নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭





মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!



মানে কি ? মুসা ইব্রহীম এভারেষ্ট জয় করেন নি?? , ছবি সার্টিফিকেট সব ভুয়া ??? এভারেষ্ট জয় না করেও সার্টিফিকেট পাওয়া যায় ? মুসা যে ছবিগুলো দিয়েছেন সেগুলো ফেক ?সব ভুয়া ??? তাহলে তো আর সব অভিযাত্রীদের নিয়েও প্রশ্ন উঠতে পারে !!



দেখুন ফেসবুকের পেজে মুহিত ভক্তদের দাবী : Click This Link





জনাব ইনাম আল হক সাহেব, মুহিতের দল “বি এম টি সি”- প্রধান। তিনিও বলেন মুহিতই প্রথম!!





ইনাম আল হক রচিত ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে, “বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) গড়ে আমরা হিমালয়ে অভিযানের পরিকল্পনা করেছিলাম ২০০৩ সালে। সেখানে মুসা, মুহিত, মিলন, ইমরান, বাবু, এনাম, সাগর, সজল, সম্পা ও আরও অনেকে ছিলেন।’ কিন্তু ওই প্রবন্ধের কোথাও মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কথা উল্লেখ নেই। এম এ মুহিতের ছবিসহ ক্যাপশানে উল্লেখ করা হয়েছে, মুহিতই প্রথম এভারেস্ট বিজয়ী।







‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।”



আরো মারাত্মক বিষয় হচ্ছে জাফর ইকবাল সারের মত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের ছবি দেয়া হচ্ছে এরকম বিতর্কিত পেজে ! X(X(X(X(X(X(

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে! Click This Link

মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি! Click This Link

মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড Click This Link

মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় ! Click This Link

এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
Click This Link


মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
Click This Link

মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
Click This Link

মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
Click This Link

মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
Click This Link


২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

সাইবার অভিযত্রী বলেছেন: ক্যাচাল ভাল না লাগলে নীচের কিছু ঝরণা - পাহাড়- লেক দেখে মন ভাল করেন :

বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত : বাকলাই ( new)


হাজার ফুট উচুতে পাহাড়ের উপর বিষ্ময়কর রাইখ্যাং লেক!

বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত : রাইখ্যাং ফলস

কেওক্রাডং বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় না! তাজিংডং ও না!!

সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০ -১৩০০ ফুট উচ্চতায় বিস্ময়কর বগা লেক আর কিছু নষ্টালজিক চিন্তা

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০

পথ-হারা এক পথিক বলেছেন: ক্যাচালটা ফিফা বহুত আগেই শেষ করছে।
এখানে গিয়ে ফিফার পোস্টগুলো দেখুন।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২

সাইবার অভিযত্রী বলেছেন: ফিফার পোষ্ট টা পড়েছেন?
ফিফা কি মুহিত নিয়ে আদৌ কোন কথা বলেছে ?
ফিফা কি "মুসার সমিট সঠিক" - এমন কিছু বলেছে ?
অসুবিধা হলে ওনাকে মেইল করতে পারেন ।

রাতুলবিডি বিষয়টা নিয়ে ফিফা সাহেব কে অনেক অনেক মেইল করেছেন, কোন জবাব আসে নি ।

আমার পোষট গুলাতে কোন ভুল কথা থাকলে দয়া করে ধরিয়ে দিবেন । অবশ্যই শুধরে নিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.