![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী ইসলামী বাংলাদেশ লীগ, দেশে ইসলামের সুবাতাস বইয়ে দিয়েছে! সুবহানাল্লাহ !
ইসলাম বিরোধী কথা বললে মামলা হচ্ছে । ব্লগে নজরদারী করে নাস্টিকদের ব্যান মারছে, সুবহানাল্লাহ !!
আসুন আমরা যুগের রাবেয়া বসরী, তপসী জননেত্রীর জন্য দোয়া করি ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
সাইবার অভিযত্রী বলেছেন: জয় আওয়ামী ইসলামী লীগ, বাংলাদেশ !
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
সরোজ রিক্ত বলেছেন: জী না, ওরা এখন বাধ্য তাই এরকম করছে। ভবিষ্যতে সুযোগ পেলে আবার আগের অবস্থানে ফিরে যাবে। ৬ বছর পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে তখন আমার এই কথা মনে পড়বে।
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: লা হাওলা ...
কারো সম্পর্কে বিনা কারণে খারপ ধারণা নেওয়া গুনাহে ক্কবীরা !
আপনি আওয়ামী ইসলামী দল-কে বুঝায় যোগ্য নন !
৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
আলতামাশ বলেছেন: সময়ই বলে দিবে, কি হচ্ছে? কি হবে?
চুপচাপ আছি দর্শকের ভূমিকায়
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: সময় তো বলবেই, আমি যে বললাম ওনার ইসলামের মহান খিদমত আন্জাম দিচ্ছেন, সেটা কি মানেন ?
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২
রাজীব দে সরকার বলেছেন: @গেস্টপো, তুমি এইখানেও! লোল! লোল!
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সাইবার অভিযত্রী বলেছেন: দাদা পোষ্টে স্বাগতম । যদিও এটি একটি আওয়ামী ইসলামী পোষ্ট , এখানে গেষ্ট, গেষ্টের পো, নাতি সহ, সব দাদা পরদাদা সবাই আমন্ত্রিত ।
৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭
গেস্টাপো বলেছেন: @রাজিব
কয়টা নিক চালান বস
আপনারে ওয়াচ লিস্ট এ নিলাম
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
সাইবার অভিযত্রী বলেছেন: কেমন আছেন বস ? ইহুদী মারা চলছে তো ?
আমাদের স্বাধীনতা অর্জনে হিটলারের অবদাই প্রধান! শুধু ভারতবর্ষ নয় সারাবিশ্বের উপনিবেশিক শাসন ব্যাবস্হার পরিবর্তন হয় ২য় বিশ্বযুদ্ধের পর। আর এটা কোন কাকতলীয় ঘটনা নয়, পরিষকার চুক্তির মাদ্যমে তা হয়েছে! হিটলারের প্রচন্ড আক্রমণ ঠেকাতে ফ্রান্স বৃটেন যখন হিমশিম খাচ্ছে, তখন ভারত সহ অন্যান্য উপনিবেশগুলো বিদ্রোহ - বিরোধিতা করলে উপনিবেশিক শক্তি গুলো মাঠে মারা যেতো। জান বাচানোর জন্য তখন এরা অধিকৃত দেশগুলোর সাথে চুক্তি করে, বিশ্বযুদ্ধে এদের সাহায্য করলে যুদ্ধ জয়ের পর স্বাধীনতা দিয়ে দিবে। যার ফলশ্রুতিতে যুদ্ধের পর চুক্তি মত এরা কলোনীগুলো ছেড়ে দিতে বাধ্য হ্য়!
বিশ্বব্যাপী কলোনীমুক্ত শত শত স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের অবদানের জন্য হিটলার মানব সভ্যতার জন্যে একটি আশীর্বাদ।
তবে বেটা বাটপার ছিল, তা অন্য কথা ।
তবে আপনাকে বিশেষ কদর করতেই হয় এমন কামেল লোকের সাথী হিসেবে!
৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
পান্থ নজরুল বলেছেন:
৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১
আশরাফ কানন বলেছেন: আম্নে মিয়া এক্টা পুংটা
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: পচা কথা বলতে নেই!
৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
রাজীব দে সরকার বলেছেন: @ গেস্টপো, তোমাকে আগে কখনো ব্লগে দেখি নাই, আমারে ২/১ জন চিনে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো আমি কয়টা নিক চালাই, কেমন? আর ২ দিনের সন্ন্যাসী তুমি, আমারে যদি ওয়াচে নাও, নিবা! ভয় পাইয়া গেলাম আর কী এক চোট! তা, কয়দিন ধরে আছো ব্লগে?
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
গেস্টাপো বলেছেন: হৈ হৈ হৈ