![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের আত্মার প্রতি সন্মান দেখানোর এক অনন্য উদ্দ্যোগ ছিল ঘাতক দালাল নির্মূল কমিটির প্রচেষ্টা ও আন্দোলন । ৯২-৯৩-৯৪ এ শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে উঠে এই আন্দোলন । সর্বস্তরেরে মানুসের স্বত:স্ফুর্ত সমর্থন পায় এই উদ্দ্যোগ । এই আন্দোলনের ব্যাপক জনপ্রিয়তা আর জাগরণে সংকিত হয় সরকার-বিরোধী দল শ অনেকেই ! সরকার থেকে হয় রাষ্ট্রদ্রোহ মামলা, আর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ এর পাশাপাশি প্রতি আন্দোলন শুরু করে স্বাধীনতার মন্চ থেকে!
একনিষ্ঠ ও নেতৃর প্রতি অনুগত আওয়ামী কর্মীদের একদল বুকে পাথর বেধে হলেো আন্দোলনে পিছটান দেয় ! সত্যই সেলুকাস কি বিচিত্র ...
যাই হোক ঘাতক - দালাল - নির্মূল কমিটি গত ২০ বছরে যা করতে পারত প্রতি এলাকায় ঘাতক দালালের একটি তালিকা তৈরী, প্রতিটি যুদ্ধাপরাধীর অপরাধের সুনির্দিষ্ট অভিজোগ তৈরী, সাক্ষ্য প্রমাণ রেফারেন্স ও ডকুমেন্ট সংগ্রহ ও সংরক্ষণ । যার অভাব প্রকট ভাবে অনুভুত হচ্ছে আজ ৪২ বছর পর ! আজ থেকে ২০ বছর আগে থেকে চেষ্টা করলে এটা তেমন কোন কঠিন কাজ হত না!
যেমন ২০১৩ সালের এপ্রিল থেকে ব্যাপক ভাবে শোন যাচ্ছে আল্লামা শফী রাজাকার । কিন্তু এই দেশ প্রেমিক স্বাধীনতা প্রেমিক দাবীকারীরা :
শেখ সাহেবের ৭৫ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !
শহীদ জিয়ার ৮০ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !
সাত্তার সাহেবের ৮২ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !
এরশাদ চাচার ৯০ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !
খালেদা জিয়ার ৯৬ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !
শেখ হাসিনার ২০০১ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !
মইনুদ্দীনের ২০০৮ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !
২০১০ তে হেফাজত তৈরী হবার পরও বলেনি আল্লামা শফী রাজাকার !
২০১৩ তে গনজাগরণ শুরুর দিকেও বলেনি আল্লামা শফী রাজাকার !
আল্লাহর কুদরতে বিশাল আকারে লং মার্চ শান্তিপূর্ণ ভাবে হওয়ার পর উনি হয়ে গেলেন রাজাকার ।
বলেন ভাই সুবহানাল্লাহ!
আল্লাহর কি কুদরত !
নাস্তিকদের শরবত!
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: ইমরান সাহেব তো জিয়াউর রহমানকেও রাজাকার বলে, আর কাডের সিদ্দীকির মুক্তিযুদ্ধের খেতাবও নাকি কেড়ে নিটে চায় দলীয় চেতনাজীবিরা!
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
মীর্জা প্রীয়ম বলেছেন: ঘাদানিকের সব শালাদের মুখে সকালের বাসি থুথু...
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: ওনার গত ২০ বছর ধারাবাহিকতার সাথে যুদ্ধাপরাধের একটা প্রামান্য দলীল তৈরী করতে পারত, চা -কফি টক শো আর বিবৃতির পাশাপাশি !
তাহলে আজ যুদ্ধাপরাধের বিচার আরো স হজ আরো ত্বরান্বিত হত ।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
এ জাফর বলেছেন: মাশায়াল্লাহ। জাজাকাল্লাহু খাইরাহ ফিদ্দারাহিম।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০
সাইবার অভিযত্রী বলেছেন: সবই আল্লাহর কুদরত !
সুবহানাল্লাহ!
৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
প্রবাসী১২ বলেছেন: তালিকা করলে সমস্যা হবে। জেনে বুঝে কেউ নিজের ক্ষতি করে?
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
সাইবার অভিযত্রী বলেছেন: মা-শা- আল্লাহ !
৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
চোরাবালি- বলেছেন: মাশাল্লাহ সুন্দর বলেছেন
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
সাইবার অভিযত্রী বলেছেন: সবই আল্লাহর কুদরত !
৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
মদন বলেছেন: দেশে মুক্তিযোদ্ধা অপেক্ষা রাজাকারের সংখ্যা বেড়েই যাচ্ছে।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭
সাইবার অভিযত্রী বলেছেন: হুম!
৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
এ জাফর বলেছেন: তালিকাটা একটু নিজেদের দিক থেকে শুরু করলে জনগন আরো অনেক রাজাকারদের চেহারা দেখতে পেত।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮
সাইবার অভিযত্রী বলেছেন: !
৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
আদরসারািদন বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার কি এখানেই শেষ...? ববং সবে মাত্র শুরু। শুধু হালের বদল গুলানের জোর একটু কইমা আসুক।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
সাইবার অভিযত্রী বলেছেন: ৫ জনের বিচার করতে যদি ৫ বছর লাগান, তাইলে তো ১০০টার বিচারে ১০০ বছর লাগবে !
আর সরকার চািলে তো এতদিন লাগার কঠা না, এরশাদ শিকদার জে এম বি এডের বিচার তো তাড়াতাড়ি ই হল !
৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪
সেলিম৬২৫১ বলেছেন: টিনের চশমা পড়ে আছি.....যতই বলেন বুঝবোনা........
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০
সাইবার অভিযত্রী বলেছেন: হা হা হা ।
টিনের চশমা ফুটা হলেও হতে পারে,
কিন্তু আওয়ামী চশমা...
১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪
সেলিম৬২৫১ বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১
সাইবার অভিযত্রী বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
ব্লগে গালি বেশী দেয় নাস্তিক, রাজারবাগী, আওয়ামী আর মাজার পুজারীরাই বেশী !
১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯
সেলিম৬২৫১ বলেছেন: Ami sotto kotha post korar karone ban hoyse. tin erchosma na tu ki.Aigula tu 1400 years ago bola ase.amra so called Muslim pori na R kew post korle Raza
my link was
http://www.amarblog.com/salim6251/posts/163921
১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪
নষ্ট ছেলে বলেছেন: আওয়ামী লীগ ছাড়া বাকি সবই রাজাকার।
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: আওয়ামী লীগ ছাড়া বাকি সবই রাজাকার।
কাদের সিদ্দীকিও।
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাই !সবচে সহজ পথ কাউকে থামানোর...
বলে দাও সে/তিনি রাজাকার...
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: বলে দাও সে/তিনি রাজাকার...
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ঘাদানিকের সব শালাদের মুখে গু মাখানো জুতার বারি
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাই !সবচে সহজ পথ কাউকে থামানোর...
বলে দাও সে/তিনি রাজাকার...
এক্কেরে খাডি কথা
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: বলে দাও সে/তিনি রাজাকার...
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
আলতামাশ বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: আওয়ামী লীগ ছাড়া বাকি সবই রাজাকার।
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাই !সবচে সহজ পথ কাউকে থামানোর...
বলে দাও সে/তিনি রাজাকার...
১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
চিন্তায় আছি বলেছেন: আমিও নিজেকে রাজাকার ঘোষনা করছি .................
( কারন আমি বর্তমান আওয়ামী লীগ কে ঘৃণা করি )
( যদিও এবার ভোটটা এই দেশের স্বার্থ বিসর্জনকারী, ভারতের দালাল ও বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত শ্ত্রু আওয়ামীলীগকে দিয়েছিলাম, যে পাপের ফল এখন দেশবাসী সহ আমিও হাড়ে হাড়ে টের পাচ্ছি )
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: আমিও নিজেকে রাজাকার ঘোষনা করছি .................
( কারন আমি বর্তমান আওয়ামী লীগ কে ঘৃণা করি )
১৭| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:১৮
জাহিদ ২০১০ বলেছেন: আরে কি বলেন তিনি তো মুজাহিদ বাহিনীর প্রধান আছিল। হালার পোলারা সব গুলা আওয়ামী দালাল
১৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১১
মুক্ত ঈগল বলেছেন: সত্যের উপর অটল থাকাই যদি রাজাকারের মাপকাঠি হয় তাহলে আমিও রাজাকার হতে চাই ।
১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
সেমিবস বলেছেন: হায় আল্লাহ, তোমার দেয়া চোখ দিয়ে এ আমি কি দেখছি!!
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০
সাইবার অভিযত্রী বলেছেন: হায় আল্লাহ
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০
সালমা শারমিন বলেছেন: আরে ভাই, এটাতো আপনি অনেক দেরীতে বললেন। যেদিন আল্লামা শফি লংমার্চের ডাক দিল, সেদিনই তো উনি রাজাকারের সত্যায়িত কপি হয়ে গেলেন। আর এ্যাটাস্টর হলেন সয়ং আওয়ামিলীগ।