![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন প্রকৃত ধার্মিক কিন্তু কখনোই রাজনীতিতে নাক গলাবে না। রাজনীতিতে কেবল তারাই নাক গলায়, যারা ধর্মব্যবসায়ী।
এটা কি বললেন ফিফা?
১৬ নাম্বারে নারাধমের কমেন্টের জবাবে এটা কি বললেন ???
ধর্মের সংগা কি আপনি দিবেন ?
ইসলামের সংগা কি আপনি দিবেন ?
না ইসলাম ধর্ম না?
আপনের কথা মত তো রসুলও ধার্মিক ছিলেন না, আবো বকর ওমর, ওসমান আলী কেউ না! ওনার সবাই ধর্ম ব্যবসায়ী ???
এই পোষ্টের ১৬ নং এর জবাব দেখুন !
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩
সাইবার অভিযত্রী বলেছেন: লেজে আগুন লেগে গেছে, একদম সত্য ! কোথাকার কোন হেফাজতের কি একটা কি ঠেকাতে এত সোচ্চার সরকার + হনুদের কখনই দেখি নাই !
ক দিন আগেই তো আমার একটা জামাত বিরোধী একটা পোষ্টে আপনি আর লিসানী মারহাবা কেলিয়ে এলেন!
আর আজ কিছু সম্প্রদায়িক বিদ্বেষী ব্লগারের ধর্ম অবমাননার বিরুদ্ধে দেশের সংখ্যা গড়িষ্ট মুসলমান যখন সোচ্চার তখন নেমেছেন হনু বাচানোর আন্দোলনে !
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৯
সাইবার অভিযত্রী বলেছেন: এই পোষ্টের কথা ভুলে গেছেন ?
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনি জামাত বিরোধী হলে আবার হেফাজতে জামাতকে সমর্থন করছেন কেনো? চোখকান একটু খুলে দেখেন। সব জবাব ফিউশন ফাইভের পোষ্টেই আছে, আমি নতুন করে কিছু বলব না।
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: জামাত বলার চেয়ে আমাকে গুলি করে মেরে ফেলুন - আল্লামা শফি।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫২
দায়িত্ববান নাগরিক বলেছেন: সরি, ঐ পোষ্ট ভুলে গেছিলাম যাই হোক, শুধু বলব আপনি ভুল করছেন। সব বুঝতে পারবেন। এটা শুনতে পারেন.
https://soundcloud.com/bristi-balika/sets/hib
শুধু কমনসেন্সও অ্যাপ্লাই করলে হয়।
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৯
সাইবার অভিযত্রী বলেছেন: জামাত - হেফাজত আর ইসলাম এই সব এক করে ফেললে দেশে যুদ্ধাপরাধীদের বিচার কোন দিন ই হবে না।
যুদ্ধাপরাধীদের বিচার যেমন চাই, ধর্ম বিদ্বেষীদের ও বিচার চাই ।
আপনি দুটা চান কি না বলেন !
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: একজন প্রকৃত ধার্মিক কিন্তু কখনোই রাজনীতিতে নাক গলাবে না। রাজনীতিতে কেবল তারাই নাক গলায়, যারা ধর্মব্যবসায়ী।
You also believe this ?
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৫
আমার স্বপ্নগুলি বলেছেন: একজন প্রকৃত ধার্মিক কিন্তু কখনোই রাজনীতিতে নাক গলাবে না। রাজনীতিতে কেবল তারাই নাক গলায়, যারা ধর্মব্যবসায়ী।
ধর্মব্যবসায়ির নতুনতম সংস্করনটা শুনে মজাই পেলাম। এই সংজ্ঞা হিসেবে আমাদের মহানবী (সাঃ) ছিলেন সবচেয়ে বড় ধর্মব্যবসায়ী, কেননা তিনিই সবচেয়ে বেশী রাজনীতিতে নাক গলিয়েছিলেন, একটা মুসলিম রাষ্ট্রও প্রতিষ্ঠা করে গিয়েছিলেন।
হনুদের মুখের ভাষা আজ ফিফার মুখে শুনে ফিফার আসল চেহারাটা বুঝতে পাইলাম।
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
সাইবার অভিযত্রী বলেছেন: ধর্মব্যবসায়ির নতুনতম সংস্করনটা শুনে মজাই পেলাম। এই সংজ্ঞা হিসেবে আমাদের মহানবী (সাঃ) ছিলেন সবচেয়ে বড় ধর্মব্যবসায়ী
( এই বেয়াদবী মুলক কথা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক) কেননা তিনিই সবচেয়ে বেশী রাজনীতিতে নাক গলিয়েছিলেন
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৬
কাজী মামুনহোসেন বলেছেন: ধর্ম বিদ্বেষীদের বিচার চাই তবে এটাকে পুঁজি করে কারও ব্যাক্তি / দলীয় স্বার্থ হাসিল করতে দেযার পক্ষে নই......
আমি হেফাজত বিরোধী কারন-
যখন জামাতে গেলমানের আমির সাঈদিকে চাঁদে দেখতে পাওয়ার গুজব ছড়ানো হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের হেফাজত ?
তখন তারা লংমার্চ করেনি কেন ?
অথবা এর বিরোধীতা করে কোন ধরনের বিবৃতি প্রদান করেনি কেন ?
সাঈদির চাঁদে যাওয়া গুজব কি স্পষ্ঠ ধর্ম অবমাননা নয় ?
নাকী সাঈদিদের জন্য সব জায়েজ ?
উত্তর পাব আশা করছি।
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০
সাইবার অভিযত্রী বলেছেন: জামাতে গেলমানের আমির সাঈদিকে চাঁদে দেখতে পাওয়ার গুজব ছড়ানো হয়েছিল, তখন কোথায় ছিলেন?
তখন আপনারা লংমার্চ করননি কেন ?
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০
ibnhasan বলেছেন: ইসলামের হেফাজতকারী আল্লাহ্ এবং কয়েকটি জবাব
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৪
চোরাবালি- বলেছেন: ধর্মের কথা বললেই দেখা যায় জামাতি বদনাম দিয়ে ঘটনা অন্যদিকে নিয়ে যাওয়ার ধান্দায় ব্যস্ত। বালি বাংলাদেশে কি একমাত্র জামায়তই ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল।
এই মন্তব্য থেকে বলা যায় যারা রাজনীতি করে তারা কি ধর্মে বিশ্বাসী না বা ধর্ম মানেন না? যাদি না মানেন তা হলে কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা উচিত না ধর্মপ্রাণ মানুষের??
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০
সাইবার অভিযত্রী বলেছেন: ধর্মের কথা বললেই দেখা যায় জামাতি বদনাম দিয়ে ঘটনা অন্যদিকে নিয়ে যাওয়ার ধান্দায় ব্যস্ত।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: লেজে আগুন লেগে গেছে
একটা পোষ্টের এত কাউন্টার পোষ্ট আগে কখনোই দেখি নাই!