![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*গোলাম আযম বলেছিলেন, পাকিস্তান যদি না থাকে তাহলে জামাত কর্মীদের দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই।
(দৈনিক সংগ্রাম/ ২৬ সেপ্টেম্বর, ১৯৭১)
*রাজাকারদের সমাবেশে গোলাম আযম বলেন, কালেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রাজাকারদের কাজ করে যেতে হবে।
(দৈনিক সংগ্রাম/ ১৭ সেপ্টেম্বর, ১৯৭১)
*দুষ্কৃতিকারীদের ধ্বংস করার কাজে পূর্ব পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনীকে পূর্ণ সহযোগীতা করছে।
(দৈনিক সংগ্রাম/ ২৭ আগস্ট, ১৯৭১)
*পূর্ব পাকিস্তানের প্রতিটি মুসলমান নিজ নিজ এলাকার দুষ্কৃতিকারীদের তন্ন তন্ন করে তালাশ করে নির্মূল করবে।
(দৈনিক সংগ্রাম/ ১২ আগস্ট, ১৯৭১)
*দুষ্কৃতিকারীদের মোকাবেলা করার উদ্দেশ্যে দেশের আদর্শ ও সংহতিতে বিশ্বাসী লোকদের হাতে অস্ত্র সরবরাহ করার জন্য আবেদন করছি।
(দৈনিক সংগ্রাম/ *তারিখ পাওয়া যায়নি, ১৯৭১)
*১৬ অক্টোবর ১৯৭১, বায়তুল মোকারমে তৌহিদী জনতার এক সভায় গোলাম আযম বলেন, তথাকথিত বাংলাদেশের আন্দোলনের ভূয়া শ্লোগানে কান না দিয়ে পাকিস্তানকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
(দৈনিক পাকিস্তান/ ১৭ অক্টোবর, ১৯৭১)
*গোলাম আযম বলেন, কোন ভাল মুসলমানই তথাকথিত বাংলাদেশের আন্দোলনের সমর্থক হতে পারে না। রাজাকাররা খুব ভাল কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন
(দৈনিক সংগ্রাম/ ০২ অক্টোবর, ১৯৭১)
*বর্তমান মুহুর্তে আক্রমণাত্মক ভূমিকা গ্রহন করাই হবে দেশের জন্য আত্মক্ষার সর্বোত্তম ব্যবস্থা।
(দৈনিক সংগ্রাম/ ২৪ নভেম্বর, ১৯৭১)
কপি পেষ্ট, খুব দামী মাল তাই কপি পেষ্টের লোভ সামলাতে পারলাম না! ( শুধু সহীহ পাক ও সংগ্রামের কথা রাখা হয়েছে )
কিছু বোনাস :
০১. “গণতন্ত্র বিষাক্ত দুধের মাখনের মত” – মওদূদী, সিয়াসি কসমকস, তৃতীয় খন্ড, পৃঃ ১৭৭
০২. “গণতন্ত্রএর মাধ্যমে কোনো সংসদ নির্বাচনে পার্থী হওয়া ইসলাম অনুযায়ী হারাম” - রাসায়েল ও মাসায়েল । লেখক মওদূদী । প্রথম সংঙ্করণ, পৃষ্ঠা ৪৫০
০৩. “সময়ে সময়ে মিথ্যা বলা শুধু জায়েজই নয় বরং অবশ্য কর্তব্য” – আবুল আলা মওদূদী, তরজমানুল কোরআন, মে ১৯৫৮!
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: রাজাকারের সংখা তো লাখের উপর হবে!
আগে চিন্হিত দুই-চারশ যুদ্ধাপরাধীর ফাসি দেন না!
দুই চার টারে ফাসী দিতে গিয়াই যেই নাটক!
সব ভন্ডামীর অবসান চাই, যুদ্ধাপরাধীর ফাসি চাই।
২| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫২
rafiq buet বলেছেন: সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সব রাজাকারদের দেশের বাইরে নিয়ে মৃত্যুদন্ড দেওয়া হোক। এদেশ যারা চা্য়নি । এদেশে এক মুহুর্ত থাকার অধিকার নাই ।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: রাজাকারের সংখা তো লাখের উপর হবে!
আগে চিন্হিত দুই-চারশ যুদ্ধাপরাধীর ফাসি দেন না!
দুই চার টারে ফাসী দিতে গিয়াই যেই নাটক!
সব ভন্ডামীর অবসান চাই, যুদ্ধাপরাধীর ফাসি চাই।
৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সত্য বারবার বললে তাতে মধু ঝরে। মিথ্যা বারবার বললে বিষ বাড়ে।
তাই সত্য কপিপেস্ট করতে থাকলে আমাদের দেশেরই মঙ্গল।
শুভকামনা রইল ভাই।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২১
সাইবার অভিযত্রী বলেছেন: সত্য বারবার বললে তাতে মধু ঝরে। মিথ্যা বারবার বললে বিষ বাড়ে - সহমত ।
৪| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সত্য বারবার বললে তাতে মধু ঝরে। মিথ্যা বারবার বললে বিষ বাড়ে। তাই সত্য কপিপেস্ট করতে থাকলে আমাদের দেশেরই মঙ্গল।
কমেন্টে প্লাস।
পোষ্টেও প্লাস !
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সব রাজাকারদের দেশের বাইরে নিয়ে মৃত্যুদন্ড দেওয়া হোক। এদেশ যারা চা্য়নি । এদেশে এক মুহুর্ত থাকার অধিকার নাই ।