![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- দেখুন মুহিতের বাম পাশ ছবিতে মুহিতের ডান পাশ অন্ধকার, কিন্তু কাল জ্যাকেট পড়া একটি লোকের একই পাশ আলোকিত! কিভাবে ?
- মুহিতের সামনের দিকে ( ক্যামেরার কাছে ) ছবির বাম পাশে একটি বস্ততে আলো পড়ছে যে দিক থেকে, পিছনের লাল জ্যাকেট পড়া একটা লোকের গায়ে সেই পাশই অন্ধকার!
- মুহিতের কথা মত তিনি চুড়ায় উঠেছেন সকাল ৭টায়, ছিলেন ৭:৩০ পর্যন্ত। কিন্তু আশে পাশের বস্তুগুলোর ছায়া বলছে এটা কমপক্ষে বেলা ১০টা -১২টার ছবি ! যদিও মুহিতের গায়ে আলো পড়ছে অনেকটা তীর্যক ভাবে, মানে সকাল ৭-৮ টার ছবি!
- আরো দেখুন ৩টি পয়েন্ট চিন্হিত করা হয়েছে ১- ২ -৩ ( হলুদ অক্ষরে )
আলো আসছে মুহিতের পিছন দইক থেকে, সকাল ৭ টায়। সেক্ষেত্রে ১-২-৩ এই ৩ পয়েন্টে কখনই আলো আশার কথা না!
এবার নীচের ছবিতে দেখুন পিছনের লোকটির মুখ মুছে দেয়া!
আমার আমাদের জাতীয় অর্জন নি্যে গর্ব করতে চাই। আর তারই স্বার্থে চাই বিষয়গুলো প্রশ্নমুক্ত হোক।
এ নিয়ে পোষ্ট আগেও দেয়া হয়েছিল, মুহিতের ছবির ব্যাপারে তেমন কোন মতামত পাওয়া যাচ্ছে না, তাই আবার পোষ্ট করলাম!
২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
আশিক মাসুম বলেছেন: ফাও জিনিশ নিয়া যত্ত মাথা গামাইবেন , ততই আয়ু কমবে
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: সত্য জানতে/ জানার চেষ্টা করতে দোষ কি! আমি নিজে পর্বতারোহীদের ভালবাসি, সন্মান করি, ওনাদের ব্যাপারে কখনই অসন্মানজনক কিছু বলি না।
কিন্তু পাহাড় - পর্বত - প্রকৃতি - এডভেন্চার ভালবাসি বলেই এবিষয়ে খুটিনাটি জানতে মন চায়, বেশী বেশী প্রশ্ন করি । আর কিছু অসংগতি সামনে এলে মনের খচখচানি দূর করতে পারি না।
এডভেন্চারের খুনটিনাটি ও বিতর্কিত বিষয়গুলোর রহস্য উন্মোচন করাটাও একপ্রকার মরণ নেশা, এডভেন্চারের চেয়ে কোন অংশে কম না !
আর প্রকৃত মরণ জয়ী অভিযাত্রীদের যথাযথ সন্মান জানতেই প্রকৃত-অপ্রকৃত এর মাঝে ফারাক করা দরকার ।
এডভেন্চারকে ভালবেসেই এত কিছু।
৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: অক্সিজেন মাস্ক পরে কি চকলেট খাওয়া যায় ? মুহিতকে কিন্ত এঅবস্হায়ই চকলেট দেওয়া হচ্ছে ! Click This Link
৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: ভাই, আপনি সাইবার অভিযাত্রী, কম্পিউটার আর নেটেই আপনার এডভেঞ্চার !! আর উনারা সত্য মিথ্যা যাই হোক, এট লিস্ট রাস্তায় তো নামসে !!!
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: এট লিস্ট রাস্তায় তো নামসে !!!
একদম ঠিক। ওনাদের জন্য শুভকামনা।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
মো: তৌহিদ বলেছেন: আমি মুহিতকে ব্যাক্তিগতভাবেই চিনি ঐ পাহাড় চড়ার বেশ আগে থেকেই। পাহাড়ে যাওয়ার আগে এবং পড়েও অনেক কথা হয়েছে। যদিও তার সাথে মুসার একটা সমস্যা আছে, যেটা সে যাওয়ার আগেই গল্প করত। তার ধারনা মুসা পুরোটা উঠেনি। তবুও আমার কাছে কখনও মনে হয়নি তার দ্বারা এই ধরনের বেঈমানী কাজ সম্ভব। তাছাড়া কোন ক্লাবের পক্ষ থেকে গিয়ে আন্তর্জাতিক কোন বিষয় নিয়ে বাটপারি সম্ভব নয়।
আমাদের বাংলাদেশের কেওকারাডাং নিয়ে এই ধরনের কিছু বললে বিশ্বাস করা যেত।
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: কোন ক্লাবের পক্ষ থেকে গিয়ে আন্তর্জাতিক কোন বিষয় নিয়ে বাটপারি সম্ভব নয় - ভাই মুহিত তো তা বিশ্বাস করেন না, তাহলে তো তিনি মুসাকেও মেনে নিতেন। আর আদালতে মামলা পর্যন্ত যেতে হত না।
প্রমাণ হল যে সার্টিফিকেট-ছবি থাকার পরও প্রতারণ চলতে পারে । আর মুসা নিজেই পত্রিকা/ ব্লগে লিখেছেন : পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১০
সাইবার অভিযত্রী বলেছেন: মুল বক্তব্য সার্টিফিকেট বা মিডিয়া বা ক্লাব ইনফরমেশন চুরান্ত কিছু নয় । আপনাকে বিচার করতে হবে যৌক্তিক প্রক্রিয়ায় । আলো ছায়া- ফটোগ্রফী, ডে টু ডে লগ, আর টািমিং এর সাথে মিলিয়ে আপনাকে চুরান্ট সিদ্ধান্ত নিতে হবে।
আর যদি এসব বিষয়ে কোন মিথ্যা দাবী প্রমাণ হয়ে যায়, তাহলে একজন যুক্তিবাদী - সত্যানুসন্ঢী হিসেবে আপনি কি তাদের দাবী মেনে নিবেন ?
৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
বুদ্ধিমান বলেছেন: দেশের সবকিছুতেই সমস্যা। মুসা মুহিত বাদ যাবে কেন ?
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: দেশের সবকিছুতেই সমস্যা :হুম।
৮| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
বলাক০৪ বলেছেন: আমিও উঠতে চাই
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪১
সাইবার অভিযত্রী বলেছেন: দেখিস এখদিন আমরাও ....
৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাই, সমস্যা কোথায়? আপনি দেখি মুসা মুহিতের পর্বতারোহণ ছাড়া অন্য কিছু পোস্ট দেন না! এবং সব পোস্টেই তাদের পর্বতারোহণ নিয়ে সন্দেহ প্রকাশ করে চলেছেন! আজব!!!
হিমালয়ে পা দেয়ার মুহূর্ত হচ্ছে জীবনে এক পরম পাওয়া সেসময় কি কেউ সময় দেখে নাকি? কটা বাজে সেটা দেখার কথা মাথায় থাকে? উল্টা পাল্টা তো হতেই পারে! হিমালয়ে উঠেছে এটাই বড় কথা। বর্তমান প্রযুক্তির যুগে হিমালয়ে উঠেছে বলে চাপা মেরে বেঁচে যাওয়া সম্ভব নয়। মুসা মুহিত দুজনেই হিমালয়ে উঠেছে এ ব্যাপারে নিশ্চিত থাকেন।
অন্যান্য সমস্যা নিয়া ভাবেন। এই ক্যাচাল বাদ দেন। দেশে এখন হাজার সমস্যা।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: আপনার সুধারণার জন্য ধন্যবাদ !
বর্তমান প্রযুক্তির যুগে হিমালয়ে উঠেছে বলে চাপা মেরে বেঁচে যাওয়া সম্ভব নয়। , তাই ?
কিন্তু মুসা ইব্রাহীমই তো বলছেন অন্য কথা: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
সাইবার অভিযত্রী বলেছেন: এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
Click This Link