![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাবেশ থেকে যারা উর্ধশ্বাসে দৌড়ে পালিয়েছে, তারাও কিছু দেখতে পারেনি ।
আহত হয়ে যারা পরেছিল তাদের প্রত্যেকেই বলেছে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। যারা চিপায় চাপায় পালিয়ে ছিল আবার সেখান থেকে দেখছিলও, তারা প্বরত্যেকেই বলেছে না দেখলে বিশ্বাস করা সম্ভব না ।
অবশ্য সরকার বাহাদুররের বক্তব্য কেউ মরে নাকি মরেনি, গুলি হয়নি , আগ্নেয়াস্ত্র ব্যবহারই হয় নি !
হতে পারে হাজার হাজার প্রত্যক্ষদর্শী মিথ্যা বলছে, হতেও পারে !
২| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:০৬
তবুও আমি বলেছেন: মিডিয়ার টুটি চেপে ধরে হয়ত আপনারা হাজার হাজার মানুষকে হত্যার বিষয়টি দেশবাসী থেকে আড়াল করতে পারবেন, অস্বীকার করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যারা সেই ঘটনার সরাসরি সাক্ষি তাদের মন থেকে কোন দিন সেটা মুছে ফেলতে পারবেন না। তাদের কমপক্ষে দোষ জনের সাথে কথা বলেছি। কয়েক জন তো মানসিকভাবে এমন বিধ্বস্ত হয়ে আছে যে, তারা না পারছে খেতে, না পারছে ঘুমাতে, না পারছে কোন কাজ কর্ম করতে। তাদের দিন কাটছে কান্না এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে। আপনি যদি সেই রাতের গনহত্যাকে সমর্থন কিংবা আড়াল করার চেষ্টাকারীদের একজন হোন, মনে রাখবেন, তাদের দোয়ার মধ্যে আপনাকেও স্বরন করা হচ্ছে।
১০ ই মে, ২০১৩ সকাল ১১:০৭
সাইবার অভিযত্রী বলেছেন: মিডিয়ার টুটি চেপে ধরে হয়ত আপনারা হাজার হাজার মানুষকে হত্যার বিষয়টি দেশবাসী থেকে আড়াল করতে পারবেন, অস্বীকার করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যারা সেই ঘটনার সরাসরি সাক্ষি তাদের মন থেকে কোন দিন সেটা মুছে ফেলতে পারবেন না।
৩| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:১১
লিঙ্কনহুসাইন বলেছেন: যারা মারা গেছে তাদের বাপ মা সবাই পাকিস্তান থাকে , তাই সন্তানদের খোজ খবর নিতে পারছেনা :প
১০ ই মে, ২০১৩ রাত ৯:৫৮
সাইবার অভিযত্রী বলেছেন: সরকার থেকে একটা সার্কুলার জারি করিয়েদেন, যেসব মাদ্রাসার ছেলে মারা গেছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে না। অনেক মাদ্রাসাই বন্ধ করে দেওয়া হচ্ছে ।
আর নিহতদের শিক্ষকদের গ্রেফতার করা হবে না, এদুটা কাজ একটু দয়া করে করেন ।
৪| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:১২
তবুও আমি বলেছেন: অনেকেই প্রশ্ন তুলছে, যদি মতিঝিলে এতো মানুষ শহিদ হয়ে থাকে, তাহলে তাদের আত্নিয়-স্বজনরা কই?
আপনি তাদের কথায় উত্তেজিত হয়ে শহীদদের পরিচয় প্রকাশ করে দিবেন না দয়া করে।
কারণ, মতিঝিলে যারা শহীদ হয়েছে, তারা কেউই প্রিয়নবী(স) কে গালি দেয় নি যে, ব্লগার রাজিবের পরিবারের মতো শেখ হাসিনা তাদের পরিবারকে গিয়ে সান্তনা দিবে।
বরং তারা প্রিয়নবী(স) কে ভালবাসতো, এবং ভালবাসার প্রমাণ দিয়েছে তারা শহীদ হয়ে। তাদের পরিচয় প্রকাশ পেলে কুত্তা লীগের লোকেরা তাদের পরিবার ও যে মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসার হুজুর ও অন্যান্য ছাত্রদের হয়রানি করবে নিশ্চিত থাইকেন।
৫| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:২১
মাহাবুব১৯৭৪ বলেছেন: আপনি যদি প্রধানমন্ত্রী থাকতেন ওই দিন, তবে কি ভাবে অবস্থান কারীদের সরাতেন?
১০ ই মে, ২০১৩ রাত ১০:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: দু একটি দাবী মেনে, বাকি গুলো বিবেচনার আশ্বাস দিয়ে ।
রসুলের অবমাননা কারীদের সর্বোচ্চ শাস্তির ঘোষনা আসলে সমাবেশ দশ ভাগের একভাগও হত না !
হুজুরদের আর কোন ইসুতে এত লোক হয় না, এই ইসুতে এত লোক হওয়ার মুল কারণ রসুলের অবমাননা ।
৬| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:২৫
লিঙ্কনহুসাইন বলেছেন: সাভারে নিহত সংখ্যা ১০২১ , আর এই ১০২১ জনের লাশ নেওয়ার জন্য আত্মীয় স্বজনের সংখ্যা কম করে হলেও ১০ হাজারের বেশি হবে । কিন্তু মতিঝিলে সরকারের বর্বর হামলায় নিয়তর সংখ্যা ২৫০০০ কিন্তু তাদের কোন আত্মীয় স্বজন লাশ নিতে ঢাকা আসেনি , তাহলে এই ২৫০০০ নিহত বাপ মা ভাই বোনেরা কি পাকিস্তান ? নাকি আপদ বিদাই হইছে এইটা ভেবে লাশের খোজ করেনি ? আপনাদের কোথায় বুঝা যায় তাদের বাপ মা ভাই বোনেরা সবাই পাকিস্তানে থাকে তাই পাকিস্তান থেকে এসে লাশের খোজ নিতে পারছেনা ।
১০ ই মে, ২০১৩ রাত ১০:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: সরকার থেকে একটা সার্কুলার জারি করিয়েদেন, যেসব মাদ্রাসার ছেলে মারা গেছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে না। অনেক মাদ্রাসাই বন্ধ করে দেওয়া হচ্ছে ।
আর নিহতদের শিক্ষকদের গ্রেফতার করা হবে না, এদুটা কাজ একটু দয়া করে করেন ।
৭| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:২৭
তবুও আমি বলেছেন: যারা আসবে তাদেরকেও লাশ বানিয়ে দিবে কুত্তা লীগের ভাইয়েরা আমার
৮| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:২৮
কোহকাফের বাসিন্দা! বলেছেন: একটা ভালা বুদ্ধি দেই শুনেন। এইসব বালছাল না লিখা মুসা ইব্রাহিম না মুহিত আগে সিড়ি বাওয়া শিখছে হের উপরে পোস্ট দেন। আপনার জন্য সেটাই অনেক বড় প্রাপ্তি হইব
৯| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩৩
মাহাবুব১৯৭৪ বলেছেন: @ তবুও আমি, ভাই যদি সত্যি এমন কেউ থাকত যার লাশ ওই দিন সরিয়ে ফেলা হয়েছে, তবে তার পরিবারের, আশেপাশের মানুষের আহাজারি আর কেউ না হোক বাশের কেল্লায় ফলাও করে প্রচার করত, আর হাজার খানিক শেয়ার হত। তাই অনুরোধ সত্যের পথে, ইসলামের পথে থাকেন। কোন পক্ষের গুজবেই কান দিয়েন না।
১০| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩৯
অমিয় উজ্জ্বল বলেছেন: gadharai eisob biswas korbe.
১১| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩৯
মোমের মানুষ বলেছেন: সেদিন কেউ মারা যায় নি, একজনও আহত হয়নি, কোন কিছুই ঘটেনি, এ কারনে কোন মিডিয়াই বন্ধ করা হয়নি। বিদ্যুতও বন্ধ করা হয়নি। বিশেষ সময় ও বিশেষ এরিয়ায় সাংবাদিকেদেরও প্রবেশ নিষেধ করা হয়নি
১২| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৪৭
মাহাবুব১৯৭৪ বলেছেন: দারুন কথা। হয় ২৫০০ নাহয় একজন ও না।
১৩| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
যেভাবে গুম -
Click This Link
১৪| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৫১
তবুও আমি বলেছেন: প্রকাশ পাবে, অপেক্ষা করেন। সবাই এখন ভীত, তাই মুখ খুলছে কেউ?
১৫| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:০৩
জিয়া চৌধুরী বলেছেন: সরকার নিলর্জ্জভাবে মিথ্যা কথা বলছে। আমার নিজের সোর্স থেকে প্রাপ্ত খবর হলো অন্তত বিশ পচিঁশ কোটি লোক মারা গেছে সেদিন। সরকার এই গনহত্যা আড়াল করতে মিথ্যা গল্প ফাঁদছে। সুন্দরবনের এক জেলে জানিয়েছে ট্রাকে ট্রাকে লাশ সুন্দরবনে পুতে ফেলা হয়েছে। পাবর্ত্য চটগ্রামের এক জুম চাষীও একই ধরণের কথা বলছেন। কিছু লাশ বুড়িগঙ্গায় ব্যারাকুডার খাবার হিসেবে ছড়িয়ে দেয়া হয়। এভাবে কুটি কুটি লাশ গায়েব করে হিংস্র সরকার। এতগুলো লাশ গায়েব করতে পারলেও সরকার চারটি লাশ গায়েব করতে পারেনি। এই চারটি লাশই স্বাক্ষী দেয় কুটি কুটি মানুষের মৃত্যুর।
এদিকে চ্যানেল আই ভিডিও ফটোশপের মাধ্যমে মরা মানুষ জ্যান্ত করার ছবি দেখাচ্ছে। এই সব ফটোশপ দিয়ে আমাদের মতো বাশের কেল্লার ফ্যানদের বোকা বানানো যাবেনা। আমাদের বাশের কেল্লা আমাদের ইমান। আমাদের ইমানের কেল্লা যা বলবে তাই সঠিক।
প্রশ্ন: বাশের কেল্লাও এখন কুটি কুটি মানুষের মৃত্যু দাবী থেকে সরে গেছে। খালেদা ও এখন কুটি কুটি মানুষের মুত্যু দাবী করছেনা।
উত্তর: আপনে আমাত্তে বেশি বুঝেন?
১৬| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:০৪
মাহাবুব১৯৭৪ বলেছেন: হাতে গোনা কিছু মানুষ ছাড়া সবাই বুঝেগেছে। কারো স্বজন মারা গেলে তারা দুঃখ প্রকাশ ও করবে না। হাই কমান্ডের কথায় না নিজের বুদ্ধি দিয়ে গুজব কে অস্বিকার করুন। জনগন এই গুজবে কিছুটা হলেও কান দিত যদি রানা প্লাজার লাশ সরিয়ে নেওয়া হয়েছে না বলত। কাবার ইমাম দের মানব বন্ধন এর কারনে যে কোন ছবি দেখেই সন্দেহ হয়।
১৭| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:১৩
মুহাই বলেছেন: জ্বী, ছাগলের বাচ্চারা একাত্তরে ত্রিশ লাখ লোক শহীদ হবার কথা স্বীকার করেনা কিন্তু একরাতেই 'তিনহাজার' লোক 'নিহত' হবার কথা বিশ্বাস করে ।ছাগুদের বৈশিষ্ট্য তো এমনই হবে ।
১৮| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:১৭
ফাহীম দেওয়ান বলেছেন: ছাগুরা আজীবন ছাগল ই থেকে গেলো।
হাজার হাজার শহীদের পরিবার নাকি আত্ম গোপ্ন করে আছে।
এরা পারেও। ভাই মিথ্যা বলে কখনো শহীদের সন্মান দেখানো যায় না।
তেমনি ইসলামে মিথ্যাকে চরম ভাবে মানা করা হয়েছে।
জামাতী- শিবিরের প্রপাগান্ডার জবাব গুলি খুজে দেখুন ফেসবুক, ব্লগে।
আমি নিশ্চিত আপনি নিজেও জানেন কিন্তু তবুও মানুষঅকে বিভ্রান্ত করা থেকে সরে আসছেন না। কারন আপনি জানেন যে মিথ্যাকে বার বার প্রচার করে, কিছু মানুষকে (যারা ইন্টারনেট নিয়ে তেমন ঘাটাঘাটি করেনা, বা এর সাথে তেমন পরিচয় ই নেই) বিশ্বাস করাতে পারবেন। কারন এই দেশের অনেক মানুষই মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই নিজের মতের পক্ষের খবর গুলোকেই বিশ্বাস আর বিপক্ষ্যের খবরটাকে অবিশ্বাস করতে পছন্দ করে।
১৯| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৪
হাবিব০৪২০০২ বলেছেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কে যেদিন সৈন্যরা মেরে ফেলে সেদিন কিন্তু তার আত্নীয় স্বজনদের কেউ গোপালগঞ্জে কবর দেওয়ার সময় যায় নি, কেন যায় নি? বৈরী পরিস্হিতির কারনে, ইয়া নাফসী জিনিসটা সবার মধ্যেই কাজ করে. তবে ভবিষ্যতে অনুকূল পরিস্হিতিতে অনেক সময়ই সত্য ঘটনা বের হয়ে আসে. যেমনটি জেনেছি হুমায়ুন স্যারের দেয়াল উপন্যাস থেকে--- বঙ্গবন্ধুর বাসার কাজের মেয়ে এবং দারোয়ান আদালতে সে ঘটনার বিবরণ দিয়েছেন. আরও জেনেছি জাতীয় চার নেতা হত্যার ব্যাপারে মাত্র কয়েক বছর আগে তৎকালীন ডিআইজি প্রিজনের বক্তব্য প্রকাশ হয়েছে.
বিডিআর হত্যার ৪ বছর পর কমলা ফিতার লোকগুলি কারা ছিল, সেটা বের হয়েছে.
ভবিষ্যতে যদি কখনও অনুকূল পরিস্হিতি পায় তাহলে এই অভিযান ঘটনায় নিহতদের আত্নীয় স্বজনরা মুখ খুলবে
২০| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:০৯
খাটাস বলেছেন: হুম হাজার হাজার বাঙালি চান্দের ভিতরে দেলু বাবা রে দেখচিল। মাগার মানুষ বদ জাতি, সত্তে বিশ্বাস যায় না।
২১| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:০৯
রাতুল রেজা বলেছেন: প্রথমেই ট্যাঘ মারি, ছাগু পোস্ট
আসলেই না দেখলে বিশ্বাস করা যাবেনা, যে হারে মিথ্যার বাতাস বইছে ছাগুদের, আসলেই দেখতে হত কতজন মারা গেসে।
বাই দ্যা ওয়ে, নতুন টেকনিক কিন্তু কেউ বিশ্বাস করতেছে না, আরেকটু ঝাল মশলা মারেন বোলচালে
২২| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:৩১
অগ্নি সারথি বলেছেন: @ তবুও আমি , বাইঞ্চোদ কি আর গাছে ধরে রে?
২৩| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:৩২
অগ্নি সারথি বলেছেন: @ জিয়া চৌধুরী, সহমত, বালের কিল্লার লিংক আছে মোর দারে।
২৪| ১০ ই মে, ২০১৩ রাত ৯:২৪
rakibmbstu বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: যারা মারা গেছে তাদের বাপ মা সবাই পাকিস্তান থাকে , তাই সন্তানদের খোজ খবর নিতে পারছেনা
১০ ই মে, ২০১৩ রাত ১০:১১
সাইবার অভিযত্রী বলেছেন: যারা আসবে তাদেরকে নিরাপত্তা দিতে পারবেন ?
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৩ সকাল ১১:০৫
সাইবার অভিযত্রী বলেছেন: যারাই ছোখে দেখেছে বলছে, কতলোক মারা গেছে তা চোখে না ডেখলে বিশ্বাস করা সম্ভব নয় । কটা পৈশাচিক ছিল অপারেশন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ।