![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুল ছবিটগুলো পাবেন এখানে :
Muhit 2011 Everest expedition album in FB
ছবিটি দেখুন, খুবই বিখ্যাত ছবি :
একটু বড় করে দেখুন :
কি বুঝা যায় ? চেহারাটা মুছে দেয়া ? কেন ?
আরো ভাল করে দেখুন :
এবার আর একটি ছবি দেখুন,
কি বুঝা যায় ? চেহারাটা মুছে দেয়া ?
এবার আর একটি ছবি দেখুন:
আরো ভাল করে দেখুন :
কি বুঝা যায় ?
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
পুংটা বলেছেন: মিছা একটা বাটপার।
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪
সাইবার অভিযত্রী বলেছেন:
মুসা : নৌকায় করে সাতরে সাগর পার!
দড়ি দিয়ে টেনে
নেভীর বোটে চড়ে
দেখুন মুসা ভাই -এর কারিশমা!
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০
আদম_ বলেছেন: আয়-হায় এইসব কি দেকতাছি! ও ভাই এইগুলা কি!
মুচা ভাইয়ের উদ্দেশ্য কি?
সত্যি হলে মুচার মুখে মুইতা দিলাম.......
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই মানুষকে সন্মান দিয়ে কথা বলুন । এগুলো ওনাদের বিরুদ্ধে অভিযোগ । এই অভিযোগ এখনও সবার কাছে প্রমাণিত না । আমি ওনাদের শক্ত সমালোচক, কিন্তু কখনই ওনাদের অসন্মান করে কথা বলি না । লাভ কি ? শক্ত ভাষায় প্রতিবাদ করি, নোংরা ভাষা বা অভদ্র ভাষা ব্যব হার করিনা ।
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
সাইবার অভিযত্রী বলেছেন: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে! , আবার ছবিতে দেখছেন সাগর পারি দেবার ঘোষণা দিয়ে নৌকায় পার হচ্ছেন, এগুলো প্রমাণিত। এরপরও এগুলো দূর্নীতি। আর আমাদের দেশের প্রায় সবাি যার যার ক্ষেত্রে এরূপ দূর্নীতি করে থাকে । আমার এর প্রতিবাদ করি, করব, করতেই হবে। কিন্তু ভদ্র ভাষায় । আমি বিশ্বাস করি এরুপ যৌক্তিক ও ভদ্র সমালোচনাই সমাজ পরিবর্তনের অনুঘটক, গালাগালি নয় ।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
পথহারা সৈকত বলেছেন: ঘুরে ঘুরে একই পোষ্ট........ভাল লাগে না । বাদ দেন তো এই সব।
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
সাইবার অভিযত্রী বলেছেন: ঘুরে ঘুরে একই পোষ্ট .। দেশের এই রাজনৈতিক সংকটের প্যাচাল আর ভাল লাগে না, তাই একটু এভারেষ্ট ক্যাচাল করে সময় কাটাই আর কি !
নতুন বিশ্লষন নিয়ে পোষ্ট দিব, একটু সময় লাগবে । ২০১২ তে মুহিত নিশাতের অভিযান নিয়ে নতুন পোষ্ট আসবে আশা করি!
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
আদম_ বলেছেন:
হা.হা..হা....হা
ব্যাপক গেয়ানী উততুর দিছুইন।
"বাটপার তবে পুংটা না! দেখেন কেমন বাটপার ! "
"বাটপার" টা আগে কইল কেডায়, ইটটু কবাইন। ও! বাটপার কওন বুঝি সম্মান দেহানো, তাইলে আপনেরে বাটপার কইলে মাইন্ড খাইয়েন না বাই। আপনে একটা বাটপার।
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
সাইবার অভিযত্রী বলেছেন: বাটপার শব্দটাও অসুন্দর, স্বীকার করছি ।
ওনাদের মিথ্যা সার্টিফিকেট আর প্রতারণার কিছু বিষয় প্রমাণিত, আর কিছু প্রায় প্রমাণিত । এগুলোর সমালোচনা পর্যালোচলা হওয়া দরকার, বিশুদ্ধ এডভেন্চার একটিভিটির স্বার্থে । তবে ভাষা অবশ্যই শালীন হতে হবে ।
আমাকে বাটপার বলেছেন, তাতে কি, ভাল থাকুন । মাইন্ড খাইনি, বরং আমার ভাষা প্রয়োগের একটা বাজে নমুনা দেখিয়েদিয়েছেন, তাই ধন্যবাদ। শুধরে নিব।
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: অসুন্দর শব্দ থাকায় আমার একটা কমেন্ট মুছে দিলাম।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭
পাগলাগরু বলেছেন: আপনাকে আবারো বলছি ভাই, লিংক গুলা আপ্নার পশ্চাতে ইন কইরা বইসা থাকেন। পশ্চাতে ইন করতে কষ্ট হলে (বড় লিংক) মুখে দিয়ে বইসা থাকেন
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ।
যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী !
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
সাইবার অভিযত্রী বলেছেন: পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে! Click This Link
মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি! Click This Link
মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড Click This Link
মজার বিষয় একটি ছবিতে :এভারেষ্ট চুড়ায় মুহিতকে চকলেট দেওয়া হচ্ছে মাস্ক পরা অবস্হায় ! Click This Link
এতগুলো সংবাদ মাধ্যমের কথা ঠিক হলে মুহিত নিশাত ২০১২ সালের ছবি -ভিডিও নিয়ে নিশ্চিত ভাবেই মিথ্যা বলেছেন !
Click This Link
মুসা - মুহিতের ভিডিও ক্যামেরার ব্যবহার !
Click This Link
মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?
Click This Link