নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

অবশেষে আবিষ্কার আল্লামা শফী রাজাকার !

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

দেশের মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের আত্মার প্রতি সন্মান দেখানোর এক অনন্য উদ্দ্যোগ ছিল ঘাতক দালাল নির্মূল কমিটির প্রচেষ্টা ও আন্দোলন । ৯২-৯৩-৯৪ এ শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে উঠে এই আন্দোলন । সর্বস্তরেরে মানুসের স্বত:স্ফুর্ত সমর্থন পায় এই উদ্দ্যোগ । এই আন্দোলনের ব্যাপক জনপ্রিয়তা আর জাগরণে সংকিত হয় সরকার-বিরোধী দল শ অনেকেই ! সরকার থেকে হয় রাষ্ট্রদ্রোহ মামলা, আর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ এর পাশাপাশি প্রতি আন্দোলন শুরু করে স্বাধীনতার মন্চ থেকে!

একনিষ্ঠ ও নেতৃর প্রতি অনুগত আওয়ামী কর্মীদের একদল বুকে পাথর বেধে হলেো আন্দোলনে পিছটান দেয় ! সত্যই সেলুকাস কি বিচিত্র ...




যাই হোক ঘাতক - দালাল - নির্মূল কমিটি গত ২০ বছরে যা করতে পারত প্রতি এলাকায় ঘাতক দালালের একটি তালিকা তৈরী, প্রতিটি যুদ্ধাপরাধীর অপরাধের সুনির্দিষ্ট অভিজোগ তৈরী, সাক্ষ্য প্রমাণ রেফারেন্স ও ডকুমেন্ট সংগ্রহ ও সংরক্ষণ । যার অভাব প্রকট ভাবে অনুভুত হচ্ছে আজ ৪২ বছর পর ! আজ থেকে ২০ বছর আগে থেকে চেষ্টা করলে এটা তেমন কোন কঠিন কাজ হত না!



যেমন ২০১৩ সালের এপ্রিল থেকে ব্যাপক ভাবে শোন যাচ্ছে আল্লামা শফী রাজাকার । কিন্তু এই দেশ প্রেমিক স্বাধীনতা প্রেমিক দাবীকারীরা :



শেখ সাহেবের ৭৫ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !

শহীদ জিয়ার ৮০ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !

সাত্তার সাহেবের ৮২ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !

এরশাদ চাচার ৯০ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !

খালেদা জিয়ার ৯৬ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !

শেখ হাসিনার ২০০১ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !

মইনুদ্দীনের ২০০৮ পর্যন্ত বলেনি আল্লামা শফী রাজাকার !

২০১০ তে হেফাজত তৈরী হবার পরও বলেনি আল্লামা শফী রাজাকার !

২০১৩ তে গনজাগরণ শুরুর দিকেও বলেনি আল্লামা শফী রাজাকার !





আল্লাহর কুদরতে বিশাল আকারে লং মার্চ শান্তিপূর্ণ ভাবে হওয়ার পর উনি হয়ে গেলেন রাজাকার ।



বলেন ভাই সুবহানাল্লাহ!

আল্লাহর কি কুদরত !

নাস্তিকদের শরবত!

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০

সালমা শারমিন বলেছেন: আরে ভাই, এটাতো আপনি অনেক দেরীতে বললেন। যেদিন আল্লামা শফি লংমার্চের ডাক দিল, সেদিনই তো উনি রাজাকারের সত্যায়িত কপি হয়ে গেলেন। আর এ্যাটাস্টর হলেন সয়ং আওয়ামিলীগ।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

সাইবার অভিযত্রী বলেছেন: ইমরান সাহেব তো জিয়াউর রহমানকেও রাজাকার বলে, আর কাডের সিদ্দীকির মুক্তিযুদ্ধের খেতাবও নাকি কেড়ে নিটে চায় দলীয় চেতনাজীবিরা!

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

মীর্জা প্রীয়ম বলেছেন: ঘাদানিকের সব শালাদের মুখে সকালের বাসি থুথু...

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: ওনার গত ২০ বছর ধারাবাহিকতার সাথে যুদ্ধাপরাধের একটা প্রামান্য দলীল তৈরী করতে পারত, চা -কফি টক শো আর বিবৃতির পাশাপাশি !

তাহলে আজ যুদ্ধাপরাধের বিচার আরো স হজ আরো ত্বরান্বিত হত ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

এ জাফর বলেছেন: মাশায়াল্লাহ। জাজাকাল্লাহু খাইরাহ ফিদ্দারাহিম।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

সাইবার অভিযত্রী বলেছেন: সবই আল্লাহর কুদরত !
সুবহানাল্লাহ!

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

প্রবাসী১২ বলেছেন: তালিকা করলে সমস্যা হবে। জেনে বুঝে কেউ নিজের ক্ষতি করে?

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

সাইবার অভিযত্রী বলেছেন: মা-শা- আল্লাহ !

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

চোরাবালি- বলেছেন: মাশাল্লাহ সুন্দর বলেছেন

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

সাইবার অভিযত্রী বলেছেন: সবই আল্লাহর কুদরত !

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯

মদন বলেছেন: দেশে মুক্তিযোদ্ধা অপেক্ষা রাজাকারের সংখ্যা বেড়েই যাচ্ছে। :)

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

সাইবার অভিযত্রী বলেছেন: হুম!

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

এ জাফর বলেছেন: তালিকাটা একটু নিজেদের দিক থেকে শুরু করলে জনগন আরো অনেক রাজাকারদের চেহারা দেখতে পেত।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: !

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

আদরসারািদন বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার কি এখানেই শেষ...? ববং সবে মাত্র শুরু। শুধু হালের বদল গুলানের জোর একটু কইমা আসুক।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: ৫ জনের বিচার করতে যদি ৫ বছর লাগান, তাইলে তো ১০০টার বিচারে ১০০ বছর লাগবে !

আর সরকার চািলে তো এতদিন লাগার কঠা না, এরশাদ শিকদার জে এম বি এডের বিচার তো তাড়াতাড়ি ই হল !

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

সেলিম৬২৫১ বলেছেন: টিনের চশমা পড়ে আছি.....যতই বলেন বুঝবোনা........

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

সাইবার অভিযত্রী বলেছেন: হা হা হা ।
টিনের চশমা ফুটা হলেও হতে পারে,
কিন্তু আওয়ামী চশমা...

১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

সেলিম৬২৫১ বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

সাইবার অভিযত্রী বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
ব্লগে গালি বেশী দেয় নাস্তিক, রাজারবাগী, আওয়ামী আর মাজার পুজারীরাই বেশী !

১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

সেলিম৬২৫১ বলেছেন: Ami sotto kotha post korar karone ban hoyse. tin erchosma na tu ki.Aigula tu 1400 years ago bola ase.amra so called Muslim pori na R kew post korle Raza

my link was
http://www.amarblog.com/salim6251/posts/163921

১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

নষ্ট ছেলে বলেছেন: আওয়ামী লীগ ছাড়া বাকি সবই রাজাকার।

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: আওয়ামী লীগ ছাড়া বাকি সবই রাজাকার।

কাদের সিদ্দীকিও।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

সুপান্থ সুরাহী বলেছেন:
ভাই !সবচে সহজ পথ কাউকে থামানোর...

বলে দাও সে/তিনি রাজাকার...

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: বলে দাও সে/তিনি রাজাকার...

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ঘাদানিকের সব শালাদের মুখে গু মাখানো জুতার বারি


সুপান্থ সুরাহী বলেছেন:
ভাই !সবচে সহজ পথ কাউকে থামানোর...

বলে দাও সে/তিনি রাজাকার...


এক্কেরে খাডি কথা

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: বলে দাও সে/তিনি রাজাকার...

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

আলতামাশ বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: আওয়ামী লীগ ছাড়া বাকি সবই রাজাকার।

সুপান্থ সুরাহী বলেছেন:
ভাই !সবচে সহজ পথ কাউকে থামানোর...

বলে দাও সে/তিনি রাজাকার...

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

চিন্তায় আছি বলেছেন: আমিও নিজেকে রাজাকার ঘোষনা করছি .................


( কারন আমি বর্তমান আওয়ামী লীগ কে ঘৃণা করি )

( যদিও এবার ভোটটা এই দেশের স্বার্থ বিসর্জনকারী, ভারতের দালাল ও বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত শ্ত্রু আওয়ামীলীগকে দিয়েছিলাম, যে পাপের ফল এখন দেশবাসী সহ আমিও হাড়ে হাড়ে টের পাচ্ছি )

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: আমিও নিজেকে রাজাকার ঘোষনা করছি .................


( কারন আমি বর্তমান আওয়ামী লীগ কে ঘৃণা করি )

১৭| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:১৮

জাহিদ ২০১০ বলেছেন: আরে কি বলেন তিনি তো মুজাহিদ বাহিনীর প্রধান আছিল। হালার পোলারা সব গুলা আওয়ামী দালাল

১৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১১

মুক্ত ঈগল বলেছেন: সত্যের উপর অটল থাকাই যদি রাজাকারের মাপকাঠি হয় তাহলে আমিও রাজাকার হতে চাই ।

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

সেমিবস বলেছেন: হায় আল্লাহ, তোমার দেয়া চোখ দিয়ে এ আমি কি দেখছি!!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

সাইবার অভিযত্রী বলেছেন: হায় আল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.