![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিফা সাহেব, আপনার মন্তব্যে আমি অভিভুত !
তাবলীগিরাও অভিভুত না হয়ে পারবে না , এমন মন্তব্যে ! দেশে আসলেই এলেমের সুবাতাস বইছে! সুবহানাল্লাহ !!
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০১
কাঠুরে বলেছেন: কৈ আগর তলা আর কই খাটের তলা।
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: I think : Tablige bloggers can comments on this, who spent one chilla, three chilla.
I also spent 3 chilla.
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৫
নষ্ট ছেলে বলেছেন: কয়েক ডজন তাবলীগের মাওলানা আছে যারা আল্লাম শফির ছাত্র।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১১
কাঠুরে বলেছেন: আমি ১ চিল্লা দিয়েছি
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২
কাঠুরে বলেছেন: সফী সাহেব হচ্ছেন বাংলাদেশের সকল আলেমদের মুরুব্বী
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২১
নয়ামুখ বলেছেন: ফিফা ভাইকে একজন সচেতন ও উচুমানের ব্লগার হিসাবেই জানি। তার এই মন্তব্যের কারন বুঝতে পারছিনা। মনে হয় কোনো কারনে তিনি ভুল তথ্য পেয়েছেন।
আশা করি ফিফা ভাই এর সংশোধনী দিয়ে দিবেন।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৩
আমার স্বপ্নগুলি বলেছেন: ফিফা এখন ইতিহাস। বর্তমান পোষ্টটা পড়ে মনে হয়েছে জ্ঞানের ভারে ভরিক্কি একটা ছাগল - যেটা যা পায় তাই খায়। প্রমাণঃ প্রথম আলো আর বিডি নিউজের হলুদ সাংঘাতিকদের মিথ্যা রিপোর্টের উপরে ভর কইরা তালি বাজাচ্ছে।
বিডিনিউজ রাজীবের ওরফে থাবা বাবার সময় কি নাটক করল ভুইলা গেলেন? চরমতম হলুদ সাংবাদিকতার প্রমাণ দেওয়ার পরেও ফিফা - এই জন্ডিস মার্কা সংবাদগোষ্ঠির উদ্ধৃতি দিয়ে চরম মিথ্যাচার করে যাচ্ছে।
হাসি পায় এইসব ছাগলদের দেখলে, যারা মুখে জ্ঞিয়ানির ভাব ফুটাতে ওস্তাদ, আর কাজের ক্ষেত্রে ইচ্ছেমত প্রোপগান্ডা ছড়িয়ে সেইটাকেই রেফারেন্স হিসেবে দেখিয়ে প্রচার চালায়।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: এই সব কথা না বলা উত্তম।মওলানা শফি ধ্্ম বিষয়ে অনেক জ্ঞান রাখেন।তেমনি তবলীগে অনেক বড় আলেম আছেনএমনকিইংরেজী শিক্ষিত তবলীগ করা লোক অথচ দ্বীন সম্পর্ক অনেক বেশি জানেনএরকম লোক আছেন।আসল কথা হল ব্লগ বিষয়ে তাকে মিথ্যা বুঝানো হয়েছে।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০
আমার স্বপ্নগুলি বলেছেন: @সেলিম আনোয়ার, কি মিথ্যে বুঝানো হয়েছে?
এইটা পড়েছেন?
Click This Link
১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৬
নরাধম বলেছেন:
হাহা, আমি নিজে তাবলীগি। তাবলীগের মাওলানারা আল্লামা শফি সাহেবকে মাথায় তুলে রাখে, নিয়মিত তাঁর সহবত নেয়। আমি মাওলানা শফির হেফাজতের কর্মকান্ডের সাথে একমত না, কিন্তু এই লোকের জ্ঞান-গরিমা নিয়ে প্রশ্ন করবে শুধু বেকুবরাই। তাবলীগের মাওলানারা তিনি যদি তাবলীগের মারকাজে আসেন তাহলে উনাকেই ওস্তাদ মানবেন। ফিফার তাবলীগ সম্পর্কেও ধারণা নাই, মাওলানা শফি সম্পর্কেও।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৩
কাজী মামুনহোসেন বলেছেন: যখন জামাতে গেলমানের আমির সাঈদিকে চাঁদে দেখতে পাওয়ার গুজব ছড়ানো হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের হেফাজত ?
তখন তারা লংমার্চ করেনি কেন ?
অথবা এর বিরোধীতা করে কোন ধরনের বিবৃতি প্রদান করেনি কেন ?
সাঈদির চাঁদে যাওয়া গুজব কি স্পষ্ঠ ধর্ম অবমাননা নয় ?
নাকী সাঈদিদের জন্য সব জায়েজ ?
উত্তর পাব আশা করছি।
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
সাইবার অভিযত্রী বলেছেন: যখন জামাতে গেলমানের আমির সাঈদিকে চাঁদে দেখতে পাওয়ার গুজব ছড়ানো হয়েছিল, তখন আপনি লংমার্চ করেন নি কেন ?
১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯
ibnhasan বলেছেন: ইসলামের হেফাজতকারী আল্লাহ্ এবং কয়েকটি জবাব
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০
নরাধম বলেছেন:
@ কাজী মামুনসোহান, অবশ্যই সেটা ইসলামের অবমাননা ছিল। হেফাজত কেন আন্দোলন করেনাই সেটা আমি/আমরা কিভাবে বলব? আমি নিজে হেফাজতের লংমার্চ আন্দোলন সমর্থন করিনা, কিন্তু তাদের সেই অধিকার আছে, যে কোন ইস্যুতে তারা লংমার্চ করতে পারে। সেটা আমি পছন্দ না করলেও, আর কোন ইস্যুতে তারা করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, সবাই নিজ নিজে বুঝ অনুসারে চলে।
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৫
মরণের আগে বলেছেন: ভাই ইবলিশ এর ঘটনা কি ভুলে গেছেন , সে হাজার বছর ইবাদাত করেও একটা নাফরমানীর কারনে আল্লাহতালা তাকে লানোত করেছে ,
আর মাওলানা শফি সাহেব (দঃবাঃ) এই পর্যন্ত যা করেছেন সব কি ভাল করেছেন ? অনার কি কোন ভুল হতে পারে না ?
আশা করি উত্তর দিবেন !
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০
কাজী মামুনহোসেন বলেছেন: @ নরাধম ভাই উত্তর দেযার জন্য ধন্যবাদ,
অবশ্যই সেটা ইসলামের অবমাননা ছিল। হেফাজত কেন আন্দোলন করেনাই সেটা আমি/আমরা কিভাবে বলব? আমি নিজে হেফাজতের লংমার্চ আন্দোলন সমর্থন করিনা, কিন্তু তাদের সেই অধিকার আছে, যে কোন ইস্যুতে তারা লংমার্চ করতে পারে। সেটা আমি পছন্দ না করলেও, আর কোন ইস্যুতে তারা করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, সবাই নিজ নিজে বুঝ অনুসারে চলে।
আপনি যা বলেছেন তার সাথে সহমত। আমি আসলে যারা হেফাজত জামায়াতের বি টিম মানতে নারাজ তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন করেছিলাম।
১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১
কাজী মামুনহোসেন বলেছেন: যারা হেফাজতকে জামায়াতের বি টিম মানতে নারাজ তাদের জন্য -
হেফাজত সাঈদিদের সমর্থক এ কারনে সাঈদির চাঁদে যাওয়ার সমালোচনা করে নাই। এখন সাঈদিদের বিচার রুখতে ঝুপ বুঝে কুপ মারার চেষ্ঠা করছে।
উনাদের ১৩ নং দাবী হল
অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল আলেম-ওলামা, মাদরাসা ছাত্র ও তৌহিদী জনতাকে মুক্তিদান, দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণসহ দুষ্কৃতকারীদেরকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
দেশে শিবির সমর্থক এবং যুদ্ধাপরাধী ছাড়া আর কোন মাদরাসা ছাত্র / আলেম-ওলামাকে গ্রেপ্তার করা হয়েছে ?
আমি ১০০ % নিশ্চিত ওরা জামাতের বি টিম।
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭
গোয়েন্দাপ্রধান বলেছেন: kazi mamun islam biddesi ra j poriman dhorme obomanona krese tokon amra to kisui krte pari nai .islm biddesira je matray obomanona krese tar tulnay saedy chad er gotna kisui na .seta nie long march er dabi tulle ekn eto boro issue te apnar long march e jog deya ucit .
১৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১
ছোট বালক বলেছেন: কাঠুরে বলেছেন: কৈ আগর তলা আর কই খাটের তল
নষ্ট ছেলে বলেছেন: কয়েক ডজন তাবলীগের মাওলানা আছে যারা আল্লাম শফির ছাত্র।
সহমত।
১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০
নরাধম বলেছেন: @কাজী মামুনহোসেন, হেফাজত জামাতকে আমাদের থেকে অনেক বেশী ঘৃণা করে, অন্তত হাটহাজারী মাদ্রাসার লোকজন, মাওলানা শফি ইনারা জামাতকে কি পরিমান অপছন্দ করে তা আপনার ধারণাই নেই, নিচের লিংক দেখুন। আমি নিজে হাটহাজারীর লোক, মাওলানা শফি সাহেবকে ছোটকাল থেকে দেখে এসেছি, যদিও সামনাসামনি কোনদিন সাক্ষাৎ হয়নি। কাওমী মাদ্রাসা সম্পর্কে আপনার ধারণা নেই, তারা একদম শুরু থেকে মওদুদীর বিরোধী, জামাতের সাথে তাদের বিরোধ ভারত-পাকিস্তান স্বাধীন হওয়ারও আগে থেকে। তাদের সাথে আপনার বা আমার দ্বিমত থাকতে পারে, তাই বলে যা তারা নয় তা কেন তাদের উপর আরোপ করবেন? তাদের আন্দোলনের ফসল জামাতের ঘরে যাবে/যাচ্ছে, তাই বলে তারা জামাতি বি-টিম হবে? শাহবাগের আন্দোলনের ফসল গেছে আ'লীগের ঘরে, তাই বলে কি শাহবাগে লোকজন আ'লীগের এজেন্ডা বাস্তবায়নে গিয়েছিল? আর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নিচের শফি সাহেবের সাক্ষাৎকার পড়ুন, গেস করার দরকার নেই।
সাঈদীর চাঁদে যাওয়ার ব্যাপারে কি সমালোচনা করবে? কার সমালোচনা করবে? ওটা তো বোকা লোকদেরকে পটানোর জন্য একটা গুজব ছিল। আর সমালোচনা করেছে কি করেনাই সেটা কেমনে জানেন? ওরা তো পত্রিকায় বিবৃতি দিয়ে সমালোচনা করবে না, ওরা রাজনৈতিক ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। সাঈদী বা জামাতের সমালোচনা করে ওদের আলেমদের একশতেরও উপরে বই লেখা আছে, একটা হচ্ছে "মওদুদীর সাথে আমার সাহচর্য্যের ইতিবৃত্ত", লিখেছেন শামসুল হক ফরিদপুরী, যিনি ক্বাওমী মাদ্রাসার আলেম ছিলেন এবং হাটহাজারী মাদ্রাসার লোকজনে এই বইটা প্রমোট করে। আপনি বইটা পড়ে দেখেন, তারপর বলেন তারা জামাতের বি-টিম কিনা। কারো কোন অবস্থান পছন্দ না হলেই তাকে জামাতি বলে ট্যাগ করে জামাতিদের শক্তি বাড়াবেন না। ধন্যবাদ।
Click This Link
২০| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯
গোয়েন্দাপ্রধান বলেছেন: সবচেয়ে মজার ব্যাপার হল এই সব আন্ধারা ইসলাম নিয়ে কিছু কবেন তার সাথে জামাত কে জড়াবে.।.এই ভাইদের কই ইসলাম শুধু জামাতের না আমার আপনার সবার
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০
সাইবার অভিযত্রী বলেছেন: গোয়েন্দাপ্রধান বলেছেন: সবচেয়ে মজার ব্যাপার হল এই সব আন্ধারা ইসলাম নিয়ে কিছু কবেন তার সাথে জামাত কে জড়াব।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: এই পোষ্টের ১৬ নং এর জবাব দেখুন !