নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

আপনি একজন নিরাপদ ব্লগার ।

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

আপনি একজন নিরাপদ ব্লগার । "এস এম সি"র ব্যাপক বিপনন প্রচেষ্টার বদৌলতে, নিরাপদ শব্দটার সাথে- সাথেই কেমন যেন " জন্ম নিয়ন্ত্রণ " কথাটা এসে যায়! অর্থাৎ " নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ " ব্লগার । কিরকম বাজে কথা!



আসলেই বাজে কথা । তবে এখতু ভিন্নভাবে চিন্তা করলে কিন্তু কথাটার কিছু তাৎপর্য খুজে পাওয়া যায় । আপনি নিরাপদ ব্লগার ততসময়ই থাকতে পারবেন যতক্ষণ ব্লগের জন্ম বা প্রসব নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন ।



উল্টা - পাল্টা পোষ্ট প্রসব করলে কিন্তু ....

র‌্যাব - ক্রস ফায়ার !

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: উল্টা - পাল্টা পোষ্ট প্রসব করলে কিন্তু ....
ডুকে যাবে ব্লগে অদ্ভুত জন্তু
একমত ++++++++++

২| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

চৌকশ বলেছেন: :D :D :D

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

সাইবার অভিযত্রী বলেছেন: :D :D :D

৩| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

টানিম বলেছেন: লোল । আসেন মিষ্টি খাই । Click This Link

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

সাইবার অভিযত্রী বলেছেন: লোল

৪| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

আরজু পনি বলেছেন:

জন্ম নিয়ন্ত্রণ শব্দটা বাজে কথা নয়, বরং সচেতনতা বৃদ্ধি মূলক শব্দ।

যাই হোক, ভাল লাগছে আপনাকে নিরাপদ ব্লগার হিসেবে পেয়ে। আশা করবো দারুণ দারুণ পোস্ট সামনের দিন গুলোতেও পেতে যাচ্ছি।

সেফ মোবারক।।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১

সাইবার অভিযত্রী বলেছেন: অনেক ধন্যবাদ। তবে কিন্তু ব্যান মোবারক ছাড়া কেমন যেন ইয়ে ইয়ে , মানে ম্যারম্যারা লাগে ।

আমার এই নিকটা পল্টি খাওয়া মাল্টি নিক । আসল নাম বলব না, হু। আগে ৩ টা নিক গেছে, আর ৪ নাম্বারটা ওয়াচ মোবারকে বহু দিন হয় বোতল বন্দী । বুঝা যাচ্ছে ওটাও ছাড় পাবে না । ( ৭ দিন ব হু দিন হয় শেষ ) যাই হোক এরপর মাল্টিতে এলাম বিশেষ ক্যাচাল না করার নিয়তে ।

কিন্তু সত্যি কথা বলতে কি ক্যাচাল করার সেই অতুলনীয় অনুভুতি মিস করছি । আল্লাহ ভরসা, দেখা যাক কয়দিন চলে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.