নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

আসিফ মহিউদ্দিন : দ্বীন ধর্ম পুনরুজ্জিবীত কারী একটি চেতনা, একটি সত্ত্বা

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

মহিউদ্দিন আরবী এই শব্দটির দ্বীন পুনরুজ্জিবীতকারী । কত মহান নাম । মুসলমান মাত্রই এই মান শুনে ভক্তিতে গদগদ হতে হয় ।



বাস্তবে দেখেন: বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন মৌলবাদী দল অক্লান্ত চেষ্টা করেও যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে পারেনি, আসিফ মহিউদ্দিন তা পেরেছেন ! কি অসাধারণ দ্বীনি খেদমত !!



জামাত, জে এম বি, হিজবু, হরকত মিলেও যে জিহাদী জোশ তৈরী করতে পারেনি, আমাদের ঐতিহাসিক ব্লগার সাহেব কিন্তু তাই করেছেন । উনি এবং উনার সহ যোদ্ধাদের অক্লান্ত প্রচেষ্টার ফলশ্রুতিতে এখন দেশে ইসলামী সুবাতাস বইছে !



দেখুন বর্তমানে : আওয়ামী ইসলামী লীগ, বাংলাদেশ, দেশে ইসলামের সুবাতাস বইয়ে দিয়েছে! সুবহানাল্লাহ !



ইসলাম বিরোধী কথা বললে মামলা হচ্ছে । ব্লগে নজরদারী করে নাস্তিকদের ব্যান মারছে, ধর্ম অবমাননার দায়ে ব্লগারদের গ্রেফতার করা হচ্ছে ! সুবহানাল্লাহ !

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

সাফায়াত কাদির বলেছেন: আফনে কোন্দলের বা মদের বুজবার পারলাম না

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: আমার দল দিয়া কি হবে, কথা মিসা কইসি নাকি বলেন !

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

সুবর্ণা রহমান বলেছেন: ব্লগার হিসেবে না
নাস্তিক হিসেবেও না

তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার প্রাপ্য ছিল।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: সাম্প্রদায়িক বিদ্বেষী কারা ?

একজন মুসলমান যদি হিন্দু ধর্মের দেব-দেবীকে গালি দেয়, তবে ইসলামের দৃষ্টিতেই সেটা একটা অপরাধ । কোরাণ শরীফে এর স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে ।

আর রাষ্ট্রীয়-সামাজিক-মানবিকতার দৃষ্টিতে একটি ধর্ম বিশ্বাসের লোক অন্য বিশ্বাসের লোকদের নিয়ে কটাক্ষ করলে সেটা সাম্প্রদায়িক বিদ্বেষ, হানাহানির উষ্কানী ।

তাই নাস্তিকতায় বিদ্বেষীরা যখন ইসলামকে বিদ্রুপ করে সেটা পরিষ্কার সাম্পরদায়িক উষ্কানী । মানবতা বিরোধী বিদ্বেষী আচরণ ।

Click This Link

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

তানিয়া হাসান খান বলেছেন: তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার প্রাপ্য ছিল।
ঠিক তাই

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

সাইবার অভিযত্রী বলেছেন: রাষ্ট্রীয়-সামাজিক-মানবিকতার দৃষ্টিতে একটি ধর্ম বিশ্বাসের লোক অন্য বিশ্বাসের লোকদের নিয়ে কটাক্ষ করলে সেটা সাম্প্রদায়িক বিদ্বেষ, হানাহানির উষ্কানী

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

রাহী আবদুল্লাহ বলেছেন:

আসেন আমরা আসিফ মহিউদ্দীনের জন্য কান্না করি।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

সাইবার অভিযত্রী বলেছেন: আসুন আমরা এই দেশটার জন্য কন্না করি । অল্প কিছু দুষ্টের জন্য দেশটা আজ সংকটে পতীত।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

সাইবার অভিযত্রী বলেছেন: ১৬ - ১৭ কোটি মানুষের দেশে যুদ্ধাপরাধী কতজন ?
১% ? ১৬ লাখ ? : মনে হয় না ।
.০১% ? ১৬ হাজার ? : হতে পারে ।

আল্লাহ ও তার রসুলকে অবমাননাকারী লোক দেশে কত জন?
১% ? ১৬ লাখ ? : মনে হয় না ।
.০১% ? ১৬ হাজার ? : হতে পারে ।

এই .০১ + .০১ = .০২% এর জন্য পরা জাতি আজ বিক্ষুব্ধ, বিব্রত, বিপর্যস্ত, পরষ্পর মুকোমুখি সংঘাতে লিপ্ত, কেন?

এদের উগ্র সমর্থক কতজন ?
১% + ১% = ২% ?
১৬ লাখ + ১৬ লাখ = ৩২ লাখ ?
এর বেশী কখনই না।
মাত্র এই কটা লোকের জন্য কেন এত সংঘাত হরতাল?

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

লাল সূ্‌র্য বলেছেন: আসিফের মত কিছু কেলাসদের কারনে আমরা এদেশ টাকে অনিশ্চয়তার মধ্য ঠেলে দিতে পারিনা। ওর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। জয় বাংলা।

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সাইবার অভিযত্রী বলেছেন: জয় মহিউদ্দিন

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

আমার স্বপ্নগুলি বলেছেন: ভাল বলেছেন।

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সাইবার অভিযত্রী বলেছেন: আপনিও

৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

ইন্সিত বলেছেন: লাল সূ্‌র্য বলেছেন: আসিফের মত কিছু কেলাসদের কারনে আমরা এদেশ টাকে অনিশ্চয়তার মধ্য ঠেলে দিতে পারিনা। ওর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। জয় বাংলা।

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সাইবার অভিযত্রী বলেছেন: জয় মহিউদ্দিন

৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

শিপু ভাই বলেছেন: ব্লগার হিসেবে না
নাস্তিক হিসেবেও না

তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার প্রাপ্য ছিল।

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

সাইবার অভিযত্রী বলেছেন: রাষ্ট্রীয়-সামাজিক-মানবিকতার দৃষ্টিতে একটি ধর্ম বিশ্বাসের লোক অন্য বিশ্বাসের লোকদের নিয়ে কটাক্ষ করলে সেটা সাম্প্রদায়িক বিদ্বেষ, হানাহানির উষ্কানী

৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

হাসান নাঈম বলেছেন: ১৬ - ১৭ কোটি মানুষের দেশে যুদ্ধাপরাধী কতজন ?
১% ? ১৬ লাখ ? : মনে হয় না ।
.০১% ? ১৬ হাজার ? : হতে পারে


বলেন কি? বাংলাদেশে ১৬ হাজার যুদ্ধাপরাধী আছে?

অথচ মুক্তিযুদ্ধের পর যুদ্ধাপরাধীর যে তালিকা করা হয়েছিল তাতে ছিল মাত্র ১৯৫ জনের নাম আর এত ঢাক ঢোল পিটিয়ে যে ট্রাইবুনাল করা হল সেখানে কিন্তু যুদ্ধাপরাধের বিচার হচ্ছে না - হচ্ছে মানবতাবিরোধী অপরাধের বিচার।

তাহলে এত যুদ্ধাপরাধীরা সব কোথায়??

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: তাহলে এত যুদ্ধাপরাধীরা সব কোথায়?? আমিও ভাবছি!

১৯৫ জনকে জাতির পিতা নিজ দয়ায় ক্ষমা করেছেন । তবে ৭৩ - এর একটি ট্রাইবুনালে ২৮,০০০ এর মত অভিযুক্ত ছিল, নেটে খুজে দেখেন ।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭

ইউরো-বাংলা বলেছেন: অবস্থাদৃষ্টে মনে হচ্ছে - সরকার চাপের মধ্যে আছে ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: অবস্থাদৃষ্টে মনে হচ্ছে - সরকার চাপের মধ্যে আছে ।

সঠিক দর্শণ !

১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

বিপদেআছি বলেছেন: সুবর্ণা রহমান বলেছেন: ব্লগার হিসেবে না
নাস্তিক হিসেবেও না

তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্রর ইসলাম বিদ্ধেষী হিসেবে। যেটা তার প্রাপ্য ছিল।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: সে সম্প্রদায়িক বিদ্বেষী ও সাম্প্রদায়িক হানাহানির উষ্কাণী দাতা

১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

ফাজলামো বলেছেন: ১৯৫ জনকে জাতির পিতা নিজ দয়ায় ক্ষমা করেছেন । তবে ৭৩ - এর একটি ট্রাইবুনালে ২৮,০০০ এর মত অভিযুক্ত ছিল, নেটে খুজে দেখেন ।

সেই ২৮,০০০০ অভিযুক্তদের তালিকায় সাঈদী, নিজামীদের নাম আছে কি?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: ফাজলামো করবেন না, ইহা সিরিয়াস পোষ্ট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.