নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

মুহিতের যে ৩টি ছবিতে এডিটিং এর অভিযোগ খুবই জোড়াল !

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

মুল ছবিটগুলো পাবেন এখানে :

Muhit 2011 Everest expedition album in FB



ছবিটি দেখুন, খুবই বিখ্যাত ছবি :

Click This Link







একটু বড় করে দেখুন :





কি বুঝা যায় ? চেহারাটা মুছে দেয়া ? কেন ?



আরো ভাল করে দেখুন :





এবার আর একটি ছবি দেখুন,











কি বুঝা যায় ? চেহারাটা মুছে দেয়া ?



এবার আর একটি ছবি দেখুন:



আরো ভাল করে দেখুন :





কি বুঝা যায় ?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

সাইবার অভিযত্রী বলেছেন: আরো দেখুন : পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে! Click This Link

মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি! Click This Link

মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড Click This Link

মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় ! Click This Link

এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
Click This Link


মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
Click This Link

মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
Click This Link

২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

টুরিস্ট আশরাফুল বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ এরাও চুরি করে B:-) B:-) B:-)

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!

৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কি আর করা, ওরা ওঠেনাই। এখন আপনিই ভরসা, আপনি এভারেস্টে উঠে লেংটা হয়ে একটা ছবি তুলে আসেন।

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সাইবার অভিযত্রী বলেছেন: এমন পচা কাজ আমি করতে পারি ? :#> আমি কি পুংটা ?

৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

মাথাল বলেছেন: নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কি আর করা, ওরা ওঠেনাই। এখন আপনিই ভরসা, আপনি এভারেস্টে উঠে লেংটা হয়ে একটা ছবি তুলে আসেন।

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সাইবার অভিযত্রী বলেছেন: এমন পচা কাজ আমি করতে পারি ? :#> আমি কি পুংটা ?

৫| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

পেপার চেজ বলেছেন: আমরা পারিনা কিছু ফালাইতে পারি খালি অন্যের দোষ বাইর করতে। এইসব না কইরা আপনি ট্রাই করতে থাকেন ভাই। হয়তো উঠে যাবেন ইনশাল্লাহ।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২২

সাইবার অভিযত্রী বলেছেন: ইনশাল্লাহ।

৬| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

গ্রামের মানুষ বলেছেন: ধুর ভাই, আমি মনে করছিরাম মাল মুহিতের কথা কন ;)

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

সাইবার অভিযত্রী বলেছেন: না ভাই মুসা - মুহিত, নিশাত - ওয়াসফিয়া ওনাদের নিয়ে আলোচনা করছিলাম ।

৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তবে বাংলাদেশ বা সারা পৃথিবীর মিডিয়া ছবি-ভিডিও অডিও এডিটিংয়ে পৃথিবীতে আজীবন গোল্ডমেডালিস্ট।

পোস্ট নিয়ে কিছু বলব না। চরম ক্যাচাল। পক্ষ নেয়ার কিছু নাই।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: ক্যাচালের জয় হোক । যৌক্তিক ক্যাচালে সত্য উন্মোচিত হোক ।
ভাল থাকবেন । সম্ভব হলে এভারেষ্ট ক্যাচালের লিন্কগুলো একটু দেখবেন। ভুল ত্রুটি থাকলে শুধরে দিবেন, কৃতগ্গ থাকব।

ধন্যবাদ।

৮| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২

রোদেলা দুপুর বলেছেন: মাথা তো পুরাই আউলায়ে গেল।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: সম্ভব হলে এভারেষ্ট ক্যাচালের লিন্কগুলো একটু দেখবেন। মাথা আর একটু আউলাইবে !

ভুল ত্রুটি থাকলে শুধরে দিবেন, কৃতগ্গ থাকব।

৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাই, সমস্যা কোথায়? আপনি দেখি মুসা মুহিতের পর্বতারোহণ ছাড়া অন্য কিছু পোস্ট দেন না! এবং সব পোস্টেই তাদের পর্বতারোহণ নিয়ে সন্দেহ প্রকাশ করে চলেছেন! আজব!!!

হিমালয়ে পা দেয়ার মুহূর্ত হচ্ছে জীবনে এক পরম পাওয়া সেসময় কি কেউ সময় দেখে নাকি? কটা বাজে সেটা দেখার কথা মাথায় থাকে? উল্টা পাল্টা তো হতেই পারে! হিমালয়ে উঠেছে এটাই বড় কথা। বর্তমান প্রযুক্তির যুগে হিমালয়ে উঠেছে বলে চাপা মেরে বেঁচে যাওয়া সম্ভব নয়। মুসা মুহিত দুজনেই হিমালয়ে উঠেছে এ ব্যাপারে নিশ্চিত থাকেন।

অন্যান্য সমস্যা নিয়া ভাবেন। এই ক্যাচাল বাদ দেন। দেশে এখন হাজার সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.