![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসা মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার দেখা যায় বেশ অনেক জায়গাতেই । কিন্তু দরকারী জায়গাগুলোতে সেসব ক্যামেরা ফ্রেমে তাদের পাওয়া যায় না !
মুসার অভিযান নিয়ে যখন বিভিন্ন প্রশন উঠে, তখন মুসার ভক্তকুল দাবী করে এত উপরে ছবি তোলা, ভিডিও করা এগুল সম্ভব না/ খুব কঠিন/ ঝুকি পূর্ন / প্রাণঘাতি ইত্যাদী । এর প্রতিক্রিয়ায় এক বিশ্ব নিন্দুক ব্লগার লিখলেন মুসা ( বা তার ভক্তকূল ) যে ধারণা দিচ্ছেন যে " সমগ্র বাংলাদেশ ৫ টন " সাইজের ক্যামেরা লাগে সামিটের ছবি তুলতে তা ঠিক নয় ।
দেখুন মুসা নিজেও তা করেন নি ( ৫ টনি ক্যামেরা উ্ত্তলন ) !
অন্নপূর্না -৪ এ মুসা গতানুগতিক একটা ভিডিও ক্যামেরা নিয়েছিলেন, যদিও সেটা খুব বড় সাইজের ছিল না, তবে সেটারও এমন কোন ছবি/ক্লিপ পাওয়া যায়নি যা থেকে একজন সত্যানুসন্ধানী বুঝে-শুনে মেনে নিতে পারেন যে মুসার দাবী সত্য ।
এছাড়া বহন যোগ্য , হালকা , পোশাকে আটকে থাকে, ছবি তুলতে গেলে পিছলে পরার সম্ভবনা নেই, মাউন্টেনিয়ারিং এক্সপিডিশনে বহুল ব্যবহৃত এবং দামেও খুব বেশী না! মুহিতের অভিযানেও দেখা যায় বেশ কটা ছবিতে, কিন্তু এসবেও আপনি খুজে পাবেন না মুহিতকে !
দুটা ছবি দিলাম মুহিতের অভিযানের, যা মুহিত নিজেই প্রকাশ করেছেন । কিন্তু এগুলো থেকে কোন ছবি/ক্লিপ পাওয়া যায়নি যা থেকে একজন সত্যানুসন্ধানী কনভিন্সড হতে পারে যে মুহিত সত্যই সামিট করেছেন !
২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড ? Click This Link
৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি!
৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: কেন ইমুন করেন ভাইজান!!!
বেচারা পাহাড়ের পাদদেশে গিয়েই না তবে দাবী করেছে!!
আপনি আমি কন পারছি ঐ পর্যন্ত যাইতে!!!
হাইকোর্ট দেখানি গপ্প আছে না- উনি সবাইরে হাইকোর্ট দেখাইতে গিয়ে নিজেই হাইকোর্টের ফেরে পড়ছেন আর কি
সব দুষ ডিজিটাইজেশনের
সবতে খালি পরমাণ চায়!!!
নাহ দেশ থেইক্যা ইমান বুঝি উইট্যাই গেল!!
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
সাইবার অভিযত্রী বলেছেন: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!
৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
৬| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
বুড়ো বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: কেন ইমুন করেন ভাইজান!!!
বেচারা পাহাড়ের পাদদেশে গিয়েই না তবে দাবী করেছে!!
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
সাইবার অভিযত্রী বলেছেন: জী, বেস ক্যম্প -এ তো অবশ্যই যান, এর উপরেও যান, প্রশ্ন তো সামিট নিয়ে, সেটার প্রমাণ-ই তো খুজছি!
৭| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
চিমা মস্তকে হুল হুল বলেছেন: আচ্ছা যান উনারা কেউ উঠে নাই খুশি হইছেন??
এবার আপনি উইঠ্যা দেখান
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সাইবার অভিযত্রী বলেছেন: কি যে কন গুগুল আর্থে দিনে কয়বার উঠি জানেন ?
৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
কাজী মামুনহোসেন বলেছেন: এক বাঙালী উপরে উঠতে চাইলে আরেক বাঙালী ঠ্যাং ধইরা টাইনা নামায়।
এই কথার প্রমাণ আজকে পাইলাম............
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ
৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই সামনে ডাক্তার ইউনুসের নোবেল পাওয়া নিয়া কিছু প্রম্ন উথাপন করবেন আশা করছি....
ছবিতে লাল দাগ দিয়া দিয়া প্রমান কইরা দিবেন নোবেল ইউনুস সাহেবরে নয় আফনেরে দেয়া হইছিল, আর ইউনুস সাহেব ফটোশপ কইরা নিজের নামে চালায়া দিছে....
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
সাইবার অভিযত্রী বলেছেন: দেখি চেষ্টা করা যায় কিনা, দোয়া করবেন ।
১০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
তোফায়েল খান বলেছেন: ইউনুস সাহেব ডাক্তারী পড়লেন কবে? আর ইন্টার্নীই বা কই করলেন ?
মাথায় তো আওলা লাইগা গেলো !!
@ কাজী মামুন হোসেন
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: ডাক্তার কামাল কি ইনজেনশন দিতে পারে যে হ্যায় নিজেরে ডাক্তার কয় ? -@ কাজী মামুন হোসেন
১১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৭
রিফাত হোসেন বলেছেন: উনি এম্নে উঠে নাই, স্পন্সর পেয়েই তবে, ,,,
এক্টু সাহস করে পয়সা থাক্লে, ,,,,,,
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩২
সাইবার অভিযত্রী বলেছেন: উনি এম্নে উঠে নাই, স্পন্সর পেয়েই তবে, ,,,
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
Click This Link