![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার ফুট উচুতে বিষ্ময়কর রাইখ্যাং লেক! বাংলাদেশর সবচেয়ে বড় প্রাকৃতিক লেক, তাও কিনা ১০০০ ফুটের চেয়েও বেশী উচ্চতায়! গুগুল আর্থে এর উচ্চতা আসে ১১০০ ফুটের মত!
পুকর পাড়া আর্মি ক্যাম্প, লেকের অপর দিকে দেখা যাচ্ছে, পুকুর পাড়া ঝরনার দিকে যাবার সময়।
প্রথম ছবিটা আর উপরের ছবিটা একই জায়গা থেকে তোলা। প্রাংজন পাড়ার দিক দিয়ে পুকুর পাড়া ঝরণা বা রাইখ্যাং ফলস এর দিকে যাবার সময় বেশ উচু থেকে দেখা যায় রাইখ্যাং লেক।
উপরের ছবি: প্রাংজন পাড়া । রাইখাং লেকের দুদিকে দুটি গ্রাম বা পাড়া । পশ্চিমে পুকুর পাড়া গ্রাম , আর পুকুর পাড়া আর্মি ক্যাম্প । আর পুবদিকে প্রংজন পাড়া, এর পিছনে পাহাড়। আর তার গা ঘেসে রাইখাং নদী । সেখানেই রাইখাং ফলস বা পুকুর পাড়া ঝরনা ।
ভেলায় ভাসছে ছোট ছোট বাচ্চারা ।
এখান থেকে অল্প দুরেই বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত !
২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
খেয়া ঘাট বলেছেন: কপাল খারাপ,,,,,,,,,,দেখা হয় নাই চক্ষু মিলিয়া।
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২
সাইবার অভিযত্রী বলেছেন: হাল ছেড়োনা বন্ধু তবে ...
৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১২
আত্নভোলা বলেছেন: বিশদ বর্ননা দিলে ভাল হত
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: তাড়াহুড়ায় ছিলাম, তাড়াতাড়ি একটা পোষ্ট দিব আশা করি।
৪| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
শোভন শামস বলেছেন: অপূর্ব বাংলাদেশ।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০
সাইবার অভিযত্রী বলেছেন: সত্যই অপূর্ব
৫| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
ভিটামিন সি বলেছেন: বান্দরবন যামু, রাঙ্গামাটি যামু - গাড়ি ভাড়া দিমু না।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
সাইবার অভিযত্রী বলেছেন: মাহমুদ মিয়া বেকার
তাই বলে কি শখ নাই তার
বিশ্ব ঘুরে দেখার
আসলে পরে চেকার
বলল হেসে মাহমুদ মিয়া
ট্রেন কি তোমার একার?
World tour for free. No money no VISA required
৬| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
আরজু পনি বলেছেন:
আহারে যেতে ইচ্ছে করছে ...
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
সাইবার অভিযত্রী বলেছেন: দেখিস একদিন আমরাও ...
৭| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
মাক্স বলেছেন: সুন্দর!!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: really !
৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃতির কোলে কতদিন যাই না
কোথায় গেল হারিয়ে যাওয়া সেই দিন গুলি
কানামাছি হাডুডু আর ডাংগুলি
ধানের ক্ষেতে ইচ্ছেমতো ভোদৌড়
নদীর মাঝে ঝপাৎ ঝাপায় ডুব সাতার!!!!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
সাইবার অভিযত্রী বলেছেন: ইচ্ছে করে চলে যাই অচিনপুর
যেখানে দু:খ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো রদ্দুর
৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: একটা ইমো পছন্দ হয়নি, মুছে দিলাম, সরি।
১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। তবে এখানে যাওয়াটা একসময় অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমার কাছে তো এখনও কম চ্যালেন্জিং মনে হয় না!
১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
শান্তা273 বলেছেন: বড়ই সৌন্দর্য্য!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
সাইবার অভিযত্রী বলেছেন: আহারে কথা সাহিত্যের যাদুকর -কে মনে পড়ল !
ডায়লগটা শুরু করেছিলেন হুমায়ুন আহমেদ ।
১২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
কিমধিকমিতি বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি...
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...
সাধ আর সাধ্যের যেনো সম্মিলন ঘটে এই দোয়াপ্রার্থী।।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০
সাইবার অভিযত্রী বলেছেন: আমিও - একই দোয়াপ্রার্থী ।
১৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
কিমধিকমিতি বলেছেন: ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ ...
‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ ...
সাধ আর সাধ্যের যেনো সম্মিলন ঘটে এই দোয়াপ্রার্থী।।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০
সাইবার অভিযত্রী বলেছেন: সাধ আর সাধ্যের যেনো সম্মিলন ঘটে
১৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
গ্রাম্যবালিকা বলেছেন: শান্তা273 বলেছেন: বড়ই সৌন্দর্য্য!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১
সাইবার অভিযত্রী বলেছেন: বড়ই ..
১৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সাধ আছে।
নিজের টাকা নাই ...
বাপেতো দিবই না !!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২
সাইবার অভিযত্রী বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয়
রাজা মশাইকে বলুন !
পুরা ট্রিপে মাথা গনে ৫০০০ এর মট খরচ হয়েছিল।
টিউশনি শুরু করেন, মাসে ৫০০ জমান, এক বছর পর ..
১৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০
সাইবার অভিযত্রী বলেছেন: like!
১৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
কিমধিকমিতি বলেছেন: ‘চয়নিকা’ থেকে আরো কিছু কবিতা শেয়ার করুন না ...
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
সাইবার অভিযত্রী বলেছেন: বয়স ৪০+, সেযুগের কিছু কমই মনে আছে, আর হাএকটা বলছি :
" আর কটা দিন সবুর কর , নসুন বুনে চি! "
আমার মেয়ে আগে এভাবেই বলত, এখন তো ও -ও রসুন বলে!
১৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
চাঁদ ~ মামা বলেছেন: এ নিয়ে একটা পোষ্ট দেখেছিলাম কিছুদিন আগে।
+++
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০
সাইবার অভিযত্রী বলেছেন: রাতুলবিডির পোষ্ট ছিল সেটা : Click This Link ওনার আাইডিটা আসল, আমারটা পল্টি খাওয়া মাল্টি !
আমার পরিচয় কিন্তু বলবনা বলে দিচ্ছি , হু বাবা, সাবধান!
১৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭
এহসান সাবির বলেছেন: অসাধারন। বিশদ বর্ননা চাই।
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: দোয়া করেন তাড়াতাড়ি রেডী করার ইচ্ছা আছে, মুসা মুহিত পোষ্ট নিয়ে একটু বেশী সময় দিটে হচ্ছ!
২০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯
বাংলার হাসান বলেছেন: যাওয়া হয়নি এখনো, যেতে হবে।
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: এখন যেতে হবে।
২১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬
সায়েম মুন বলেছেন: সুন্দর একটা লেক।
এটা কি বান্দরবানে?
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
সাইবার অভিযত্রী বলেছেন: In Rangamati district, but you have to go there by Bandarban!!
২২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
কাউসার রুশো বলেছেন: অনেক সুন্দর
++++
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১১০০ ফুট??
বগা লেকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭০০ফুট
তাহলে রাইখ্যাং লেক সবচেয়ে বড় প্রাকৃতিক লেক হয় কী করে??
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি কম বুঝি, আর আপনার কমেন্ট একদমই বুঝতে পারি নি!
যে লেকটা সমুদ্র পৃষ্ঠ থেকে যত উচু, সেটা কি তত বড় ?
২৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
শাপতাহিন বলেছেন: আমার সোনার বাংলা, আমি তোমায় অনেক অনেক অনেক ভালোবাসি।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: অনেক অনেক অনেক.....
২৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮
নীল সুমন বলেছেন: কি চমৎকার!! নষ্টালজিক হয়ে গেলাম। তা ছিলেন কোন পাড়াতে? পুকুরপাড়া নাকি প্রানজং পাড়া? বগা হয়ে গেছিলেন? আমরা ক'জন ঘুরে এলাম গত মাসে.....
আমাদের রুট ছিল....বগা-খার্মুন পাড়া- নতুন মুরং পাড়া-মাগলুইপাড়া-রূমা ফলস-এনামপাড়া-পুকুরপাড়া-প্রাজংপাড়া-রাইক্ষাংঝরনা-সাইকতপাহাড়-আনন্দপাড়া-মেন্দুপাড়া-বগামুখপাড়া-রুমা।------গাইড ছিলেন.... নুরূ ভাই
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: ছবি জায়েদ বিন রশিদ, টিম ঘোরাঘুরি ডট কম ।
রুট শর্টকাট । গাড়িতে বগা লেক । পরদিন সাইখত-আনন্দ- পুকুরপাড়া । তারপরদিন ঘোরাঘুরি, পরদিন টানা হেটে বগা মুখ দিয়ে রুমা ।
আপনাদের দল কোনটা ? ফেসবুকে কোন গ্রপে কি আচেন ?
২৫| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২
কাউসার রুশো বলেছেন:
আমারও জানা নাই। তাই জানতে চাচ্ছি
দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক লেক কোনটা? আর উচ্চতাটা কীসের বেসিসে পরিমাপ করা হয় জানতে পারলে আমাকে একটু জানাবেন প্লিজ
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই, উচ্চতা মাপা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে । বড় লেকের বিষয়ে আমিও সিওর না । অনেকে এটাকে বলে তাই আমিও বলি। কেউ কেউ মাধবপুরের কথাও বলে । আপনি বিস্টারিত জানতে পারলে জানাবেন প্লীজ।
ভাল থাকেন।
২৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তবে যাবই। কথা নাই এক বিন্দু।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: ইন-শা- আল্লাহ ।
২৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮
রোদেলা দুপুর বলেছেন: এইটা কি বান্দরবান???? যাওয়ার পদ্ধতিটা যদি একটু জানায়ে দিতেন তাইলে আরও ভাল হত।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১২
সাইবার অভিযত্রী বলেছেন: প্রথমে বান্দর বন, বিক্সা- অটোতে রুমা ষ্ট্যান্ড , শহরেই । তারপর বাসে করে রুমা বাজার, ঘন্টা তিনেক লাগতে পারে ।
রুমা বাজরে গাইডের অফিস আছে দুটা, গাইড ঠিক করলে বাকি কাজ গাইডের । গত বছর গাইড ৫ হাজার নিয়েছিল ৩ দিনে । যাওয়া আসা কমসে কম তিন দিন হাটা, আগে ট্রকিং করার অভ্যাস থাকতে হবে ।
তাড়াতাড়ি বিস্তারিত একটা পোষ্ট দিব আশা করি।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫২
সাইবার অভিযত্রী বলেছেন: রাইখ্যাং লেক আর এই জলপ্রপাতের দুরত্ব একদম কম, ১ ঘন্টার পথ হটে পারে, এক টিকেটে দুই ছবির মত ব্যাপার !