![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের কি করণীয় ?
বাংলাদেশ নামক এই ভুখন্ডে আল্লাহর রসুলের সাথে যে পরিমাণ বেয়াদবী হয়েছে, তাতে গজব যত বেশীই হোক অবাক হওয়ার কিছু নেই ।
আমাদের কি করণীয় ?
আসুন আমরা নিজেদের জন্য ক্ষমা চাই, আল্লাহপাকের কাছে । আর দোয়া করি দেশের সরকারের জন্য, তিনি যেন সরকারকে সৎপথে পরিচালিত করেন ।
আল্লাহর রসুলের সন্মান আল্লাক পাকই রক্ষা করবেন, যেভাবে বায়তুল্লাহকে হেফাজত করেছিলেন ছোট ছোট আবাবিল পাখি দিয়ে ।
আমাদের দায়িত্ব সামর্থের মাঝে যতটুকু পারা যায় সরকার অনুমোদিত পথেই দাবী জানানো, জনমত গড়ে তোলা, মানুষকে সচেতন করা । সংঘাত প্রায় সময়ই কোন সমাধান আনে না । দেশটা ভোটাভুটির দেশ। এখানে জনমতের শক্তি অনেক । তাই সেটা গড়ে তুলতে পারলেই সবচেয়ে ভাল ফল আসবে আশা করা যায়।
তবে একে রাজনীতি মুক্ত রাখতে হবে, রাজনৈতিন নেতারা ইসলামী হোক আর যেই মতেরই হোক, এরা ভেজাল লাগাতেই ওস্টাদ, ভাল কিছু দিতে পারে না ।
২| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ১৪০০ বছরেতো আর ইন্টারনেট ছিলোনা, থাকলে তখনো হতো।
৩| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে ভাই.. কুত্তারে বিস্কিট দিলে লেজ নাড়ায়
শাহবাগীগো বিরিয়ানী আর বোতল দিলে ঘেউ ঘেউ করে;
তাতে কি মহানবী ছোট হয়?
সেই আরবেও আবু জেহেল ছিল, লাহাব ছিল, ভার্চুয়াল নাস্তিক্য ভং ধরা কুকুরদের চেয়ে বেশী জঘন্য তারা ছিল- তারাই যখন তিনার নামকে মন্দ বানাতে পারেন নাই- উল্টো নিজেরাই ইতিহাসের আস্তিকুড়ে নিক্ষিপ্ত!!
তো আপনি অত পেরেশান হয়েন না।
সত্য আপনি জ্বলে, বিরিয়ানী বোতল ছাড়াই তার চেতনা হৃদয়ে বিকশিত হয়।
সো জাষ্ট ইগনোর দেম। অতিরিক্ত ঘেউ করলে- ইটা, টুকরা দিয়া ধাওয়াই দিতে পারেন।
১০ ই মে, ২০১৩ সকাল ১০:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন: নবীজীর সাথে বেয়াদবী হলে আমি কেন পেরেশান, সেটা যট না যুক্তির বিষয় তার থেকে আবেগের ।
সেই আবেগ কি কথা দিয়া বুঝানো যাবে ?
এত এট মানুষের মৃত্যু আর অংশ গ্রহণ আর জনতার স্বত:স্ফুর্ত সহায়তায় কিছুটা প্রকাশ পেয়েছে ।
পৃথিবীর ইতিহাসে কোন মানব সন্তান কি এর ধারের কাছেও মানুষের ভালবাসা আর সন্মান পেয়েছে ?
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮
সাইবার অভিযত্রী বলেছেন: গত অবরোধ - সমাবেশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে ১৮ দল, তান্ডব চালায় জামাত, আর মৃত্যু ঘটে াগনিত নিরীহ হুজুরদের!