নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের এভারেষ্ট বিজয় প্রশ্নবিদ্ধ কেন ?

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৮







দেশকে আমরা ভালবাসি । দেশের অর্জনে খুশী হই, উল্লসিত হই, দেশের সমস্যায় আপ্লুত হই। কষ্ট পাই । দেশের জন্য যারা কিছু করতে পারে তাদের সন্মান জানাই ।



সাম্প্রতিক কালে পর্বতারোহনে বাংলাদেশ প্রভুত উন্ণতি সাধন করেছে । কিন্তু তারপরও থেকে যাচ্ছে কিছু প্রশ্ন, কিছু জিগাসা ।

প্রশ্ন হচ্ছে এভারেষ্ট জয়ের মতএকটি অনন্য বিষয় কেন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে? এর কারণ খতিয়ে দেখলে যা পাওয়া যায় তা হল:



১। পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!



২। মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি!



৩। মুহিতের কিছু ছবিতে রয়েছে ফটো-এডিট করার জোড়াল অভিযোগ











৪। মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় !









৫। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে : মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড ??



৬। মুহিতের বক্তব্য মিলছে না সংবাদ মাধ্যমগুলোর সাথে! প্রায় ডজন খানেক ব্লগের সাথে !



৭। আর এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !



৮। মুসা ইব্রাহীমের এভারেষ্ট সামিটের ছবি সার্টিফিকেট থাকার পরও মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!



৯। আরো দু:খজনক : মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?



১০।অন্যদিকে প্রথম এভারেষ্ট বিজয়ী দাবী করা মুসার বিরুদ্ধে রয়েছে আরো বেশী প্রতারণার অভিযোগ ! যেমন : পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে !



11. মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !

Click This Link





মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২০

সাইবার অভিযত্রী বলেছেন: অভিযান-এডভেন্চার এসবের নেশার পিছনে একটি বড় বিষয় হচ্ছে রহস্য উন্মোচন, অজানাকে জানা । সেই দিক থেকে চিন্তা করলে কেওক্রাডং এর উচ্চতা , বগা লেকের গভীরতা, আর এভারেষ্ট বিজয়ের বাস্তবতা এগুলো সবই এক । কিছু জিগাসাকে নিয়ে একটা সত্যকে খুজে বের করা, বা বের করার চেষ্টা করা অথবা এই চেষ্টায় পথ চলা ।

কারো পক্ষে বা বিপক্ষে নয়, রহস্যের অবগুন্ঠন উন্মোচন-ই আমার এই লেখগুলোর উদ্দেশ্য । ওনাদের কারো প্রতি আমার বিদ্বেষ নেই। ব্যক্তিগত ভাবে আমি তাদের চিনি, তাদের অনেকেই আমাকে চিনে । আমার সম্পর্কে বেশ ভাল ভাবেই জানে । উনাদের বিষয়ে অসন্মানজনক কথা বলি না, কিন্তু বিশ্লশণ-অনুসন্ধান চালিয়ে যাই । দুটা বিষয় আলাদা ।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: সত্য জানতে/ জানার চেষ্টা করতে দোষ কি! আমি নিজে পর্বতারোহীদের ভালবাসি, সন্মান করি, ওনাদের ব্যাপারে কখনই অসন্মানজনক কিছু বলি না।

কিন্তু পাহাড় - পর্বত - প্রকৃতি - এডভেন্চার ভালবাসি বলেই এবিষয়ে খুটিনাটি জানতে মন চায়, বেশী বেশী প্রশ্ন করি। আর কিছু অসংগতি সামনে এলে মনের খচখচানি দূর করতে পারি না।

এডভেন্চারের খুনটিনাটি ও বিতর্কিত বিষয়গুলোর রহস্য উন্মোচন করাটাও একপ্রকার মরণ নেশা, এডভেন্চারের চেয়ে কোন অংশে কম না !

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: আর প্রকৃত মরণ জয়ী অভিযাত্রীদের যথাযথ সন্মান জানতেই প্রকৃত-অপ্রকৃত এর মাঝে ফারাক করা দরকার ।

এডভেন্চারকে ভালবেসেই এত কিছু।

২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২২

সাইবার অভিযত্রী বলেছেন: নেপালে কোন বাংলাদেশীর প্রথম কোন পর্বতশৃংগ জয়ের ইতিহাস

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: উপরের লিন্কটা পড়ে দেখুন । একটা পাহাড়ে উঠেও অন্য পাহাড়ের সার্টিফিকেট পাওয়া সম্ভব !

৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩

কাজী মামুনহোসেন বলেছেন: হে হে হে,

নিজে প্রশ্ন করতেছেন আবার নিজে উত্তর দিতাছেন, ব্যাফারটা কি ? :-B :-B

হাসমু না কদমু বুঝতারছি না, আচ্ছা ভাই উনারা সার্টিফিকেট পাইলে আফনের সমস্যা কি ? B:-) B:-)

আফনে কি সামনে এভারেস্ট যাওযার প্লান করছেন নিকি ? =p~ =p~

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৮

সাইবার অভিযত্রী বলেছেন:
নিজে প্রশ্ন করতেছেন আবার নিজে উত্তর দিতাছেন, ব্যাফারটা কি ? :-B :-B হাসমু না কদমু বুঝতারছি না,


ভাই , যেটা করলে আপনার মন খুশী হবে, সেটাই করেন !

আচ্ছা ভাই উনারা সার্টিফিকেট পাইলে আফনের সমস্যা কি ? B:-) B:-) কোন সমস্যা নেই, সত্য জানতে/ জানার চেষ্টা করতে দোষ কি!

৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার এই নিকটি কি মুছা ইব্রাহীমের নাকি???


এই নিক থেক মুহিতের পর্বতাহরোন ছাড়া আর কোন বিষয় নিয়ে কোন পোষ্ট করা হয় না বললেই চলে???


ব্যাপারটা কি একটু খুলে বলবেন???

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: এই দুইটা পোষ্ট পড়লে কি মনে হয় আমি মুসা বা মুসার লোক ?

১০।অন্যদিকে প্রথম এভারেষ্ট বিজয়ী দাবী করা মুসার বিরুদ্ধে রয়েছে আরো বেশী প্রতারণার অভিযোগ ! পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে !

11. মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৪

সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশের পাহাড় ঝরণা আর পাহাড়ী লেকের লিন্ক !

Click This Link

এগুলা পড়তে পারেন !

৫| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ১১ই মার্চ থেকে ২১শে মার্চ এই ১০ দিনে আপনি ১৪ টি পোষ্ট দিয়েছেন শুধু মুহিতের বিষয়ে।


এর পরেও কি আপনি নিজেকে ডিফেন্ড করতে চান যে আপনার বিশেষ কোন উদ্যেশ্য ছাড়াই এই পোষ্ট গুলো করতেছেন???

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৩

সাইবার অভিযত্রী বলেছেন: এর পরেও কি আপনি নিজেকে ডিফেন্ড করতে চান

ডিফেন্ড করার কিছু নাই । খুব ষ্পষ্ট ভাবে, সরাসরি, তথ্য প্রমাণ দিয়ে অনুসন্ধান চালাচ্ছি পর্বতঅহণের প্রতারণা গুলো বের করতে । আর পোষ্ট দেওয়ার উদ্দেশ্য সবাইকে সচেতন করা ।

সেই সাথে আমার কোন ভুল ত্রটি থাকলে তা সংশোধন করা। দয়া করে সে বিষয়ে সাহায্য করবেন।

৬| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আফনের আগেও অনোরোধ করছিলাম আবার করতেছি

ভাই সামনে ডাক্তার ইউনুসের নোবেল পাওয়া নিয়া কিছু প্রম্ন উথাপন করবেন আশা করছি....

ছবিতে লাল দাগ দিয়া দিয়া প্রমান কইরা দিবেন নোবেল ইউনুস সাহেবরে নয় আফনেরে দেয়া হইছিল, আর ইউনুস সাহেব ফটোশপ কইরা নিজের নামে চালায়া দিছে....


=p~ =p~ X(( X((

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২০

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আফনের আগেও অনোরোধ করছিলাম আবার করতেছি

ভাই সামনে ডাক্তার ইউনুসের নোবেল পাওয়া নিয়া কিছু প্রম্ন উথাপন করবেন আশা করছি....

আমার আগে একটা নিকে ইউনুস সাহেবকে নিয়ে ভালই ক্যাচাল করেছি । নিজ নামে তিনটা নিক অকার্যকর হওয়ার পর, ৪ নাম্বারটা খুলি । লম্বা সময় ধরে সেটা সেফ-জেনারেল কিছুই হয়নি! এখন আছি মাল্টিতে !

দোয়া রাখবেন, প্রায় সব বিষয়েই ক্যাচাল করতে গভীর আগ্রহ আছে ।

৭| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০০

কাজী মামুনহোসেন বলেছেন: আমার আগের মন্তব্যটা কপি মারলাম


এক বাঙালী উপরে উঠতে চাইলে আরেক বাঙালী ঠ্যাং ধইরা টাইনা নামায়।

এই কথার প্রমাণ আজকে পাইলাম...........

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৬

সাইবার অভিযত্রী বলেছেন: মাত্র আজকে পেলেন ! এই পোষ্ট টা পড়েন নাই!!

মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?

ঠ্যাং কে কারটা ধরে রে ভাই ?
ওনাদের ঠ্যাং তো আমার ধরা ছোয়ার অনেক বাইরে !

৮| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৪

নিরব বাংলাদেশী বলেছেন: আসেন আগে মুসা আর মুহিত কে আওয়ামীলিগ, বিএনপি তে ভাগ করি একজন হবেন পর্বতআরোহীলিগের নেতা আরেকজন হবেন পর্বতআরোহীদলের নেতা, সাথে একটা ডামি এভারেষ্ট বানাই ওটাতে ৫ বছর পর পর একেকজনের ছবি উঠানো হবে। আমরা সাধারন জনগন এই নি্য়মে সব মেনে নিয়েছি এটা ও মেনে নিবো। হইলো সমাধান??

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৬

সাইবার অভিযত্রী বলেছেন: হা হা হা হা।
পারফেক্ট বাংলাদেশী সমাধান!

৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৪

কাজী মামুনহোসেন বলেছেন: তবে ভাই আফনে কোনদিন এভারেস্ট জয় করলে আমারে জানায়েন।

কোন হালায় মানুক আর না মানুক,

আমি আফনেরে বাংলাদেশের সর্বপ্রথম এভারেস্টজয়ী ঘুষনা করমু...


দেখি কোন হালায় আমারে আটকায় B-)) B-)) B-))

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: তবে ভাই আফনে কোনদিন এভারেস্ট জয় করলে আমারে জানায়েন।

কোন হালায় মানুক আর না মানুক,

আমি আফনেরে বাংলাদেশের সর্বপ্রথম এভারেস্টজয়ী ঘুষনা করমু...


অনেক ধন্যবাদ!

১০| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৮

অচিন.... বলেছেন: আপনার আগের নিক কি ব্যান খাইছে নাকি?

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: জী ভাই, শুভ ব্যান মুবারক!

১১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪১

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাই, সমস্যা কোথায়? আপনি দেখি মুসা মুহিতের পর্বতারোহণ ছাড়া অন্য কিছু পোস্ট দেন না! এবং সব পোস্টেই তাদের পর্বতারোহণ নিয়ে সন্দেহ প্রকাশ করে চলেছেন! আজব!!!

হিমালয়ে পা দেয়ার মুহূর্ত হচ্ছে জীবনে এক পরম পাওয়া সেসময় কি কেউ সময় দেখে নাকি? কটা বাজে সেটা দেখার কথা মাথায় থাকে? উল্টা পাল্টা তো হতেই পারে! হিমালয়ে উঠেছে এটাই বড় কথা। বর্তমান প্রযুক্তির যুগে হিমালয়ে উঠেছে বলে চাপা মেরে বেঁচে যাওয়া সম্ভব নয়। মুসা মুহিত দুজনেই হিমালয়ে উঠেছে এ ব্যাপারে নিশ্চিত থাকেন।

অন্যান্য সমস্যা নিয়া ভাবেন। এই ক্যাচাল বাদ দেন। দেশে এখন হাজার সমস্যা।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: আপনার সুধারণার জন্য ধন্যবাদ !

বর্তমান প্রযুক্তির যুগে হিমালয়ে উঠেছে বলে চাপা মেরে বেঁচে যাওয়া সম্ভব নয়। কিন্তু মুসা ইব্রাহীমই তো বলছেন পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!

১২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬

রানার ব্লগ বলেছেন: তাইলে বইসা আছি কান যাই আমিও একটা সনদপত্র নিয়া আসি, তারপর হয়ে যাই হিমালয় বিজয়ী, ভাই একটু বলবেন কোন জায়গায় পাওায়া যায় এই সনদ।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: ১। আগে পারমিট জোগাড় করেন, মাউন্টেনিয়ারিং এক্সপেডিশন কোম্পানী গুলো ( অনেক সময় ট্রেকিং এজেন্সীগুলো ) জোগাড় করে দিবে এই পারমিট ।

২। বেস ক্যাম্প পার হন। গাইড/শেরপাকে সামিট বোনাস দিন

তারপর বাকিকাজ উনার । উনিই লিয়াজো অফিসারকে যা বলবেন, তাই !

১৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

মোমের মানুষ বলেছেন: ভাইজান ভাল আছেন? আপনার খুব মনে পড়ে

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সাইবার অভিযত্রী বলেছেন: ভাইজান, আমি নাই । আমি এখন ভার্চুয়াল দুনিয়ায় থাকি, মাল্টি নিয়া! আসল আমি বোতলবন্দী!

আছেন কেমন ?

১৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

আরাফাত হোসেন অপু বলেছেন: bhai.......71 e aapnr bongshe keu ki rajakar chilo naaki.......khub
jante ecche hocche!

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সাইবার অভিযত্রী বলেছেন: মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?

ভাইজান, ওনারা একে অন্যের পিছে লাগলে তখন কি মনে হয় ? ওনাদের বংশের কোন খোজ নিতে যান নাকি ?

১৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

রানার ব্লগ বলেছেন: কপাল দেখছেন পাকিস্তানি কেউ হিমালয় জয় করতে পারল না বলে বাংলাদেশি এক পা চাতা কুত্তা আমাদের গর্ব গুলা নিয়া তামশা করতেছে আর সামু আঃই সব ফালতু লোক জন্রে প্রস্রয় দিচ্ছে,


ভাই জান আমি তো ভাবছিলাম নিলখেটে পাওয়া যায়। এখন কষ্ট করে নেপাল গিয়া যদি সেই হিমালয় চড়তে হয় তবে বাকি কষ্ট তুকু আমি করে নিতে পারব এঁর জন্য ভুয়া সনদ লাগবে না

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সাইবার অভিযত্রী বলেছেন: " কপাল দেখছেন পাকিস্তানি কেউ হিমালয় জয় করতে পারল না," - ভাই দেখা যায় পাকিস্তানের খোজ খবর ভালই রাখেন !

" বাংলাদেশি এক পা চাতা কুত্তা " -যারা নিজ থেকে ঘোষণা দিয়ে মিথ্যা সার্টিফিকেট রাখে, আর তাদের হয়ে অভদ্র ভাষায় গালি দেয় - এমন লোকেরা কি চাটা ?

" যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী " - বলেছে রাতুলবিডি ।

১৪ টা পোষ্ট দিলাম প্রতি পোষ্টে গাদাখানেক অভিযোগ, এগুলোর জবাব দিন না, মহান দেশ সেবক, আপনার অপেক্ষাতেই তো তাকিয়ে আছে দেশ!

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: গালাগালির জন্য কমেন্ট রিপোর্টেড।

১৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯

রানার ব্লগ বলেছেন: বল্লাম না বাংলাদেশি ফাকিস্তানি এজেন্ট , অল্পতেই ধরা খায় , ভাইজান জত্ত রকমের প্রমান আছে আমাদের অর্জন গুলারে ভুয়া বানাবার সব নিয়া বইশা থাকেন, দয়া করে দুরগন্ধ ছরাবেন না, আপনি রিপোর্ট করলে তাতে আমার বয়েই গেলো।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

সাইবার অভিযত্রী বলেছেন: " যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী "

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.