![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি প্রবন্ধে প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি হিসেবে এম এ মুহিতের নাম থাকায় ওই সঙ্কলনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন আরেক এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম। সোমবার সকালে ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজীর আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার আরজিতে বলা হয়, ‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।” উপরে ছবিতে দেখুন : মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!
মানে কি ? মুসা ইব্রহীম এভারেষ্ট জয় করেন নি?? , ছবি সার্টিফিকেট সব ভুয়া ??? এভারেষ্ট জয় না করেও সার্টিফিকেট পাওয়া যায় ? মুসা যে ছবিগুলো দিয়েছেন সেগুলো ফেক ? তাহলে তো আর সব অভিযাত্রীদের নিয়েও প্রশ্ন উঠতে পারে !!
দেখুন ফেসবুকের পেজে মুহিত ভক্তদের দাবী : Click This Link
জনাব ইনাম আল হক সাহেব, মুহিতের দল “বি এম টি সি”- প্রধান। তিনিও বলেন মুহিতই প্রথম!!
ইনাম আল হক রচিত ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে, “বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) গড়ে আমরা হিমালয়ে অভিযানের পরিকল্পনা করেছিলাম ২০০৩ সালে। সেখানে মুসা, মুহিত, মিলন, ইমরান, বাবু, এনাম, সাগর, সজল, সম্পা ও আরও অনেকে ছিলেন।’ কিন্তু ওই প্রবন্ধের কোথাও মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কথা উল্লেখ নেই। এম এ মুহিতের ছবিসহ ক্যাপশানে উল্লেখ করা হয়েছে, মুহিতই প্রথম এভারেস্ট বিজয়ী।
‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।”
আরো মারাত্মক বিষয় হচ্ছে জাফর ইকবাল সারের মত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের ছবি দেয়া হচ্ছে এরকম বিতর্কিত পেজে !
এভারেষ্ট জয় করেন নি?? , ছবি সার্টিফিকেট সব ভুয়া ??? এভারেষ্ট জয় না করেও সার্টিফিকেট পাওয়া যায় ? মুসা যে ছবিগুলো দিয়েছেন সেগুলো ফেক ? তাহলে তো আর সব অভিযাত্রীদের নিয়েও প্রশ্ন উঠতে পারে !!
দেখুন ফেসবুকের পেজে মুহিত ভক্তদের দাবী : Click This Link
জনাব ইনাম আল হক সাহেব, মুহিতের দল “বি এম টি সি”- প্রধান। তিনিও বলেন মুহিতই প্রথম!!
ইনাম আল হক রচিত ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে, “বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) গড়ে আমরা হিমালয়ে অভিযানের পরিকল্পনা করেছিলাম ২০০৩ সালে। সেখানে মুসা, মুহিত, মিলন, ইমরান, বাবু, এনাম, সাগর, সজল, সম্পা ও আরও অনেকে ছিলেন।’ কিন্তু ওই প্রবন্ধের কোথাও মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কথা উল্লেখ নেই। এম এ মুহিতের ছবিসহ ক্যাপশানে উল্লেখ করা হয়েছে, মুহিতই প্রথম এভারেস্ট বিজয়ী।
‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।”
আরো মারাত্মক বিষয় হচ্ছে জাফর ইকবাল সারের মত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের ছবি দেয়া হচ্ছে এরকম বিতর্কিত পেজে !
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি!
৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
সাইবার অভিযত্রী বলেছেন: পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে !
Click This Link
৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
সাইবার অভিযত্রী বলেছেন: অক্সিজেন মাস্ক পরে কি চকলেট খাওয়া যায় ? এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় ! Click This Link
৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
গেস্টাপো বলেছেন: জী
আমিই প্রথমে এভারিস্টে উঠছি
কিন্তু কেউ এইটা জানে না
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩
সাইবার অভিযত্রী বলেছেন: ছবি দেন। টাইম বলেন । সোলার পজিশন- এজিমুথ - এলিভেশন মিলিয়ে দেখি! তারপর বলব আপনার নামেও পোষ্ট শুরু করব নাকি !
৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধুর আমিই প্রথমে এভারেস্তে উথসিলাম। কাউ রে কওয়ার টাইম পাই নাই কা
মাইনকা চিপায় বিজি সিলাম তো
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫
সাইবার অভিযত্রী বলেছেন: ছবি দেন। টাইম বলেন তারপর বলব আপনে মাইনকা চিপায় নে পরবেন নাকি !
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
সাইবার অভিযত্রী বলেছেন: এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
Click This Link