নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

ক্যাম্প ৩ এর উপরে মুহিতের অভিযানে কারো চেহারাই আসে নি!

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১২





এই ছবিটার বিষয়ে অভিযোগ গুরুতর । দেখুন :









উপরের ছবি দেখে কি বুঝা যায় ?



































আগে একটা পোষ্টে উপরের ছবি গুলো দিয়েছিলাম। নীচের ছবিটা নতুন :







পবেন মুহিতের ফেসবুকের এইখানে:

View this link



অবশ্য এর বিশ্নষণ আগে একটা পোষ্টে দেওয়া হয়েছিল ।









নীচের ছবিটাও নতুন :





এছাড়া যাত্রা পথে স্টেপ ১ , ষ্টেপ ২, ষ্টেপ ৩ কোথাও মুহিতের বা সফর সংগী কারো চেহারা আসে নি!



ছবিগুলো ফেসবুকে এই এলবামে পাবেন :

View this link

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৪

সাইবার অভিযত্রী বলেছেন:

মুহিত ষ্টেপ ২ - এ

২| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৫

সাইবার অভিযত্রী বলেছেন: মুহিত ষ্টেপ ৩ এ।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: মানুষের দোষ না ধরে পারলে নিজে কিছু করে দেখান ।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: দোয়া করবেন, আপনাডের দোয়ার আশায় আছি ।

আর একই উপদেশ সাংবাদিক, অনুসন্ধানী রিপোর্টার, ইনভেষ্টিগেটর বা যারা পর্বত আরোহনের ওপর গবেষণা করে তাদেরকেও বুঝান।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: BBC News article on Elizabeth Hawley, August 2010 - উনিও নিজে পাহাড়ে না উঠে খালি ইন্টারভিউ নেন, প্রশ্ন করেন, আর কমেন্ট করেন।

৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৭

সাইবার অভিযত্রী বলেছেন:
১। মুহিতের কিছু ছবিতে রয়েছে ফটো-এডিট করার জোড়াল অভিযোগ


২। আর পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!

৩। মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি!


৪। মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় !




৫। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে : মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড ??

৬। মুহিতের বক্তব্য মিলছে না সংবাদ মাধ্যমগুলোর সাথে! প্রায় ডজন খানেক ব্লগের সাথে !

৭। তাই এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !

৮। মুসা ইব্রাহীমের এভারেষ্ট সামিটের ছবি সার্টিফিকেট থাকার পরও মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!

৯। আরো দু:খজনক : মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?

১০। মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !

১১। অন্যদিকে প্রথম এভারেষ্ট বিজয়ী দাবী করা মুসার বিরুদ্ধে রয়েছে আরো বেশী প্রতারণার অভিযোগ ! যেমন : পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে !

12 . Fun post : A letter from US President : Click This Link

১৩ । মুসার লেখা পোষ্ট পাবেন এখানে :

BMTC did not summit Chulu West!

সাইট : http://bn.wordpress.com/tag/ovijaatree/

14. মুহিত - নিশাতের এভারেষ্ট বিজয়ে বিশ্বাসী কেউ বলতে শুরু করেছেন, ওনারা সামিট করেছেন ১২ টায়!

৫| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৩

জীবন্মৃত০১ বলেছেন: বাহ! ভালো, ভালোতো, নিজের পোস্টে নিজেই কমেন্ট কইরা ভইরা ফালাইতাছস, ভালোনা?
-কেন ওস্তাদ কি হইসে?
কমেন্ট কি বাংলালিংক দামে পাইছস?

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: না ভাই বাংলালিন্ক দামে না, একদম ফ্রী !

আর দরকার মনে করেছি বলেই পোষ্টের পরে আবার কমেন্ট করেছি । প্রতারণা করি নি । সেরকম ইচ্ছা থাকলে মাল্টি থেকে এর কয়েকগুন কমেন্ট করতে পারতাম। কয়েক হালি ঝাঝা, হর্ষ ধ্বনি বা দুয়ো ধ্বনি ফেব্রিকেট করতে পারতাম ।

এগুলো করি না, যৌক্তিক আলোচনা করতে চাই, সম্ভব হলে সেটায় অংশ নেন, আন্তরিক ধন্যবাদ থাকবে।

৬| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯

বুইড়া মাস্তান বলেছেন: মুসার থেকে কত খাইছেন... মানে মানে বইলা ফালান... ;)

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫

সাইবার অভিযত্রী বলেছেন: কেন ভাই ? আমি কি মুসারে নিয়া লিখি না? একটু পড়েন না !

পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে !

৭| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

তাসিম বলেছেন: কাম কাজ করেন।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: ক্যান ভাই আকাম কি কাম না ?

৮| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২

পণ্ডিত মশাই বলেছেন: আপনার আর কোন কাজ নাই? এই সব লেখা দেখলেই গা গুলিয়ে আসে। আর্বজনা খুঁচিয়ে আরো গন্ধ বের করে কি লাভ?

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

সাইবার অভিযত্রী বলেছেন: জী ভাই আমার আরোও অনেক কাজ আছে । চাকুরী - সংসার - ৩টা বাচ্চা - বৌ দেখাশুনা , ঘোরাঘুরি , এগুলোর উপর পাড়াশুনা, কিছু ধর্ম কর্ম আর ব্লগে ক্যাচাল ।

আবর্জনা খুচিয়ে দূর্গন্ধ বের কার ভাল না, তবে আবর্জনা দূর করতে কিছু নারাচারা করতেই হয়। সবাই যডি সাহেব হয়, পরিচ্ছন্ন কর্মীও তো কাউকে হতে হবে !

৯| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

জহির উদদীন বলেছেন: চিন্তার বিষয় কিন্তু যারা সরাসরি এই ছবি গলির বিরোধী করছেন তারা প্রমাণ সাপেক্ষে বিরোধীতা করা উচিত বলে আমি মনে করি......
যদি এই ছবি গুলি যদি সত্য হয় তাহলে মুহিত জাতীর সাথে প্রতারণা করেছেন......আর লেখকেও বলছি আপনার প্রমান গুলি আরো সুস্পস্ট করুন......ধন্যবাদ

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

সাইবার অভিযত্রী বলেছেন:
ছবিগুলো ফেসবুকে মুহিতের এই এলবামে পাবেন :
View this link

১০| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

সাইবার অভিযত্রী বলেছেন:
এই ছবি টি পাবেন :View this link

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

সাইবার অভিযত্রী বলেছেন: নিজেই ছবিটি আপনার পিসিতে নামিয়ে বড় করে দেখুন ।

১১| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

সাইবার অভিযত্রী বলেছেন: মুল ছবিটি পাবেন, মুহিতের ফেসবুলের এইটাতে View this link

১২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: কি করলেন ভাই?

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: কেন ভাই, কি করলাম ?

১৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

কালোপরী বলেছেন: যেসব মেয়েরা হিমালয় জয় করেছে বলছে তারাও কি মিথ্যা ??

৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: If Mohit's claim is not OK in 2012, Nishat's claim is not also OK. Because both of them claim to summit together.

Other girl published so little proof about the summit, that I feel not to talk on it. Because if you do not publish your proofs, nobody can decide if they are right or wrong.

১৪| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৭

রিফাত হোসেন বলেছেন: ধুর মিয়া, এইগুলা থেকে ডাবল স্ট্যামিনা রাখি ... ইনশাল্লাহ :) দুই তিনবার পাহাড় এ উঠার অভ্যাস করলে , হিমলয় কি .. আরও বড়টাতে উঠতে পারব ;)

স্পন্সর নাইক্কা, আর ফাউল উঠার পিছে দৌড়াইয়া লাভ নাই, জীবনে মানুষের বিভিন্ন সহযোগীতা প্রয়োজন, সেগুলোর দিকে তাকাই, সুবিধা হবে । :)

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২০

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই, আপনাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না, তবে এভারেষ্ট বিজয়ীদের চেয়ে ঢের বেশী স্ট্যামিনা, কমিটমেন্ট, ডেডিকেশন, প্যাশন নিয়ে বেশ কয়েকজন ট্রেকার ও মাউন্টেনিয়ার বাংলার মাটিতেই আছে ।

এক সাথে যে কোন এক্সপেডিশনে নামিয়ে দিলেই দেখতে পারবেন । মুহিত ফিট, ভাল মাউন্টেনিয়ার । তার অভিযানের প্রমাণ গুলো নিয়েই হাজার প্রশ্ন । অন্যদের কথা আর কি বলব ? মুসা আর নিশাততের চেয়ে সনি অনেক বেশী স্ট্রং ক্লাইম্বার । আর টেকলিকেলিও অনেক ফিট ।শুধু সনি না, শামছুল আলম বাবু, ইমরাণ সহ অনেকেই আছে এমন।

আর এদের চেয়েও অনেক স্ট্রং ট্রেকার আছে, আসিয়ানের স্পন্সরে নেচার এডভেন্চারের আয়োজিত এক প্রতিযোগিতায় আজিজ মাত্র সাড়ে চার ঘন্টার -ও কম সময়ে রুমা থেকে কেওক্রাডং শেষ করেছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.