নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

যেভাবে সংকট এড়ানো যেতো ব্লগে, যে ভাবে সংঘাত ঠেকানো যেতো দেশে !

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

যেখানে কাটা বিধেছে, সেটা না সরিয়ে মলম পট্টি দিয়ে কাজ হবে না । রসুলের অবমাননায় মানুষ কষ্ট পেয়েছে



সোজা কথায় এই লোকগুলো কোনভাবে জেনেছে তাদের প্রাণপ্রিয় নবীকে অশ্লীল ভাবে কটুক্তি করা হয়েছে, চরম বেয়াদবী করা হয়েছে । এরা তার প্রতিকার চায়, প্রতিবাদ চায়, প্রতিরোধ চায় । কিন্তু এতগুলো মানুষে এই অনুভুতি, এই আবেগ আর মানবিক মুল্যবোধকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে সামুতে, মিডিয়াতে আর এরকম আরো বেশ কিছু স্হানে।



এগুলো সর্ব মহলে প্রকাশ হওয়ার পরও পরিস্হিতি সামাল দেওয়া যেতো । সরকার কিছু ধর্ম বিদ্বেষী ব্লগারকে প্রচলিত আইন লংঘনের দায়ে গ্রেফতার করতে পারত। ( ছেলে ভুলানো হলেও ) " কঠোর শাস্তি দেওয়া হবে" - এ জাতীয় আশ্বাস দিতে পারত । সরকারের নেতা মন্ত্রীর দল ( লোক দেখানো হলেও ) ধর্ম বিদ্বেষী ব্লগারদের কিছু " রাগ - ক্ষোভ " দেখাতে পারত । পাবলিক ( খানিকটা হলেও) খুশী হয়ে যেতো ।



একই কাহিনী ব্লগ ও ব্লগ কতৃপক্ষের জন্যও । নবী অবমাননার প্রতি কঠিন ভাষায় নিন্দা জানিয়ে ( লোক দেখানো হলেও ) একটা পোষ্ট ষ্টিকি করতে পারত । এটা কি সামুর নীতিমালা পরিপন্হী হত ?



নিজেদের কিছু ভুল ত্রুটির জন্য আন্তরিক ভাবে ( শুধু মুখের কথা হিসেবেই ) দু:খ প্রকাশ করতে পারত । সেটাকি খুবই অসন্মানজনক হত ?



তারা কিছু ব্যান খাওয়া নিক গুলোর প্রতি ( মন ভুলান হলেও ) সহানুভুতি দেখাতে পারত (যারা দাড়িপাল্লা -আসিফ এদের প্রতিবাদে গুম খুন হয়েছে) , বোতলবন্দী নিক গুলো ছেড়ে দিতে পারত !



ফলাফল কি হত ? আর কিছু না হলেও ( বেশ কিছু ) ঝামেলা দূর হত । আমি খুবই বিশ্বাস করি বেশীরভাগ মানুষই শান্তি প্রিয়, আর ঝামেলা না করাকেই পছন্দ করে ।



এখন যদি এতগুলো মানুষের এই অনুভুতিটাকে আপনি পাশ কাটিয়ে সবাইকে যদি জামাত -ছাগু ট্যাগ লাগান, সবাইকে বলে দেন এরা সব যুদ্ধাপরাধীদের বাচাতে চাচ্ছে, সেটা কি আদৌ সমাধানের পথ দেখাবে ?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: From the post: কেমন আছো বাংলাদেশ ?

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

মদন বলেছেন: +++++++++++++++++++++

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

ফ্রিঞ্জ বলেছেন: আসল কথা হইলো মার্কেটিং... আমার দেশ মার্কেটিং ভাল করসে।
এখন 'চোর পালাইলে বুদ্ধি বাড়ে' টাইপ কথা দিয়া লাভ নাই।
পারলে সাম্নের মাসে আসন্ন সংঘাত এড়ানোর উপায় বলেন। হেফাজতি রা কিন্তু আইতাসে!

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

সাইবার অভিযত্রী বলেছেন: সরকার কিছু ধর্ম বিদ্বেষী ব্লগারকে প্রচলিত আইন লংঘনের দায়ে গ্রেফতার করতে পারত। ( ছেলে ভুলানো হলেও ) " কঠোর শাস্তি দেওয়া হবে" - এ জাতীয় আশ্বাস দিতে পারত । সরকারের নেতা মন্ত্রীর দল ( লোক দেখানো হলেও ) ধর্ম বিদ্বেষী ব্লগারদের কিছু " রাগ - ক্ষোভ " দেখাতে পারত । পাবলিক ( খানিকটা হলেও) খুশী হয়ে যেতো ।

- এ কাজগুলো কি এখনও করা যায় না ?
আর আমি নিজেও তো হেফাজতি, কখনই সংঘাত চাই না, আশা রাখি শান্তির পথেই সব এগুবে।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

জাতির চাচা বলেছেন: সত্যিইতো।আচ্ছা আওয়ামী লীগের সাধারন ভক্তদের মধ্যে ইসলাম বিদ্বেষী শতক্রা কতজন ১% ও হবেনা।বরং ইসলাম প্রিয় এর চেয়ে ওনেক বেশী।তবুও শাহবাগীদের পাল্লায় পড়ে সরকার কেনো পুরা বিষয়টাকে অস্বীকার করতে গেলো?ইনু সাহেবতো বকেই দিলেন ব্লগে এসব কিছু হয়না।এগুলো জামাত শিবিরের অপপ্রচার।সত্যি কথাটা বলতে ভয় কিসের?
হয় বলতে হবে এসবতো আমাদের ভালোই লাগে।নয়তো গণমানুষের দাবী মেনে নিতে হবে।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: (কিছু) শাহবাগীদের পাল্লায় পড়ে সরকার কেনো পুরা বিষয়টাকে অস্বীকার করতে গেলোশাহবাগীদের পাল্লায় পড়ে সরকার কেনো পুরা বিষয়টাকে অস্বীকার করতে গেলো ?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.