেন্চারের খুনটিনাটি ও বিতর্কিত বিষয়গুলোর রহস্য উন্মোচন করাটাও একপ্রকার মরণ নেশা, এডভেন্চারের চেয়ে কোন অংশে কম না !

আর প্রকৃত মরণ জয়ী অভিযাত্রীদের যথাযথ সন্মান জানতেই প্রকৃত-অপ্রকৃত এর মাঝে ফারাক করা দরকার ।

এডভেন্চারকে ভালবেসেই এত কিছু।

Click This Link তে জবাব হিসেবে বলেছিলাম।

৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

জাতিস্বর বলেছেন: হায়!!হায়!!!
এইখানেও চুলাচুলি!!! নো ম্যান!!!

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: এইখানেও চুলাচুল, হায় !

৬| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাই, সমস্যা কোথায়? আপনি দেখি মুসা মুহিতের পর্বতারোহণ ছাড়া অন্য কিছু পোস্ট দেন না! এবং সব পোস্টেই তাদের পর্বতারোহণ নিয়ে সন্দেহ প্রকাশ করে চলেছেন! আজব!!!

হিমালয়ে পা দেয়ার মুহূর্ত হচ্ছে জীবনে এক পরম পাওয়া সেসময় কি কেউ সময় দেখে নাকি? কটা বাজে সেটা দেখার কথা মাথায় থাকে? উল্টা পাল্টা তো হতেই পারে! হিমালয়ে উঠেছে এটাই বড় কথা। বর্তমান প্রযুক্তির যুগে হিমালয়ে উঠেছে বলে চাপা মেরে বেঁচে যাওয়া সম্ভব নয়। মুসা মুহিত দুজনেই হিমালয়ে উঠেছে এ ব্যাপারে নিশ্চিত থাকেন।

অন্যান্য সমস্যা নিয়া ভাবেন। এই ক্যাচাল বাদ দেন। দেশে এখন হাজার সমস্যা।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: আপনার সুধারণার জন্য ধন্যবাদ !

বর্তমান প্রযুক্তির যুগে হিমালয়ে উঠেছে বলে চাপা মেরে বেঁচে যাওয়া সম্ভব নয়। , তাই ?

কিন্তু মুসা ইব্রাহীমই তো বলছেন অন্য কথা: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!

৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

মাইন রানা বলেছেন: আপনি উঠে দেখান.।

বালের বাল আইছে বাল ফালাইতে!!!

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.