![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুর ১২টা থেকেই গুলির খবর আসছিল । নটরডেম আর মন্চের মাঝামাঝি বসে ছিলাম । বিকাল ৩টা/৪টার দিকে দেখলাম একজন আহতকে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছিল। সাবই জায়গা করে দিল, খুব একটা প্রতিক্রিয়া দেখলাম না করো মাঝে !
শুনেছিলাম সমাবেশ দিনে দিনেই শেষ হয়ে যাবে, তাই ৫:১৫ তেই আগে ভাগে রিক্শা নিয়ে রওনা দেই, কারণ সমাবেশ শেষে কিছু পাওয়া যাবে না। শাহজাহানপুরে এসে দেখলাম মারকাজুল ইসলামীর এম্বুলেন্স থেকে গুলিবিদ্ধ একজনকে নামিয়ে হাসপাতালে নেওয়া হচ্ছে। দেখে মনে হচ্ছে খুব স্বাভাবিক কিছু ঘটেছে ।
আসলে সেদিন যারা সমাবেশে গিয়েছিল সবারই একটা আশংকা, মৃদু প্রস্তুতি ছিল গুলি খেতে পারি, মারা যাতে পারি !
মাগরিব মহল্লায় পড়লাম। নামাজের পর এক হাজী সাহেব কাদো কাদো কন্ঠে বললেন পাখির মত লোক গুলি করে মেরে ফেলা হচ্ছে । সমাবেশে থাকা দুজন বন্ধুকে ফোন দিলাম । দেখলাম সবাই নির্বিকার ।
১০টার দিকে ৪টা লাশ কাফন পড়িয়ে মন্চে আনা হল । সমাবেশ শান্ত, সবাই টিভিতে দেখলো। উত্তেজিতও নয়, আবার আতন্কিতও নয় । অনেকটাই নির্লিপ্ত ।
আবার খবর পেলাম আক্রমণ হয়েছে, শেষ ১০:৪৫ দিকে শামীম ভাইকে ফোন দিলাম, দেখলাম উনি নির্বিকার । অবস্হা কি , জানতে চাইলে, বললেন একটু আগে গরম ছিল এখন ঠান্ডা ।
দশটার পর অনেকেই চলে আসে, রাতে প্রায় দেড় লাখ লোক যারা ছিল, এরা ভুল বুঝে চলে আসা জন গোষ্ঠি মনে হয় না । বার বার ষ্টেজ থেকে " আক্রমণ হতে পারে ", " শহীদ হতে কে কে তৈরী ", "আক্রমণ হবে " এসব আওয়াজ আসছিল ।
এই নির্বিকার নির্লিপ্ত জনতার কা্উকে হতা হত না করে সরিয়ে দিলেন ! বিশ্বাস হচ্চে না ।
০৮ ই মে, ২০১৩ রাত ১০:৩৬
সাইবার অভিযত্রী বলেছেন: হেফাজতীরা এতটা উত্তেজিত ছিলানা যে হাউজবিল্ডিং - এ গিয়ে গাড়ী পুরাবে, শাপলা ই্ত্তেফাকের কাছেই তো কত গাড়ী ছিল !
২| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:৩৬
ডেনজারাসবয় বলেছেন: তাহলে কি বিশ্বাস করবেন ?
৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:৪৮
পুংটা বলেছেন: একজন হেফাজতী শহীদের অত্মকাহীনি
৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:৫৯
সোজা আঙ্গুল বলেছেন: Click This Link
৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:১৫
হাসানুর বলেছেন: মানুষ এত্ত খারাপ হইছে !
৬| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:২৪
বোকা_ছেলে বলেছেন: আমিও রাতে দেখেছি ছিলাম কালভার্ট রোডের মুখে নটরডেম কলেজের সাথে। সহমত আপনার সাথে।
৭| ০৯ ই মে, ২০১৩ রাত ১:১৮
এনাম হক বলেছেন: ami dekhsi azrail 1 kope 100000 loker jan loite ! Othocho BNP koitase matro 2500 ? R amlig ektaw na !
৮| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৫২
জুবায়ে১২ বলেছেন: View this link
৯| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:৪৪
মো ঃ আবু সাঈদ বলেছেন: হেফাজতীরা এতটা উত্তেজিত ছিলানা যে হাউজবিল্ডিং - এ গিয়ে গাড়ী পুরাবে, শাপলা ই্ত্তেফাকের কাছেই তো কত গাড়ী ছিল !
১০| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:২১
আতা2010 বলেছেন:
ইসলাম হেফাজতের দাবিদার হেফাজতে জামাতীরা পুলিশসহ খুন করেছে অসংখ্য মানুষ; জ্বালিয়ে দিয়েছে অগণিত যানবাহন, বাড়ি-ঘর, থানা-অফিস, ব্যবসা-প্রতিষ্ঠান; লুটপাট করেছে স্টেডিয়াম মার্কেট এবং বায়তুল মোকাররমে অবস্থিত অসংখ্য দোকানপাট; ভাংচুর করেছে হাজারো আসবাবপত্র। ঢাকার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক মুমূর্ষু রোগী সুচিকিৎসার অভাবে মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক আমদানি-রফতানিকারক। রোজ খেটে খাওয়া অসংখ্য অগণিত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অসহায় পরিবারের কাজের অভাবে জোটেনি খাবার। অথচ ধ্বংসযজ্ঞ, সন্ত্রাসী অপকর্ম চালাতে এসেও খাবার ও পানির অভাব হয়নি এসব কথিত হেফাজতীদের।
সহজ, সরল, সাধারণ মুসলমানের জান ও মালের যারা বিপুল ক্ষয়-ক্ষতি করে গেলো; নিরপরাধ এসব ক্ষতিগ্রস্ত মানুষের দায়ভার কে বা কারা নেব??????????????
১১| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
৩০০০ লাশ গুম যেভাবে-
Click This Link
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ রাত ১০:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: Click This Link