![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই সকাল ৮:২৭ অথবা ৯:৩০ বলার পর, মুহিতের ছবিগুলোতে যখন আলো ছায়া নিয়ে প্রশ্ন তৈরী হয়, তখন মুহিত বলছেন অন্য কথা । ফেস বুকে সম্প্রতি তিনি জানান তিনি নাকি সকাল ১১:৩০ এ উঠে ১২:৩০ পর্যন্ত ছিলেন । আদৌ কি কোন সংবাদ মাধ্যম, প্রেস কনফারেন্স, মিডিয়া বা অনুষ্ঠানে তিনি একথা বলেছেন ?
সুত্র : Facebook 2012 album, camp 4
কিন্তু সবগুলো সংবাদ মাধ্যম বলছে অন্য কথা । প্রথম আলো : ( http://prothom-alo.com/home/date/2012-05-19 ) View this link
ডেইলী ষ্টার : মে ১৯, ২০১২ বলছে ৯:৩৯ বাংলাদেশ সময় :
বিডি নিউজ : সাড়ে নয়টা :
বিডি নিউজের মুল সাইটে এই পেজ আসছে না বিধায় সামুর লিন্ক দেওয়া হল : samu link
Deutsche Welle : সাড়ে নয়টা :
আরো সংবাদ মাধ্যম, আরো অনেক অনেক ব্লগের স্ক্রীন শট দেওয়া যাবে, তবে এতে পেজ লোড হতে সময় লাগবে বেশী !
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০০
সাইবার অভিযত্রী বলেছেন: যারা হিমালয়ে উঠছে তাদের স্যালুট ।
যারা উঠে নাই তাদের প্রতি সহানুভুতি ।
যারা মিথ্যা বলেছে তাডের প্রতি ঘৃণা ।
২| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮
সাইবার অভিযত্রী বলেছেন: বাংলা নিউজ ২৪ : View this link
sangbaD21.com : View this link
৩| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০২
সাইবার অভিযত্রী বলেছেন: bdpress.net
৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫
সাইবার অভিযত্রী বলেছেন:
২০১১তে মুহিতের সাথের লোকদের চেহারা ঢেকে ফেলা কেনো ?
৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: আরো দেখুন : পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে! Click This Link
মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি! Click This Link
মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড Click This Link
মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় ! Click This Link
এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
Click This Link
মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
Click This Link
মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
Click This Link
৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮
আশীষ কুমার বলেছেন: পর্বত আরোহণ নিয়ে বাংলাদেশে পর্বতসম ক্যাচাল
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১১
সাইবার অভিযত্রী বলেছেন: হা হা হা হা
"পর্বত আরোহণ নিয়ে বাংলাদেশে পর্বতসম ক্যাচাল " যা বললেন ! কিন্তু বাংলার মাটিতে কয়টা বিষয় আছে ক্যচাল ছাড়া !
৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৮
কে বা কারা বলেছেন: মিথ্যা ছাড়া আর কী আছে এসব মিডিয়ার কাছে?
Click This Link
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
সাইবার অভিযত্রী বলেছেন: মিডিয়া বিরাট কেরামত আলী ....
৮| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
প্রাচীন মানব বলেছেন: ভাই, মার্চ মাসে ২৬ টি পোষ্ট দিয়েছেন তার মধ্যে ১৩ টি পোস্টই মুহিত হিমালয়ে উঠে নাই সংক্রান্ত।
চালিয়ে যান, মনে রাখবেন প্রচারনা যে ভাবেই হোক না কেন সেটা আদতে যার বিরুদ্ধে করছেন দিন শেষে তারি উপকার হবে।
আপনার লেখার হাত ভাল, ভ্রমন নিয়ে আর বেশি করে লিখবেন, এই আশা করি।
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই অভিযান-এডভেন্চার এসবের নেশার পিছনে একটি বড় বিষয় হচ্ছে রহস্য উন্মোচন, অজানাকে জানা । সেই দিক থেকে চিন্তা করলে কেওক্রাডং এর উচ্চতা , বগা লেকের গভীরতা, আর এভারেষ্ট বিজয়ের বাস্তবতা এগুলো সবই এক । কিছু জিগাসাকে নিয়ে একটা সত্যকে খুজে বের করা, বা বের করার চেষ্টা করা অথবা এই চেষ্টায় পথ চলা ।
কারো পক্ষে বা বিপক্ষে নয়, রহস্যের অবগুন্ঠন উন্মোচন-ই আমার এই লেখগুলোর উদ্দেশ্য । ওনাদের কারো প্রতি আমার বিদ্বেষ নেই। ব্যক্তিগত ভাবে আমি তাদের চিনি, তাদের অনেকেই আমাকে চিনে । আমার সম্পর্কে বেশ ভাল ভাবেই জানে । উনাদের বিষয়ে অসন্মানজনক কথা বলি না, কিন্তু বিশ্লশণ-অনুসন্ধান চালিয়ে যাই । দুটা বিষয় আলাদা ।
মন্তব্য ভাল লাগল, ভাল থাকবেন। ধন্যবাদ।
৯| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
মুনতাসীর রোমান বলেছেন: এই সব ক্যাচালের মাধ্যমে দেশকে ছোট করা হয় । ব্যাক্তিগত মতামত ।
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: নারে ভাই সত্য খুজার মাঝে লজ্জা বা নীচতার কিছু নেই । মাণুষ ছোট হয় মিথ্যা দাবীর দ্বারা, সত্য স্বীকার বা অনুসন্ধানের দ্বারা নয়।
১০| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাই, সমস্যা কোথায়? আপনি দেখি মুসা মুহিতের পর্বতারোহণ ছাড়া অন্য কিছু পোস্ট দেন না! এবং সব পোস্টেই তাদের পর্বতারোহণ নিয়ে সন্দেহ প্রকাশ করে চলেছেন! আজব!!!
হিমালয়ে পা দেয়ার মুহূর্ত হচ্ছে জীবনে এক পরম পাওয়া সেসময় কি কেউ সময় দেখে নাকি? কটা বাজে সেটা দেখার কথা মাথায় থাকে? উল্টা পাল্টা তো হতেই পারে! হিমালয়ে উঠেছে এটাই বড় কথা। বর্তমান প্রযুক্তির যুগে হিমালয়ে উঠেছে বলে চাপা মেরে বেঁচে যাওয়া সম্ভব নয়। মুসা মুহিত দুজনেই হিমালয়ে উঠেছে এ ব্যাপারে নিশ্চিত থাকেন।
অন্যান্য সমস্যা নিয়া ভাবেন। এই ক্যাচাল বাদ দেন। দেশে এখন হাজার সমস্যা।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: আপনার সুধারণার জন্য ধন্যবাদ !
বর্তমান প্রযুক্তির যুগে হিমালয়ে উঠেছে বলে চাপা মেরে বেঁচে যাওয়া সম্ভব নয়। , তাই ?
কিন্তু মুসা ইব্রাহীমই তো বলছেন অন্য কথা: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!
১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২
মাইন রানা বলেছেন: আপনার প্রায় সব পোস্ট দেহি একটাই টপিকস তা হল মুহিত এভারেস্টে উঠে নাই!!!!
সাব্বাস !!!! সাব্বাস!!!! চালিয়ে যান
০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৬
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাড
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫২
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাইরে! হিমালয়ে উঠছে, বাংলাদেশের নাম হইসে, ব্যাস! কখন উঠছে সেইটা নিয়া টানাটানির কি আছে? উনি যে সাহস করে কাজটা করতে সমর্থ হইসে এই জন্য আসেন তারা স্যালুট দেই।