![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানে বলছিলাম, রাজারবাগী ফতোয়া শুনেছি, হজ করার জন্যও ছবি তুলা হারাম! তাই উনি এবং ওনার ভক্তরা হজ করেন না!
এও শুনেছি রাজারবাগী পীর মাদ্রাসায় পড়েনি! তবে কি উনি স্কুলে পড়েছেন ? এস এস সি পাশ করেছেন ? এডমিট কার্ডে ছবি লাগিয়েছেন ? সে ছবিটা কে তুলেছিল ? ওনার সন্তান রা স্কুলে যায় ? সেখানে কি ছবি লাগে ?
ওনাদের কি ভোটার আই ডি আছে ? ব্যাংক একাউন্ট ? ছবি ছাড়া ?
ওনারা কি জমি জমা কেনা বেচা করেন? হেবা - রেজিষ্ট্রেশন ? নাম জারী ? এগুলো সব কিছুতেই তো এখন ছবি লাগে? ওনারা কি করেন ?
নাকি শুধু হ জেই ছবি হারাম ? আর সব জায়গায় হালাল ?
কেউ জানা শুনা থাকলে প্লীজ জানান । আমি একজন পীর আউলিয়া ভক্ত নাদান।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সাইবার অভিযত্রী বলেছেন: সুবহানাল্লাহ ! বিশাল কালেকশন!
২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সব আবালরাই ইসলামের বারোটা না তেরোটা বাজাইতাছে!!!!
সাধারন বোধগম্যতাকেও পর্দা দিয়া যেন কেউ আন্ধার কইরা রাখছে!!!!!!!!!!!!!!!
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: পীর আউলিয়ার হাত ধরেই এদেশে ইসলাম এসেছে । ইসলামের সব চেয়ে স হনশীল, মানবতাবাদী, অহিংস মতবাদ সুফী সাধকরাই প্রচার করেছেন ।
কিন্তু এই আটরশী রাজারবাগী মাইজভান্ডারী এইগুলা কি???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯
রিফাত হোসেন বলেছেন: পীর কখনো নিজেকে পীর পরিচয় দিয়ে হম্বি তম্বি করে না । তারা দাওয়াত ব্যতীরেখে সাধারন মানুষ বৈ কিছু নন, সেই দাবীদার ।
এরা ধর্ম ব্যবসায়ী ।
পীর কি আমাকে জান্নাত দিয়ে দিবে নাকি ?
নিজের আমলই নিজেকেই লক্ষ্যে নিয়ে যাবে ।
ভক্ত হইতে পারেন , নো প্রবলেম ।
মানুষ কত কিছুরই ভক্ত, কিন্তু তাকে সিড়ি মনে করা হারাম এর তুল্য ।
তখনকার আর পীর আউলিয়া যেমন ছিল এখনও আছে , কিন্তু সত্যিকার ইসলাম প্রচারকারী ও গভীরভাবে চর্চাকারীদের বুঝাচ্ছি । কিন্তু মন মত নিজেকে প্রচার করা কোন ইসলাম এর আদর্শ হতে পারে না ।
২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩০
সাইবার অভিযত্রী বলেছেন:
তখনকার আর পীর আউলিয়া যেমন ছিল এখনও আছে , কিন্তু সত্যিকার ইসলাম প্রচারকারী ও গভীরভাবে চর্চাকারীদের বুঝাচ্ছি । কিন্তু মন মত নিজেকে প্রচার করা কোন ইসলাম এর আদর্শ হতে পারে না ।
৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৬
দিশার বলেছেন: আমি ই প্রশ্ন হাজার বার করসি, রাজার বগি গুলা লেদানো পোস্ট করতে থাকে আয় প্রশ্ন গুলার উত্তর দেয় না কখনো। কমেন্ট দিলিত করে ব্লক করে দেয় . রাজাবগি এক জন প্রতারক মোনাফেক . রাজারবাগের চামচা গুলা সিন্ডিকেট করে ব্লোগ্গিং করে . আর রাস্তার পাশে দেয়ালে চিকা মারে .
২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার কমেন্ট পড়েই এই পোষ্ট দেই । আপনার কমেন্ট পড়ার পর মনে হয়েছিল এটা মিলিওন ডলার কোয়েস্চেন! তাই এি পোষ্টের অবতারণা ..।
আর এরকম একটা বিষয় শুধু কমেন্টস এ না থেকে পোষ্ট - এ ঠাকলে দরকার মত লিন্কটা ধরিয়ে দেওয়া যাবে ।
২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৯
সাইবার অভিযত্রী বলেছেন: . আর রাস্তার পাশে দেয়ালে চিকা মারে .
-- আরেকটা মিলিওন ডলার কোয়েস্চেন !
অন্যের দেয়ালে চিকা মারা কি জায়েজ ???
৫| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৬
দিশার বলেছেন: আপনের পোস্ট রিপোর্ট করবে এখন এক নাগারে কিসু নিক থেকে , নদীর তীরে , জানতে এলাম, পরিবেশ বন্ধু , মরণের আগে , এরা রিপোর্ট করে করে পোস্ট অটো সরায়ে ফেলে . updet দিয়েন কিতা রাজার বগি আসছিল পোস্ট য়ে . বলদ গুলা রে গদাম এর উপর রাখতে হবে .
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮
সাইবার অভিযত্রী বলেছেন: হা হা হা ভাই, আমার অভিগ্গতা আছে, আমার আগের একটা নিকের প্রায় ২০টার মত পোষ্ট রাজারবাগী সিন্ডিকেট রিপোর্টে চলে গেছে। ( আগের নিকটা কিন্তু বলব না!)
অন্য দিকে সামুও পোষ্ট বন্ধ করে রেখেছিল, তাই সেগুলকে আর ফিরিয়ে আনাও যায় নি ।
কি আর করা, আমি ব্লগার না, তাই ব্লগ সংরক্ষণ-লালন পালনের ফিকির করি না। প্রতিক্রিয়াশীল, তাই প্রতিক্রিয়া ব্যাক্ত করি । যা হবার হবে!
৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আল ক্যাচালুল মজা ফি আহওয়ালুস সামহোয়ারিনবালু-উ-গ (তিন আলিফ টান হবে, কললকা হবে কি হবে না এই বিষয়ে মতভেদ রয়েছে ব্যাকরণশাস্ত্রবিদদের মধ্যে। অভিযাত্রীভাই, কলকলা হপে কি হপে না একটু জানান... সুফিজম নিয়ে আল্ আলাপ ভাল পাই, আক্ ক্যাচাল হলে ক্যাম্নেকী?)
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯
সাইবার অভিযত্রী বলেছেন: সুবহানাল্লাহ ! আপনার জটিল প্রশ্ন আমি টাসকিত ( আপনার ভাষায় )
আর এতই টাসকিত যে ক্যাচাল ভুলার যোগার ! মাথা কেমন ফাকা ফাকা লাগছে !
অভিযাত্রীভাই, কলকলা হপে কি হপে না একটু জানান... আমারও জানা নাই ।
সুফিজম নিয়ে আলাপাইন ভালা পাই, ক্যাচাল চলুক, জ--য় ক্যাচাল !
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
আলতামাশ বলেছেন: এই লিন্কে যাইয়া দেখেন, বাগিদের নিয়া আমার অনেক মজার মজার পোস্ট আছে